আরকে রায়হান
https://www.rkraihan.com/2022/03/amar-dehokhan-lyrics.html
Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স
আসসালামু আলাইকুম লিরিক্স প্রিয় বন্ধুরা। কেমন আছো তোমরা। আশা করি নিশ্চয় ভালো আছে। যাইহোক আজকে আমরা একটি জনপ্রিয় গানের লিরিক্স জানবো আর সেটি হলো Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স। এই Amar dehokhan lyrics - আমার দেহখান লিরিক্স গানটি আমার ব্যক্তিগত ভাবে খুব পছন্দ। কারন গান টি এত সুন্দর যেকেউ পছন্দ করে ফেলবে। আর সবচেয়ে বড় কথা হলো গানের কথা গুলো খুব সুন্দর।
![]() |
Amar dehokhan lyrics আমার দেহখান লিরিক্স |
অনেক লিরিক্স প্রিয় বন্ধু আছে যারা Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স টি গুগলে এসে সার্চ করে কিন্তু ভালো কোনো গানের কথা পায়না। না পেয়ে অনেকে বিরক্ত বোধ করে খারাপ কমেন্ট করে থাকে।
তোমরা যার এই Amar dehokhan lyrics - আমার দেহখান লিরিক্স টি খুজছো তাদের জন্য ভালো খবর কারন এই গানের সব কথা গুলো আমরা অক্ষরে অক্ষরে দিয়েছি যাতে তোমরা এই গান টি খুব সহজে মুখস্থ করে নিতে পার।
আমরা এখানে এই লিরিক্স টি দুই ভাবে দিয়েছি। আমরা প্রথমে Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স বাংলা দিয়েছি। আর একটি ইংরেজিতে দিয়েছি যাতে তোমরা উচ্চারনে সমস্যা বোধ না করো।
তোমরা যদি এই Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স।
Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স | Eka bose tumi lyrics - একা বসে তুমি লিরিক্স
ওড সিগনেচার থেকে Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স গানটি গেয়েছেন আহসান তানভির পিয়াল। Eka bose tumi lyrics - একা বসে তুমি লিরিক্স গানের কথা লিখছেন মন্তাসির রাকিব এবং রেকর্ড করে সাজিদ সাদাত খান।
- গানঃ Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স
- রচনা: অদ্ভুত স্বাক্ষর
- কণ্ঠঃ আহসান তানভীর পিয়াল
- কথা ও সুরঃ মুনতাসির রাকিব
- দ্বিতীয়/ব্যাক ভোকাল: মুনতাসির রাকিব
- গিটার প্লাকিং এবং রিদম : অর্ণম অমিতাব
- গিটার সলো এবং রিফ: একতেদার সাকিন
- ড্রামস: আকিব আহমেদ
- বেস: তাহমিদ রায়ান ওনিন্দো
- আর্টওয়ার্ক করেছেন: আফ্রাইম সাঈদ
- অ্যানিমেশন করেছেন: প্রথুল ভট্টাচার্য
Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স | Eka bose tumi lyrics - একা বসে তুমি লিরিক্স
একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
Amar dehokhan lyrics in English | আমার দেহখান লিরিক্স | Eka bose tumi lyrics in English - একা বসে তুমি লিরিক্স
Eka bose tumi
Dekhcho ki eki akash
Din seshe taar taragulo dibe dekha
Meghe dhaka tarar aalo
Dekhe thako tumi dekho bhalo
Hoyto taar majhe khuje pabe amay
Sei dine
Ek gaane ek golpokarer golpo khuje pabe
Khuje pabena se golpokar
Dingulo khuje pabe gaaner protita chonde
Shunte pabe mrito manusher chitkar
Amar dehokhan
Niona shoshan emniteo pure gechi
Amar sob smriti
Bhulona tomra ja fele gechi
Deho pase keu kedo na,
golpo gulo rekho ojana
gan khana theke khuje nio mor se golpo
zate likha ache hajar kost,
nijeke vebe nitam ek sresto,
zar protipode jibon biccoder sopno
Sei dine
Ek gaane ek golpokarer golpo khuje pabe
Khuje pabena se golpokar
Dingulo khuje pabe gaaner protita chonde
Shunte pabe mrito manusher chitkar
Amar dehokhan
Niona shoshan emniteo pure gechi
Amar sob smriti
Bhulona tomra ja fele gechi
আমার প্রিয় এই গানটি লিরিক্স আমরা জানলাম। এই Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স টি অনুরোধের একটি লিরিক্স ছিল যা আমারো পছন্দ। যাইহোক বন্ধুরা তোমাদের যদি এই কোনো পছন্দের লিরিক্স থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর্টিকেলের শেষকথাঃ Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স
এতক্ষন জানলাম Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স টি। তোমাদের যদি এই Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Amar dehokhan lyrics | আমার দেহখান লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.