ইকোসিস্টেম কি । ইকোসিস্টেম বলতে কি বুঝ
![]() |
| ইকোসিস্টেম কি । ইকোসিস্টেম বলতে কি বুঝ |
ইকোসিস্টেম কি । ইকোসিস্টেম বলতে কি বুঝ
উত্তর : ভারসাম্যপূর্ণ ইকোসিস্টেম এবং পরিবেশ এর জন্য পার্বত্য এলাকাকে গুরুত্ব প্রদান করে সরকার মার্চ, ২০০২ সালে অবৈধ পাহাড় কাটাকে নিষিদ্ধ করেছে।
পাহাড় কাটা বিষযে সচেতনতা বৃদ্ধির ফলে অবৈধ পাহাড় কাটার প্রবণতা অনেক কমে গেছে। ১৯ এপ্রিল, ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Areas)-এর নোটিশ জারি হয়।
এই এলাকা হলো দশ কিলোমিটার এলাকা পর্যন্ত সুন্দরবন সংরক্ষিত বন, কক্সবাজার এবং টেকনাফ সমুদ্রতীর, সেন্টমার্টিন দ্বীপ, সোনাদিয়া, হালাকুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজপট হাওর এবং গুলশান লেক।
এ সময় এলাকা হতে গাছপালা সংগ্রহ, শিকার করা, বন্য পশু ধরা বা হত্যা করা, শিল্প উন্নয়ন, মাছ ধরা বা মাছ ও অন্যান্য জলজ উদ্ভিদ বা প্রাণীর জন্য ক্ষতিকর অন্য কোনো কাজ করা অথবা কোনো কাজ যা এই এলাকার মাটি বা পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট বা পরিবর্তন করে সেই সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
