Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স। তোমরা যদি এই Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স।
![]() |
Bulbuli Lyrics বুলবুলি লিরিক্স |
Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স
কোক স্টুডিও বাংলা সিজন ওয়ান থেকে বুলবুলির গান। গানটি গেয়েছেন ঋতু রাজ ও নন্দিতা। বাংলা গজল বাগিছায় বুলবুলি তুমি গানের কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এর আগে এই গজলটি মানবেন্দ্র মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, সালাউদ্দিন আহমেদ, আশা সরকার এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন।
- Song : Bulbuli
- Bagichay Bulbuli Written by : Kazi Nazrul Islam
- Dol Dol Dol Diyeche Written by : Syed Gousul Alam Shaon
- Vocals : Rituraj Baidya & Sanzida Mahmood Nandita
- Vocals : Rubayat Rehman, Karishma Shanu Sovvota And
- Jannatul Firdous Akbar
- Curated & Produced by : Shayan Chowdhury Arnob
- Music Composed and Arranged by : Shuvendu Das Shuvo
- Sound Engineer & Mixed by : Faizan Rashid Ahmad
- Mastered by : Yash Duwecha
- Recording Engineer : Victor Das
- Creative Producer : Syed Gousul Alam Shaon
- Video Directed by : Krishnendu Chattopadhyay
- DOP : Kamrul H. Khosru
- Label : Coke Studio Bangla
Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল,
আজও তার
ফুল কলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলোল।
আজও হায়,
রিক্ত শাখায় উওরী বায়,
ঝুরছে নিশিদিন ..
আজও হায়,
রিক্ত শাখায় উওরী বায়,
ঝুরছে নিশিদিন ..
আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া
মৌমাছি বিভোল,
আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া
মৌমাছি বিভোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে ..
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে ...
শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম
রাঙবে রে কপোল,
শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম
রাঙবে রে কপোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
দোল দোল দোল দিয়েছি
ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়
উঠলো এবার সই।
ভাঙাবো কি ঘুম তোর
আশাতে নেশাতে না জেগে জেগে রই,
দখিনা.. এলো ওই,
ওলিরা, পাখিরা তোমারই প্রেমেতে রই।
ওঠ ওঠ ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ওঠ ওঠ ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা
আসবে ফুলেল বান,
কুঁড়িদের ওষ্ঠ-পুটে লুটবে হাসি
ফুটবে গালে টোল।
কবি তুই গন্ধে ভুলে, ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
ভরবে আঁখির কোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
বাগিচায় বুলবুলি তুই লিরিক্স - কাজী নজরুল ইসলাম :
Bagichay Bulbuli Tui
Dishne aaji dol aajo tor
Phul kolider ghum tuteni
Tondra te bilol
Aajo haay rikto shakhay uttori baay
Jhurche nishidin
Asheni dokhine hawa Ghazal gaowa
Moumachi bibhol
Kobe se phul kumari
Ghomta chiri ashbe bahire
Shishirer sporsho suke vangbe re ghum
Rangbe re kopol
Dol dol dol diyechi
Ghum vengeche koi?
Fagun ese daak diye jaay
Uthlo ebar soi
Vangabo ki ghum tor
Ashate neshate na jege jege roi
Dokhina elo oi
Olira pakhira tomari premete roi
Oth oth toh lo re soi
Fagun elo oi
Dokhin hawa daak diye jaay
Moner manush koi?
কোক স্টুডিও বাংলার গান 'বুলবুলি' গানটি গেয়েছেন ঋতু রাজ ও নন্দিতা। বাংলা গজল বাগিচায় বুলবুলি তুই গানের লিরিক্স লিখেছেন কাজী নজরুল ইসলাম। দোল দোল দোল দিয়েছি গানের লিরিক্স লিখেছেন সৈয়দ গাউসুল আলম শাওন।
আর্টিকেলের শেষকথাঃ Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স
এতক্ষন জানলাম Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স টি। তোমাদের যদি এই Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Bulbuli Lyrics | বুলবুলি লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.