Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স। তোমরা যদি এই Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স।
Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স |
Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স
Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স গানটি গেয়েছেন অর্ঘা দেব। সংগীতায়োজন এবং গানের কথা লিখেছেন অর্ঘা দেব।
- Song : Ami Ek Garib Premik Neela
- Vocal, Music And Lyrics : Argha Dev
Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই।
এক মুক্ত আকাশ সাথে,
শান্ত শীতল শহরে দুজনে।
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে,
শান্ত শীতল শহরে দুজনে।
আমার আর কোথাও যাওয়ার নেই।।
আমার ভাঙ্গা ঘরে
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন,
আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি,
আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি।
আমার আর কোথাও যাওয়ার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই।
তোমার শরীরী জ্বরে
উসুম উসুম জলপড়া হব আমি,
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার
আমি মাড় গেলে দিয়ে
ভাত বেড়ে দেবো তোমায়,
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার
আমি মাড় গেলে দিয়ে
ভাত বেড়ে দেবো তোমায়।
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই।
তাতে খুচরো পয়সা গোঁজা,
আর তোমার একটা সাদা কালো ছবি এই।
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই,
আমি এক গরিব প্রেমিক নীলা।
Ami Ek Gorib Premik Nila Lyrics in English - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স
আর্টিকেলের শেষকথাঃ Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স
এতক্ষন জানলাম Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স টি। তোমাদের যদি এই Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Ami Ek Gorib Premik Nila Lyrics - আমি এক গরীব প্রেমিক নীলা লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.