যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics
বন্ধুরা আজকে দেখবো যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics। তোমরা যদি এই যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics।
যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics |
যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics
যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics বাংলা গান। গানটি গেয়েছেন শিতম আহমেদ। সংগীতায়োজন করেছেন শীতম আহমেদ। গানটির লিরিক তৈরি করেছেন শীতম আহমেদ।
- Song : যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics
- Singer : Shitom Ahmed
- Label : Shitom Ahmed
যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics
যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,
জানে না কেউ।
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালোই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।
আমি কাব্য লিখি
খুব গোপনে
সেই কাব্যে আছে তোমার নাম
জানি দেখি নি তোমায় আজো
তবু করে রেখেছো মাতাল।
তাহলে কি সব কিছুই মিথ্যে
পাবো না কি তোমাকে খুঁজে..?
প্রশ্ন করি তোমাকে আমি আজ।
যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,জানে না কেউ
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালো ই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।
যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics
jacchi chute bohu dure
jeno prithibi chere
jane na keu
jane na keu.
ar brishtite bhije neche
bhaloy achi beche
bari nau amay
priyo barite ekhon
bhalo lage na jokhon.
আর্টিকেলের শেষকথাঃ যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics
এতক্ষন জানলাম যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics টি। তোমাদের যদি এই যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ যাচ্ছি ছুটে বহু দূরে লিরিক্স - Jacchi Chute Bohu Dure Lyrics পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.