আরকে রায়হান
https://www.rkraihan.com/2022/03/amar-bhindeshi-tara-lyrics.html
আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics। তোমরা যদি এই আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics।
আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics |
আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics | আমার ভিনদেশী তারা | ভিনদেশী তারা লিরিক্স
আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics গানের কথা বাংলা মুভি আন্তাহীন (2009) থেকে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গাওয়া সুন্দর একটি গান। সংগীতায়োজন করেছেন শান্তনু মৈত্র। অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রাহুল বোস, মিতা বশিষ্ঠ, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর।
- মুভির নাম - আন্তাহীন (2009)
- গান- আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics
- কণ্ঠ ও সঙ্গীত - অনিন্দ্য চ্যাটার্জি
- কথাঃ চন্দ্রিল ভট্টাচার্য
- লিখেছেন- শ্যামল সেনগুপ্ত
- পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরী
- প্রযোজনা করেছেন- জিৎ ব্যানার্জী, অনিরুদ্ধ রায় চৌধুরী
- আর ইন্দ্রাণী মুখোপাধ্যায়
আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics
আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী... (x2)
আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics | amar bhindeshi tara lyrics in english | আমার ভিনদেশী তারা lyrics
Amar bhindeshi tara
Eka raateri akashe
Tumi bajale ektaara
Amar chilekothar pashe
Thik sondhey namar mukhey
Tomar naam dhore keu daake
Mukh lukiye kaar buke
Tomar golpo bolo kake
Amar raat jaga tara
Tomar onno paray bari
Amar bhoy pawa chehara
Ami adote anari
Amar akash dekha ghuri
Kichu mitthey bahaduri (x2)
Amar chokh bendhey dao alo..
Dao shanto shitol paati
Tumi maayer motoi bhalo
Ami eklati poth haati
Amar bicchiri ektaara
Tumi nao na kotha kane
Tomar kisher eto taara
Se rashta paar hobe sabdhane
Tomar gaye lage na dhulo
Amar du-mutho chaal chulo (x2)
Rakho shorire haath jodi...
Aar jol makho dui haate
Please ghum hoye jao chokhe
Amar mon kharaper raate
Amar raat jaga tara
Tomar akash chowa bari [X2]
Ami paina chutey tomay
Amar ekla lage bhari [X2]
Hm Hm Hm Hm...
আর্টিকেলের শেষকথাঃ আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics
এতক্ষন জানলাম আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics টি। তোমাদের যদি এই আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ আমার ভিনদেশী তারা লিরিক্স - Amar Bhindeshi Tara Lyrics পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.