Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স
Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স টি খুব সুন্দর। কারন Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স গানটি সবার পছন্দ। চলুন আমরা জেনে নেই Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স।
Ore Mon Udashi Lyrics ওরে মন উদাসী গানের লিরিক্স |
Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স
বাঙালি বাবু ইংলিশ মেম বাংলা সিনেমার অরিজিৎ সিং গেয়েছেন Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স গানটি। সংগীতায়োজন করেছেন ডাব্বু। Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স গানের কথা লিখেছেন প্রসেন। বাঙালি বাবু ইংলিশ মেম মুভির কাস্ট: সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবনী সরকার, আবির চ্যাটার্জি, পায়েল সরকার এবং অন্যান্যরা।
- গানঃ Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স
- চলচ্চিত্র: বাঙালি বাবু ইংলিশ মেম (2014)
- গায়কঃ অরিজিৎ সিং
- সঙ্গীতঃ ডাব্বু
- কথাঃ প্রসেন
- পরিচালকঃ রবি কিনাগী
- সিনেমাটোগ্রাফিঃ কুমুদ ভার্মা
- সম্পাদনাঃ মোঃ কালাম
- উপস্থাপক: শ্রীকান্ত মোহতা
- প্রযোজক: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড। লিমিটেড
- মিউজিক অন: এসভিএফ মিউজিক
Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স
কেন আসে দিন তোকে চোখে হারাবার,
কী উপায় ফেরা যায়, তোর স্বপ্নতে আবার
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায় ?
ওরে পরবাসী,
ওরে বন্ধু আমার ফিরে আয়।
চলে গেছে ঢলে গেছে কালকের কলরব,
কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না
খালি খালি চারিপাশ, এ আমার দেশ না।
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায় ?
ও.. ওরে পরবাসী,
ওরে বন্ধু আমার ফিরে আয়।
ঝরে গেল কেন আজ মরসুম পাতাদের,
কত না বিকেল ঘুড়ি উড়িয়েছি দু'জনে
চলে আয় চলে আয়, আজ আবার উজানে।
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায় ?
ও.. ওরে পরবাসী,
ওরে বন্ধু আমার ফিরে আয়।
Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স
আর্টিকেলের শেষকথাঃ Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স
যদি আজকের Ore Mon Udashi Lyrics | ওরে মন উদাসী গানের লিরিক্স ভাল লাগে তাহলে এখনি বন্ধদের মাঝে শেয়ার করুন আর এই রকম নিত্য নতুন টপিক পেতে আমাদের আর কে রায়হান ওয়েব সাইট টি ভিজিট করুন ধন্যবাদ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.