আরকে রায়হান
https://www.rkraihan.com/2022/03/kalo-jole-kuchla-tole-lyrics.html
কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics। তোমরা যদি এই কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics।
কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics |
কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics
কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics বাংলা ঝুমুর গানটি গেয়েছেন তন্ময় কর, আলাদিন ব্যান্ডের ক্যামেলিয়া, পৌশালি ব্যানার্জী, পারাপার ব্যান্ডের আশিম এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে। ডান্স টিউব ম্যানিয়া থেকে অর্পিতা চ্যাটার্জি এবং রিয়া দ্বারা কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics ডান্স কভার এবং ঝুমুর গানের ডান্স স্টেপ পারফরমেন্স।
- Song : কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics
- Lyrics : Traditional Jhumur
কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷
কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics
Kalo jole kuchla tole dublo sonaton
Aaj sarana kal sarana pai je doroshon
Lodidhare chase bodhu michai koro ash
Jhirihiri baka lodi boiche baromash
আর্টিকেলের শেষকথাঃ কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics
এতক্ষন জানলাম কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics টি। তোমাদের যদি এই কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ কালো জলে কুচলা তলে লিরিক্স - Kalo Jole Kuchla Tole Lyrics পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.