bangla data

হুমায়ুন ফরিদীর বিখ্যাত উক্তি - না জানা থাকলে এখনি জেনে নিন

 হুমায়ুন ফরিদীর জীবনী ( life quotes )

তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে। তিনি তার বাবার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভর্তি হন এবং সেখান থেকে তিনি নাট্য জগতে প্রবেশ করেন। বাশার মাহমুদ নাট্যাঙ্গনের গুরু। তিনি সর্বপ্রথম দর্শকের সামনে আত্মপ্রকাশ করেন বাশার মাহমুদের শিল্পী নাট্যগোষ্ঠী নামের একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে কল্যাণ মিত্রের ত্রিরত্ন নাটকের রত্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

তিনি এই সংগঠনের সদস্য হয়ে বিভিন্ন নাটকে একজন। তিনি তার অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একসাথে অভিনয় করেছেন। তিনি তার দক্ষ অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনে অনেক সফলতা অর্জন করেছেন।

হুমায়ুন ফরীদি জন্মগ্রহণ করেন 29 মে 1952 সালে।


হুমায়ুন ফরীদির শিক্ষা 

তিনি 1965 সালে বাংলাদেশের মাদারীপুর জেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভর্তি হবে। পরবর্তীতে তিনি মাধ্যমিক স্তরে উর্ত্তীণের পর 1968 সালে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। তার উচ্চ মাধ্যমিক শেষ হবার পর একই বছরের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তিনি তার পড়াশোনা বাদ রেখেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তীতে যুদ্ধের পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে আলবেরুনি হলে সাথে সম্পৃক্ত ছিলেন এবং তার বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

হুমায়ুন ফরিদীর বিখ্যাত উক্তি


হুমায়ুন ফরিদীর বিখ্যাত উক্তি ( motivational quotes )

1. তুমি বলেছিলে মানুষ বদলায়
তাই তুমি বদলে গেলে কিন্তু
আমি বদলায় নি তবে আমি কি মানুষ নই?

হুমায়ূন ফরিদী ( life quotes )

2. আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মত প্রাধান্য দেই। নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়।

হুমায়ূন ফরিদী



3. কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছো না৷ অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো - কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই, ভালোবাসাটি এমন।

হুমায়ূন ফরিদী ( life quotes )



4. প্রেমের আর একটা দিক হচ্ছে না বুঝা, আপনি কেন প্রেমে  পড়েছেন? সেইটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতোই সমান।

হুমায়ূন ফরিদী



5. মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।

হুমায়ূন ফরিদী ( life quotes )


6. কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই!

হুমায়ূন ফরিদী



7. এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে আমার না হোক।

হুমায়ূন ফরিদী


8. কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।

হুমায়ূন ফরিদী


9. উটে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

হুমায়ূন ফরিদী



10. মৃত্যুর মতো এতো স্নিগ্ধ, এতো গভীর, সুন্দর আর কিছু নেই কারন মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালবাসাটাই শ্রেয়। মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো - গ্রহন করো, বরণ করে নাও।

হুমায়ূন ফরিদী



11. যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে, জেনো‌ তুমি কিছু একটা করছো। যা ওরা করতে পারছেনা। মাথায় নিও না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।

হুমায়ূন ফরিদী


12. Life is nothing but a journey towards death, আপোষ করে তো ভিতু মানুষ। আপোষ করে তো মেরুদন্ড হীন প্রাণী। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। মানুষ কখনও বৃদ্ধ হয়না। মানুষ তার মনে মনে সারাজীবনই ২৮ বছর বছরে থাকে। তুমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

হুমায়ূন ফরিদী



13. তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না।

হুমায়ূন ফরিদী ( life quotes )



14. আমি আমার শত্রুকে ‘বধ’ করার জন্য আমার ‘হাসি টুকু’ অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি। 

হুমায়ূন ফরিদী



15. জীবনে চাইলেই কাউকে কখনও নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। 

হুমায়ূন ফরিদী



16. সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না - অবশ্যই সুখী হবেন।

হুমায়ূন ফরিদী ( life quotes )



17. জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

হুমায়ূন ফরিদী



18. কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে; আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনােই চায় না, বা আশা করে না।

হুমায়ূন ফরিদী ( life quotes )



19. কাউকে ভালোবাসতে হলে, এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। তবেই তুমি ভালোবাসতে পারবে।

হুমায়ূন ফরিদী


20. একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো - বিশ্বাস ঘাতকতা করে না।

হুমায়ূন ফরিদী



21. ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে - সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।

হুমায়ুন ফরীদি ( life quotes )

হুমায়ুন ফরিদীর মৃত্যু

2012 সালের 13 ই ফেব্রুয়ারি তিনি তার ঢাকার ধানমন্ডিতে নিজস্ব বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 60 বছর। এর আগে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে তাকে ঢাকার মর্ডান হাসপাতালে নেয়া হয়েছিল। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে তার নিজ বাসায় ফেরেন কিন্তু 13 ই ফেব্রুয়ারি তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এই আঘাতে তার মৃত্যু হয় এবং তিনি সকলকে কাঁদিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যান।

তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিবর্গদের মধ্যে ছিলেন এবং চিরদিন থাকবেন। তিনি তার সফল কর্মজীবনে অসংখ্য সফলতা লাভ করেছেন। তার এই সফলতার কথা বাঙালি চিরজীবন মনে রাখবেন। তিনি সকল বাঙ্গালীর মনে চিরজীবন জীবিত থাকবেন।

Next Post Previous Post
5 Comments
  • নিউজ ভাণ্ডার সাংবাদিক
    নিউজ ভাণ্ডার সাংবাদিক 29 December

    হুমায়ুন ফরিদী বই থাকলে দিয়েন

  • নিউজ ভাণ্ডার সাংবাদিক
    নিউজ ভাণ্ডার সাংবাদিক 29 December

    হুমায়ুন ফরিদী উক্তি ছবি দেন

  • নিউজ ভাণ্ডার সাংবাদিক
    নিউজ ভাণ্ডার সাংবাদিক 29 December

    হুমায়ুন ফরিদী স্যারের উক্তি চাই

  • নিউজ ভাণ্ডার সাংবাদিক
    নিউজ ভাণ্ডার সাংবাদিক 29 December

    হুমায়ুন ফরিদী প্রেমের উক্তি

  • নিউজ ভাণ্ডার সাংবাদিক
    নিউজ ভাণ্ডার সাংবাদিক 29 December

    হুমায়ুন ফরিদী কবিতা
    হুমায়ুন ফরিদীর বিখ্যাত উক্তি
    গুড পোস্ট

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ