কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics। তোমরা যদি এই কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics।
![]() |
কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স ki name dakbo tomake Lyrics |
কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics
কি নাম দেখে বলবো তোমাকে গানটি গেয়েছেন শ্যামল মিত্র। সুর করেছেন বাংলায় গানের কথা লিখেছেন সুধীন দাশগুপ্ত। কভার ভার্সন গানটি গেয়েছেন স্যামন্তক, মিফতাহ জামান, ফিমেল ভার্সন গানটি গেয়েছেন মধুবন্তী মুখার্জি এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে।
- Song : Ki Name Deke Bolbo Tomake
- Singer : Shyamal Mitra
- Music Director : Sudhin Dasgupta
- Lyricist : Sudhin Dasgupta
- Labe : Saregama India Ltd
কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে,
আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে,
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।
পালাতে পারিনি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা,
পালাতে পারি নি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা,
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে,
ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে,
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে,
কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।
কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স - শ্যামল মিত্র :
Ki naame deke bolbo tomake
Mondo koreche amake oi duti chokhe
Ami je matal hawari moto hoye
Jete jete paaye paaye gechi joriye
Ki kori vebe je mori bolbe ki loke
Palate parini ami je dishehara
Duti chokh jeno amay dicche pahara
Dhora pore gechi ami nijeri kache
Janina tomar moneo ki eto prem ache
Sotti jodi hoy boluk ja boleche ninduke
আর্টিকেলের শেষকথাঃ কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics
এতক্ষন জানলাম কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics টি। তোমাদের যদি এই কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ কি নামে ডেকে বলবো তোমাকে লিরিক্স | ki name dakbo tomake Lyrics পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.