Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স। তোমরা যদি এই Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স।
Tomar Khola Hawa Lyrics তোমার খোলা হাওয়া লিরিক্স |
Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স
সোমলতা আচার্য্য চৌধুরীর রবীন্দ্রসঙ্গীত Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স। এটি সোমলতা আচার্য্য এবং তার ব্যান্ড সোমলতা অ্যান্ড দ্য এসিস ফার্স্ট টাইম রবীন্দ্র সঙ্গীত অ্যালবাম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নীল। এই গানটি গেয়েছেন ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, শান, সাহানা বাজপেয়ী এবং বিভিন্ন শিল্পী।
- Song Name: Tomar Khola Hawa (তোমার খোলা হাওয়া)
- Lyrics: Rabindranath Thakur
- Singer: Somlata Acharyya Chowdhury
- Album: Mor Bhabonarey
- DOP: Kingshuk Chakraborty & Ashok Chowdhury
Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
বিকেল যে যায় তারি পিছে গো (x2)
রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।
সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা (x2)
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে,
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেড়ে দাও, ওগো
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।.
Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স | tomar khola hawa lyrics in english
আর্টিকেলের শেষকথাঃ Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স
এতক্ষন জানলাম Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স টি। তোমাদের যদি এই Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Tomar Khola Hawa Lyrics | তোমার খোলা হাওয়া লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.