Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স। তোমরা যদি এই Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স।
Ekhon Onek Raat Lyrics এখন অনেক রাত লিরিক্স |
Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স
হেমলক সোসাইটি বাংলা সিনেমার অনুপম রায়ের Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স। বাংলায় গানের কথা লিখেছেন অনুপম রায়। অভিনয়ে: পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক, দীপঙ্কর দে, রূপা গাঙ্গুলী প্রমুখ।
- মুভির নামঃ হেমলক সোসাইটি
- গানের নাম: Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স
- কণ্ঠ, সুর ও কথাঃ অনুপম রায়
- পরিচালকঃ সৃজিত মুখার্জি
- লেবেল: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।
ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা
চেপে ধরে টলছি কেমন নেশায় (x2)
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।
তুমি বুকের ভেতর ফাটছো আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারি নি,
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর,
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে।
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি।
তুমি বুকের ভিতর ফাটছো আমার
শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারি নি,
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত,
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা,
চেপে ধরে টলছি কেমন নেশায়।
Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স
Chuye dile haath
amar briddho buke tomar matha
chepe dhore tolchi kemon neshay [x2]
Ekhan anek rat tomar kandhe amar nissash
Pakhar bleder tale soja suji kotha boli
Tumi buker vitor fatcho amar
Shorir jure tomar premer bij
Ami thamte parini
Tomar gaale norom dukkho
Amay duhat diye muchte dio please..
Amar poket vora sotti mitthe
rekhe dilam tomar beger nile
Jani torke bohudur
Tao amay tumi akre dhoro
amar vetor barcho tile tile
আর্টিকেলের শেষকথাঃ Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স
এতক্ষন জানলাম Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স টি। তোমাদের যদি এই Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Ekhon Onek Raat Lyrics | এখন অনেক রাত লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.