Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স। তোমরা যদি এই Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স।
![]() |
Ami Tor Lyrics আমি তোর লিরিক্স |
Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স
আমি তোর গান গেয়েছেন জাভেদ আলি ও অন্তরা মিত্র। রাবন বাংলা সিনেমার অমি তোর গানের কথা লিখেছেন রিতম সেন। জিত ও লাহোমা ভট্টাচার্যের গানও আছে। মিউজিক করেছেন স্যাভি। গান মিশ্রিত এবং রূপ মহন্ত দ্বারা আয়ত্ত।
- Song : Ami Tor
- Film Name : Raavan
- Singer : Javed Ali & Antara Mitra
- Lyrics : Ritam Sen
- Music : Savvy
- Programmed by : Prasenjit Chowdhury
- Direction by : M N Raj
- Dop : Manas Ganguly
- Produced by : Jeet, Gopal Madnani & Amit Jumrani
- Label : Grassroot Entertainment
Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স
চল নিয়ে যাবো তোকে
সেই মায়াবী দেশে সাজবি আবীরে,
চল নিয়ে যাবো তোকে
আয়না ঝর্ণা হয়ে ভাসবি আদরে।
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর,
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর।
চল নিয়ে যাবো তোকে
সেই মায়াবী দেশে সাজবি আবীরে..
কতো কিছুই বলি চোখে
সুতো ছাড়া বাঁধি তোকে,
সিঁদুরে রাঙিয়ে দেবো কথা মতো
বাহারে ছড়িয়ে দেবো কলি যতো।
এক সাথে হোক শুরু এই শপথ
আজ থেকে তুই আমার আমি তোর,
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার আমি তোর।
রুপকথারাও ঈর্ষা করে
ডাকিস যখন নামটা ধরে,
দুজনে পেরিয়ে যাবো অনেক ঝড় ও
কখনো পাখিই হবে আমারদেরও।
সঙ্গে থাক সবসময় আট-প্রহর
আজ থেকে তুই আমার আমি তোর,
জানবে ঠিক এই হাওয়া এই শহর
আজ থেকে তুই আমার আমি তোর।
Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স
Chol niye jabo toke
Sei mayabi deshe sajbi abire
Chol niye jabo toke
Aayna jhorna hoye bhasbi adore
Janbe thik ei hawa ei shohor
Aaj theke tui amar ami tor
Koto kichui boli chokhe
Suto chara bandhi toke
Sindure rangiye debo kotha moto
Bahare choriye debo koli joto
Eksathe hok shuru ei shopoth
Aaj theke tui amar ami tor
জিৎ ও লহমা ভট্টাচার্য্য অভিনীত রাবণ বাংলা সিনেমার গান আমি তোর গানটি গেয়েছেন জাভেদ আলী ও অন্তরা মিত্র গানটির সুর দিয়েছেন স্যাভি ও আমি তোর গানের লিরিক্স লিখেছেন রীতম সেন।
আর্টিকেলের শেষকথাঃ Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স
এতক্ষন জানলাম Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স টি। তোমাদের যদি এই Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Ami Tor Lyrics | আমি তোর লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.