সমাজ সংস্কার আন্দোলন বলতে কি বুঝ
সমাজ সংস্কার আন্দোলন বলতে কি বুঝ
প্রশ্ন ৩.০২/ সমাজসংস্কার আন্দোলন কী?
অথবা, সমাজসংস্কার আন্দোলন বলতে কী বুঝ?
উত্তর ভূমিকা : ভারতীয় উপমহাদেশে আধুনিক সমাজকল্যাণের বিকাশে যেসব উপাদান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার মধ্যে উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলন অন্যতম। মূলত সমাজসংস্কার আন্দোলন হলো সমাজ থেকে নেতিবাচক অবস্থা দূর করে ইতিবাচক অবস্থা ফিরিয়ে আনার আন্দোলন। সমাজসংস্কার আন্দোলন মূলত সমাজের অনাচার, অবিচার দূর করার জন্য সংঘটিত হয় এবং সমাজের সর্বস্তরের মানুষের এতে সমর্থন থাকে।
সমাজসংস্কার আন্দোলন কী সমাজসংস্কার আন্দোলন বলতে কী বুঝ |
সমাজসংস্কার আন্দোলন : সমাজসংস্কার আন্দোলন সমাজের জন্য একটি ইতিবাচক প্রত্যয়। যেকোনো সমাজেই অনাচার- অবিচার তথা ক্ষতিকর প্রথা বিরাজ করে। এসব নেতিবাচক
অবস্থা থেকে সমাজস্থ মানুষকে রক্ষা করার জন্য যে আন্দোলন হয় তাই হচ্ছে সমাজসংস্কার আন্দোলন। আরও স্পষ্টভাবে বললে সমাজসংস্কার আন্দোলন বলতে বুঝায়, সমাজব্যবস্থা বা সমাজ কাঠামো থেকে অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা প্রতিষ্ঠান, রীতিনীতি, মূল্যবোধ দূর করার জন্য যে আন্দোলন পরিচালিত হয় তাই হচ্ছে সমাজসংস্কার আন্দোলন। যেকোনো সমাজেই সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজসংস্কার আন্দোলন হয়। সমাজসংস্কার আন্দোলন কোনো মহৎ বা বিখ্যাত ব্যক্তি কর্তৃক হয়ে থাকে এবং সমাজের সর্বস্তরের মানুষের এতে সমর্থন থাকে। এটির মাধ্যমে সমাজ থেকে নেতিবাচক অবস্থা দূর হয়ে সমাজে ইতিবাচক অবস্থা ফিরে আসে। যেমন— উনবিংশ শতাব্দীর সতীদাহ প্রথা উচ্ছেদ ও হিন্দু বিধবা বিবাহ আইন। - সমাজসংস্কার আন্দোলন একটি চলমান প্রক্রিয়া; যেকোনো সময় যেকোনো সমাজের প্রয়োজনে এটি সংঘটিত হতে পারে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় উপমহাদেশের সমাজসংস্কার আন্দোলনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক একটি অবিস্মরণীয় নাম। তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় বাংলার মানুষের উন্নয়ন ও সমাজসংস্কারমূলক কর্মকাণ্ডে ব্যয় করেছেন। বাংলায় মানুষের জন্য তাঁর জীবন ছিল উৎসর্গকৃত। বিশেষ করে তিনি কৃষক ও শ্রমিক শ্রেণির উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি বাঙালি জাতির জন্য যে অসামান্য সমাজসংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করেছেন তার জন্য তিনি ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন ।