Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স। তোমরা যদি এই Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স।
![]() |
Abar Jodi Phire Aso Lyrics আবার যদি ফিরে আসো লিরিক্স |
Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স
আবর জোড়ি ফেরে এসো গানটি গেয়েছেন সুভমিতা ব্যানার্জি। সুর করেছেন এবং গানের কথা লিখেছেন অরুণাশিশ রায়। স্টুডিও ভাইব্রেশনে গৌতম বসুর গান রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং। আবর জোড়ি ফেরে এসো গানে অভিনয় করেছেন: চিত্ররূপা ব্যানার্জী, নিসর্গ বিশ্বাস এবং শুভমিতা ব্যানার্জী।
- Song : Abar Jodi Phire Aso
- Singer : Subhamita Banerjee
- Lyrics & composition : Arunasish Roy
- Music Arrangement, programming and Sarode : Prattyush Banerjee
- All Guitars and Bass : Raja Chowdhury
- Story & Direction : Jitanshu Sharma
- Cinematography & Lighting : Mx Paraz
- Editing : Jitanshu Sharma & Luk Monet
- Music Label : Suchitra Music
Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে,
কিছু অভিমান রেখো সাথে
না বলা কথা লেখা যাতে,
মানাবো তোমায় নতুন করে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে।।
এলোমেলো ছায়ার দিন স্মৃতি রঙ্গীন
বুকে সুর তোলে আজও অমলীন,
এলোমেলো ছায়ার দিন স্মৃতি রঙ্গীন
বুকে সুর তোলে আজও অমলীন,
তাই ভাবনারা মানে না মানা
তাই ভাবনারা মানে না মানা
ঘর বাঁধে আবার নতুন করে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে।।
বেহিসেবি মন অকারণ নানান ছলে
খোঁজে তোমায় আজও প্রতি পলে,
বেহিসেবি মন অকারণ নানান ছলে
খোঁজে তোমায় আজও প্রতি পলে,
তাই অবিরত মুছে বারণ শত
তাই অবিরত মুছে বারণ শত
স্বপ্ন সাজাই নতুন করে।
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে,
কিছু অভিমান রেখো সাথে
না বলা কথা লেখা যাতে,
মানাবো তোমায় নতুন করে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে।।
আবার যদি ফিরে আসো লিরিক্স - শুভমিতা ব্যানার্জী :
Abar jodi phire asho
Somoyer haat dhore
Kichu obhiman rekho sathe
Na bola kotha lekha jaate
Manabo tomay notun kore
Abar jodi fire asho
Somoy er haat dhore
Elomelo chayar din smriti rongeen
Buke sur toley aajo omolin
Tai vabnara mane na mana
Ghor bandhe abar notun kore
Behisebi mon okaron nanan chole
Khoje tomay aajo proti pole
Tai obiroto muche baron shoto
Shopno sajai notun kore
সুচিত্রা মিউজিক এর গান আবার যদি ফিরে আসো গানটি গেয়েছেন শুভমিতা ব্যানার্জী। গানটির সুর দিয়েছেন এবং গানটির লিরিক্স লিখেছেন অরুণাশিস রায়।
আর্টিকেলের শেষকথাঃ Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স
এতক্ষন জানলাম Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স টি। তোমাদের যদি এই Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Abar Jodi Phire Aso Lyrics | আবার যদি ফিরে আসো লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.