Dure Lyrics | দূরে লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Dure Lyrics | দূরে লিরিক্স। তোমরা যদি এই Dure Lyrics | দূরে লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Dure Lyrics | দূরে লিরিক্স।
![]() |
Dure Lyrics দূরে লিরিক্স |
Dure Lyrics | দূরে লিরিক্স
হাবজি গাবজি বাংলা সিনেমার গানের লিরিক্স পাপন এবং ইমান চক্রবর্তী গেয়েছেন। ডুরে গানের কথা লিখেছেন শ্রীজাত। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাস গুপ্ত। অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, পরমব্রত চট্টোপাধ্যায়, সমন্তক দ্যুতি মৈত্র এবং ঐশ মল্লিক।
- Song Name : Dure
- Film Name : Habji Gabji
- Singers : Papon & Iman Chakraborty
- Lyrics : Srijato
- Music Composer : Indraadip Das Gupta
- Mix & master : Amit Chatterjee
- Story & Screenplay : Raj Chakraborty And
- Padmanabha Dasgupta
- Director : Raj Chakraborty
- D.O.P. : Manas Ganguly
- Editor : Md. Kalam
- Label : Raj Chakraborty Entertainment
Dure Lyrics | দূরে লিরিক্স
এতো কোলাহল, এতো ছোটাছুটি
ছুঁয়ে থাকা জল, ধুলো ভরা মুঠি,
এতো কোলাহল, এতো ছোটাছুটি
ছুঁয়ে থাকা জল, ধুলো ভরা মুঠি।
দূরে দূরে দূরে, যত দূরে যাই
ঘুরে ঘুরে ঘুরে, একটু তাকাই।
থামলো কখন, ভাঙলো কিসে
কাউকে জীবন দেয় না হিসেব,
থামলো কখন, ভাঙলো কিসে
কাউকে জীবন দেয় না হিসেব।
যদি তাও ভালোবেসে ডাকতে
ব্যথাটাও বুকে ধরে রাখতে,
অসময় কাছাকাছি থাকতে
যদি তাও ভালোবেসে ডাকতে।
দূরে দূরে দূরে, যত দূরে যাই
ঘুরে ঘুরে ঘুরে, একটু তাকাই।
স্বপ্নে আছে কষ্ট মিশে
কাউকে জীবন দেয়না হিসেব,
স্বপ্নে আছে কষ্ট মিশে
কাউকে জীবন দেয় না হিসেব।
Dure Lyrics In English : Dure Lyrics | দূরে লিরিক্স
Eto kolahol eto chotachuti
Chuye thaka jol dhulo bhora muthi
DUre dure dure joto dure jai
Ghure ghure ghure ektu takai
Thamlo kokhon vanglo kise
Kauke jibon dey na hiseb
Jodi taao valobeshe daakte
Bethata o buke dhore rakhte
Osomoy kachakachi thakte
Jodi taao bhalobeshe daakte
Shopne ache kosto mishe
Kauke jibon dey na hiseb
Swapne ache kosto mishe
Kauke jibon dey na hiseb
হাবজি গাবজি বাংলা সিনেমার গান দূরে গানটি গেয়েছেন পাপন ও ইমন চক্রবর্তী। গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। দূরে যত দূরে যাই গানের লিরিক্স লিখেছেন শ্রীজাত।
আর্টিকেলের শেষকথাঃ Dure Lyrics | দূরে লিরিক্স
এতক্ষন জানলাম Dure Lyrics | দূরে লিরিক্স টি। তোমাদের যদি এই Dure Lyrics | দূরে লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Dure Lyrics | দূরে লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.