Bekar Lyrics | বেকার লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Bekar Lyrics | বেকার লিরিক্স। তোমরা যদি এই Bekar Lyrics | বেকার লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Bekar Lyrics | বেকার লিরিক্স।
![]() |
বেকার লিরিক্স |
Bekar Lyrics | বেকার লিরিক্স
বেকার লিরিক্স ইজ বাংলা স্যাড গান। গানটি গেয়েছেন গগন সাকিব। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটির কথা ও সুর করেছেন জহুরুল ইসলাম জনি ও গগন সাকিব।
- Song : Bekar – বেকার
- Starring By : GOGON SAKIB & Nil
- Singer : Gogon Sakib
- Lyrics : Johurul Islam Joni & Gogon Sakib
- Tune : Gogon Sakib
- Music & Mix Master : Ahmed Sajeeb
- DOP & Drone : Mobarok Hossain
- Edit & Poster : Mobarok Hossain
- Production : Samsul Official
- Label : Samsul Official
Bekar Lyrics | বেকার লিরিক্স
অসুখ বাড়ছে, বাবার বাড়ছে
মায়ের দীর্ঘশ্বাস
জিন্দা মরা লাশ আমি
বেকার বিএ পাশ
অসুখ বাড়ছে, বাবার বাড়ছে
মায়ের দীর্ঘশ্বাস
জিন্দা মরা লাশ আমি
বেকার বিএ পাশ
ভাই বোন আর প্রেমিকার
কত শত আবদার
হিমশিম খাচ্ছি মেটাতে
আমি বারে বার
একটা চাকরি হলে
অভাব দূরে ঠেলে
হাসি ফোটাবো
আমি বড় ছেলে
একটা চাকরি হলে
অভাব দূরে ঠেলে
হাসি ফোটাবো
আমি বড় ছেলে
বেকার বলে আজ আমি অসহায়
বেকার বলে আজ নির্ঘুম রাত যায়
বেকার বলে আজ সে অন্যের বধু
বেকার বলে আজ কাঁদি একা শুধু
পায়ের চটি জানেরে রোজ
কতটা পথ হাঁটি
সার্টিফিকেট হাতে হয়ত
স্বপ্ন হবে মাটি
চাকরি জোটেনি বলে রে আজ
কেউ তো পাশে নাই
দিন শেষে চোখে মুখে
জুটলো পোড়া ছাই
চাতক পাখির মতো
বুকে নিয়ে ক্ষত
চাকরির আশায়
গুনছিরে দিন আমি অবিরত
চাতক পাখির মতো
বুকে নিয়ে ক্ষত
চাকরির আশায়
গুনছিরে দিন আমি অবিরত
কর্তা মামা হলে
চাকরিটা যেত মিলে
ইচ্ছে হয় সার্টিফিকেট
খাই রে আমি গিলে
কর্তা মামা হলে
চাকরিটা যেত মিলে
ইচ্ছে হয় সার্টিফিকেট
খাই রে আমি গিলে
বেকার গানের লিরিক্স – গগন সাকিব
osukh barche, babar barche
Mayer dirghoshas
Jinda mora lash ami
Bekar BA pash.
osukh barche, babar barche
Mayer dirghoshas
Jinda mora lash ami
Bekar BA pash.
Bhai bon r premiker
Koto soto abdar
Himshim khacchi metate
Ami bare bar.
Bhai bon r premiker
Koto soto abdar
Himshim khacchi metate
Ami bare bar.
আর্টিকেলের শেষকথাঃ Bekar Lyrics | বেকার লিরিক্স
এতক্ষন জানলাম Bekar Lyrics | বেকার লিরিক্স টি। তোমাদের যদি এই Bekar Lyrics | বেকার লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Bekar Lyrics | বেকার লিরিক্সপড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.