নাটক অভিনেতা আফরান নিশোর পরিবার ও জীবনকাহিনি

নাটক অভিনেতা আফরান নিশোর পরিবার ও জীবনকাহিনি



 আফরান নিশোঃ বাংলাদেশের নাটক অভিনেতাদের মধ্যে আফরান নিশো একজন। তার আসল নাম আহম্মেদ ফজলে রাব্বি। তিনি আফরান নিশো নামে পরিচিত। তার জন্ম ১৯৮০ সালের ৮ ই ডিসেম্বের।তিনি ২০০৩ সালে কায়াকর নাটকের মাধ্যমে তিনি নাটকের জগতে এসেছেন। টিভি নাটক যোগ বিয়োগ অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

নিশো অনেকগুলি নাটক সিরিয়াল এবং টেলিফিল্মে অভিনয় করেছেন যেমনঃ

আরো পড়ুনঃ

#. ফল ইন লাভ - Fall In Love Full Natok

#. সার্টিফিকেট ফেরত - Certificate Ferot

#. বুকের বা পাশে -  Buker Ba Pashe Full Natok

#. নিঃশ্বাসে এক বিশ্বাসে দুই

#. একটি শোক সংবাদ

#. বাঁক

#. রোমিও জুলিয়েট

#. একটি তিন মাসের গল্প

#. ১০০ আউট অফ ১০০

#. ব্রেকআপ স্টোরি

#. রূপালি জোছনায়

#. কাঠ গোলাপ

#. নীল রৌদ্রের ঘ্রাণ

#. পারফিউম



আফরান নিশোর পরিবারঃ আফরান নিশোর বাবার নাম আব্দুল হালিম মিয়া। তিনি একজন মুক্তিযোদধা ছিলেন এব; আওমীলীগের সাধারন সম্পাদক ছিলেন। তিনি ২০২০ সালের ১ অক্টোবর মারা গেছেন। তার এক ভাই , এক বোন আছে।

আফরান নিশোর স্ত্রীর নাম ত্রিশা। আফরান নিশো তাদের সম্পর্কের 14 বছর অব্যাহত রাখার পর পারিবারিক ব্যবস্থায় ত্রিশাকে বিয়ে করেন।



২০২১ সালের ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের 'পাপ কর্মের ফল' বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ