সতীদাহ প্রথা কী ব্যাখ্যা কর

সতীদাহ প্রথা কী ব্যাখ্যা কর

প্রশ্ন ৩.০৩ | সতীদাহ প্রথা সম্বন্ধে যা জান লেখ ।

অথবা, সতীদাহ প্রথা কী?

অথবা, সতীদাহ প্রথা ব্যাখ্যা কর।

উত্তর ভূমিকা : সতীদাহ প্রথা উনিশ শতকের প্রথমার্ধে হিন্দুসমাজে বিরাজমান একটি কুপ্রথা। এ প্রথাটি সহমরণ প্রথা নামেও পরিচিত। এ প্রথা অনুসারে স্ত্রীর মৃত্যুর পূর্বে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে স্বামীর চিতায় মৃত স্বামীর সাথে দড়ি দিয়ে বেঁধে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হতো। হিন্দুসমাজের এ ঘৃণ্য অপরাধ দূর করার জন্য রাজা রামমোহন রায় কর্তৃক সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস করা হয় ।

সতীদাহ প্রথা কী  সতীদাহ প্রথা ব্যাখ্যা কর   সতীদাহ প্রথা সম্বন্ধে যা জান লেখ
সতীদাহ প্রথা কী  সতীদাহ প্রথা ব্যাখ্যা কর   সতীদাহ প্রথা সম্বন্ধে যা জান লেখ

সতীদাহ প্রথা : সতীদাহ প্রথা হলো মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীর জীবনাবসনর পদ্ধতি। এ প্রথা অনুযায়ী পরিবারে স্বামী মারা গেলে স্ত্রীকে একই চিতায় সহমরণে যেতে হতো। এ প্রথা হিন্দুসমাজে প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। এ সতীদাহ প্রথা বা সহমরণ পদ্ধতি সমাজের মানুষের চোখে ঘৃণিত মনে হলেও উপযুক্ত সমাজসংস্কারকের অভাবে তা সমাজ থেকে দূর হয়নি। অবশেষে রাজা রামমোহন রায়ের আবির্ভাব হলে এ কুপ্রথা সমাজ থেকে দূর হয়। .

স্বাভাবিক দৃষ্টিতেই সতীদাহ প্রথা বা সহমরণ পদ্ধতি একটি জঘন্যতম ঘৃণিত কাজ। সমাজস্থ মানুষের ন্যূনতম বিবেক থাকলে এ পদ্ধতিকে সমর্থন করার কথা নয়। তৎকালীন হিন্দুসমাজের কাছে এ প্রথার কোনো গ্রহণযোগ্যতাও ছিল না; শুধু ধর্মীয় কুসংস্কারের নামে ও রক্ষণশীল হিন্দুদের সমর্থনের কারণে এ প্রথা সমাজে টিকে ছিল। 

এ প্রথা সমাজ থেকে বিলোপ না হওয়ার আরেকটি কারণ হলো উপযুক্ত সমাজসংস্কারকের অভাব। দীর্ঘকাল এ প্রথা সমাজে চলমান থাকার পর রাজা রামমোহন রায়ের আবির্ভাব হয় । তাঁর মধ্যে স্বাধীন বিচারবুদ্ধি ও মনকে কুসংস্কারমুক্ত রাখার অপরিমেয় ক্ষমতা ছিল। রাজা রামমোহন রায়ের প্রচণ্ড বিরোধিতার মুখে উনিশ শতকের প্রথমার্থে সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলনের সূচনা ঘটে।

রাজা রামমোহন রায় গোঁড়া হিন্দুসমাজে জন্মগ্রহণ করেও শৈশবে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে সতীদাহের অসারতা/অযৌক্তিকা অনুধাবন করেন। ফলে তিনি শুধু এ প্রথার বিরোধিতাই করেননি; বরং এর বৈধতা চ্যালেঞ্জ করে জোরালো গণপ্রতিরোধ গড়ে তোলেন। 

সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলনের প্রচণ্ড বিরোধিতা করেন গোঁড়া হিন্দু সম্প্রদায়। এ বিরোধিতার মুখেও রাজা রামমোহন রায় তাঁর আন্দোলন বন্ধ করেননি। এভাবে রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন ব্রিটিশ শাসনের মাধ্যমে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজা রামমোহন রায় উপমহাদেশের সমাজসংস্কার আন্দোলন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। তিনি তাঁর দক্ষতা, বিচক্ষণতা ও বিচারবুদ্ধি দিয়ে সতীদাহ প্রথার অসারতা বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি এ কুপ্রথার বিরুদ্ধে জোরালো আন্দোলন করেন এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ