চলে গেছো তাতে কি লিরিক্স | Chole gecho tate ki lyrics
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics। তোমরা যদি এই চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics।
![]() |
চলে গেছো তাতে কি লিরিক্স Chole gecho tate ki lyrics |
চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics
চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics নতুন সংস্করণের গানটি গেয়েছেন সাইফ জোহান। হস্তে কেন তুমি শেখালে অমে গানের কথা লিখেছেন সাইফ জোহান। সঙ্গীত পরিচালনা করেছেন আর জয়। এই বাংলা গানটি ফ্রেডি আগুইলারের আন্তর্জাতিকভাবে প্রশংসিত গান আনাক থেকে অনুপ্রাণিত।
- Song : Chole Gechho Tate Ki (New Version 2019)
- Vocal : Saif Zohan
- Tune : Inspired by anak
- Lyrics : Saif Zohan
- Music : R Joy
- Edit : Saif Zohan
চলে গেছো তাতে কি লিরিক্স | Chole gecho tate ki lyrics
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি,
তুমি আছো হৃদয়ের আয়নায়।
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
হাসতে কেন তুমি শেখালে আমায়
কেনই বা বলো কাঁদালে?
কেন করেছিলে এতটা আপন
যদি হারাবে আড়ালে।
আজ সব স্মৃতি কি
বলো হয়ে গেছে শেষ বলোনা ?
কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে
ধরেছিলে এই হাত,
জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে
একাকী আমার এই রাত।
আজ সব চাওয়া কি
বলো ফুরিয়ে গেছে বলোনা?
বলেছিলে এক আকাশে উড়বো আজীবন
চুপিচুপি হবে আলাপন,
হাতে হাত রেখে কাটাবো জীবন
কথা হবে অকারণ।
আজ সব কথা কি
বলো হয়ে গেছে শেষ বলোনা?
চলে গেছো তাতে কি নতুন গানের লিরিক্স :
Chole gecho tate ki
bhalobeshe morechi
Tumi acho hridoyer aynay
Loke amare Sudhay
valobasha kare koy bolo na
Loke amare Sudhay
valobasha kare koy bolo na
Haste keno tumi shekhale amay
Kenoi ba bolo kadale
Keno korechile etota apon
Jodi harabe arale
Aaj sob sriti ki
bolo hoye geche shesh bolona?
Keno hotat eshe pase dariye
dhoresile ay hat
jano ki tumi chara kivabe kate
ekaki amar ay rat
aj sob chawa ki
bolo furiye geche bolona
bolesile ak akashe urbo ajibon
chupi chupi hobe alapon
hate hat rekhe katabo jibon
kotha hobe okaron
aj sob ki kotha ki
bolo hoye geche ses bolona
আর্টিকেলের শেষকথাঃ চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics
এতক্ষন জানলাম চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics টি। তোমাদের যদি এই চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ চলে গেছো তাতে কি লিরিক্স - Chole gecho tate ki lyrics পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.