Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স। তোমরা যদি এই Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স।
![]() |
Preme Jol Hoye Jao Gole Lyrics প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স |
Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স
প্রেম জল হয় জাও গোল গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী। এর আগে এই গানটি গেয়েছেন নীলা মজুমদার, কৃষ্ণা চ্যাটার্জি, নিলুফার ইয়াসমিন এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে। রজনীকান্ত সেন এর লেখা প্রেমে জল হয় যাও গোল গানের সুর করেছেন।
- Song : Preme Jol Hoye Jao Gole
- Singer : Sahana Bajpaie, Samantak
- Lyrics : Rajanikanta Sen
- Music Arranged and Produced by : Samantak
- Mixed and Mastered by : Anindit Roy
- Director & Editor : Arkav Banerjee
- DOP : Somnath Haldar
- Label : SVF Music
Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে,
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
কঠিনে মেশে না সে
মেশে যে সে তরল হলে,
মেশে যে সে তরল হলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।।
অবিরাম হয়ে নত
চলে যাও নদীর মত,
অবিরাম হয়ে নত
চলে যাও নদীর মত,
কল কলে অবিরত
কল কলে অবিরত, জয় জগদীশ বলে।
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।
বিশ্বাসের তরঙ্গ তুলে
মোহ পাড়ি ভাঙ সমূলে,
চেওনা কোন কুলে
শুধু নেচে গেয়ে যাওরে চলে।
সে জলে নাইবে যারা
থাকবে না মৃত্যু জরা,
পানে পিপাসা যাবে
ময়লা যাবে ধুলে,
পানে পিপাসা যাবে
ময়লা যাবে ধুলে,
যারা সাঁতার ভুলে নামতে পারে
তাদের টেনে নে'যাও একেবারে,
সাঁতার ভুলে নামতে পারে
তাদের টেনে নে'যাও একেবারে,
ভেসে যাও, ভাসিয়ে নে'যাও
ভেসে যাও, ভাসিয়ে নে'যাও
সেই পরিনাম,
সেই পরিনাম সিন্ধু জলে,
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।
কঠিনে মেশে না সে
মেশে যে সে তরল হলে,
মেশে যে সে তরল হলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে ..
প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স - সাহানা বাজপেয়ী :
Preme jol hoye jao gole
Kothine meshe na se
Meshe je se torol hole
Obiram hoye noto
Chole jao nodir moto
Kolkole obiroto joy jogodish bole
Se jole naibe jara
Thakbe na mrittu jora
Paane pipasha jabe moyla jabe dhule
Jara santar bhule namte pare
Tader tene ney jao ekebare
Bhese jao bhasiye ne jao
Sei porinam sindhu jole
রজনীকান্ত সেনের গান প্রেমে জল হয়ে যাও গলে গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী।
আর্টিকেলের শেষকথাঃ Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স
এতক্ষন জানলাম Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স টি। তোমাদের যদি এই Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Preme Jol Hoye Jao Gole Lyrics | প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.