লেখালেখি করে মাসে ৬ হাজার টাকা ইনকাম করুন

ঘরে বসে লেখালেখি করে টাকা ইনকাম করতে চান? তাহলে পড়তে থাকুন ঘরে বসে হাতে লিখে আয় এই লেখাটি। প্রিয় পাঠকগণ, দিন দিন আর্টিকেল রাইটার এর চাহিদা অনেক বাড়লেও কিন্তু সেই তুলনায় বিশ্বস্ত লেখালেখি করে আয় করার ওয়েবসাইটের ( seo content writing services ) সংখ্যা খুবই সীমিত।

লেখালেখি করে মাসে ৬ হাজার টাকা ইনকাম করুন
লেখালেখি করে মাসে ৬ হাজার টাকা ইনকাম করুন

আরকে রায়হান ডটকম (RKRAIHAN.COM) দিচ্ছে আপনাকে ঘরে বসে হাতে লিখে আয় করার সুযোগ। বিস্তারিত জানতে লেখাটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

কেন আরকে রায়হান ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন?

প্রশ্ন যখন “কেন আরকে রায়হান ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন” তখন তো বলতেই হবে কেন লিখবেন আরকে রায়হান ওয়েবসাইটে। কারণগুলো জেনে নিন:

  • একটি ওয়েবসাইটে কন্টেন্ট বা লেখা প্রকাশ করতে অনেক গুলো স্টেপ পার করতে হয়, যা আমাদের পক্ষে অনেক কষ্ট ও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা কন্টেন্ট রাইটারদের কাছ থেকে শুধু Content (লেখা) নিয়ে থাকি। আর বাকি সকল কাজ আমরা নিজেরাই করি। কাজেই বলা যেতে পারে, কম পরিশ্রমে অধিক সম্মানী পেতে আরকে রায়হান ওয়েবসাইটে লিখুন।
  • আরকে রায়হান ওয়েবসাইটে প্রতিমাসে হাজার হাজার ভিজিটর ভিজিট করে থাকে। অধিক ভিজিটর মানে আপনার কন্টেন্ট বেশি মানুষ পড়তে পারবে। এতে করে আপনার নিজের একটা ব্রান্ডিং তৈরি হবার সম্ভাবনা রয়েছে।

অতএব, আজই আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে যান।

কোন ধরনের বাংলা আর্টিকেল লিখতে হবে | Hiring Content Writer

আরকে রায়হান ওয়েবসাইটে বেশ কয়েকটি ক্যাটাগরির লেখা পাবলিশ করা হয়ে থাকে। যেমন: অনলাইন ইনকাম, অ্যান্ড্রয়েড, আবিষ্কার, ইউটিউব, ইন্টারনেট টিপস, কম্পিউটার ও ল্যাপটপ, টিউটোরিয়াল, টেকনোলোজি ও স্বাস্থ্য ও সৌন্দর্য এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে পারবেন।

ক্রমিক নং বিষয়
অনলাইন ইনকাম
অ্যান্ড্রয়েড
আবিষ্কার
ইউটিউব
ইন্টারনেট টিপস
কম্পিউটার ও ল্যাপটপ
টিউটোরিয়াল
টেকনোলোজি
স্বাস্থ্য ও সৌন্দর্য

বাংলা আর্টিকেল লেখার যোগ্যতা | Professional Content Writers

আরকে রায়হান ওয়েবসাইটে আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখার জন্য আপনার বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক নয়। যে বিষয় নিয়ে লিখবেন সে বিষয়ে ধারণা থাকলে এবং সহজ সাবলীল ও নির্ভুল বাংলা বানানে লেখার যোগ্যতা থাকলেই আপনি আরকে রায়হান ওয়েবসাইটে লিখতে পারবেন।

মানসম্মত আর্টিকেল লেখার নিয়ম

একটি মানসম্মত আর্টিকেল বা পোস্ট লিখতে অনেক গুলো বিষয়ে লক্ষ্য রাখা জরুরী। নিচে পয়েন্ট আকারে সেগুলো তুলে ধরা হয়েছে। আরকে রায়হান ওয়েবসাইটে আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখার সময় এই বিষয়গুলো লক্ষ্য রেখে লেখার চেষ্টা করবেন।
  • Title
সঠিক ও আকর্ষণীয় টাইটেল নির্ধারণ করতে হবে। কেননা আপনার টাইটেলটি নির্ধারণ করবে যে পাঠক (Readers) আপনার বাকি লেখাটুকু পড়বে কিনা।
  • Intro
লেখা শুরু করবেন সুন্দর ও সংক্ষিপ্ত একটা ছোট্র ইন্ট্রোর মাধ্যমে।
  • Focus Keyword
ফোকাস কীওয়ার্ডকে সামনে রেখে সম্পূর্ণ লেখায় এই একটি বিষয়ই আলোচনা বিদ্যমান থাকবে। আজাইরা কোনো কথা যুক্ত করা যাবেনা।
  • Research
কোনো বিষয়ে লেখার আগে সে বিষয়ে বেশি গবেষণা করে নিন যাতে খুব সহজে লিখতে পারেন।
  • Readers Friendly
লেখা সহজ সাবলীল হতে হবে। শুদ্ধ বানানে চলিত ভাষায় লিখতে হবে। ছোট ছোট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আকারে লিখুন যাতে সুন্দর দেখায়।
  • Subheading
Main Keyword এর সাথে মিল রেখে সম্পূর্ণ লেখায় বেশ কয়েকটি সাবহেডিং (H2,H3,…) ব্যবহার করুন যাতে পাঠক সহজে বুঝতে পারে।
  • Add Image
বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবি বা ইনফোগ্রাফ ব্যবহার লেখার মানকে আরও আকর্ষণীয় ও একধাপ এগিয়ে নিয়ে যায়।
  • Informative
লেখা হতে হবে তথ্যবহুল।
  • Bad Practice
লেখার দৈর্ঘ্য বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন।
  • Conclusion
সুন্দর পরিসমাপ্তির মধ্য দিয়ে সম্পূর্ণ লেখা শেষ করতে হবে।
  • Reference
মূল লেখার শেষে প্রয়োজনীয় তথ্যসূত্র সংযোজন করবেন।

সর্বোপরি, আপনাকে পাঠকের কথা মাথায় রেখে আর্টিকেল লিখতে হবে। আপনার যেমন সময়ের মূল্য আছে, ঠিক পাঠকের সময়েরও মূল্য আছে। অতএব, উদ্দেশ্য থাকবে পাঠক যেন আপনার লেখা থেকে কিছু অর্জন করতে পারে।

যেহেতু আমরা নিজেরাই আপনার লেখাটি আরকে রায়হান ওয়েবসাইটে পাবলিশ করবো, আপনাকে সাইটের এক্সেস আপাতত দেওয়া হবেনা, সেহেতু উপরের Add Image এই পয়েন্টটি নিয়ে কাজ করা লাগবে না।

বাংলা আর্টিকেল লিখে কত টাকা আয় করতে পারবেন?

আরকে রায়হান ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে আয় কত টাকা করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। যতবেশি আর্টিকেল লিখবেন ততবেশি টাকা আয় করতে পারবেন।

লেখার গুণগতমান, আপনার দায়িত্ববোধ ও পাঠক প্রিয়তা বিবেচনা করে আপনার সম্মানী নির্ধারণ করা হবে। নিচে একটি সম্ভাব্য সম্মানী তালিকা দেয়া হলো।
শব্দ সংখ্যা টাকা রিভিশন
১০০০ শব্দ ৫০৳ (সর্বোচ্চ) দিতে হবে
১৫০০ শব্দ ৭৫৳ (সর্বোচ্চ) দিতে হবে
২০০০ শব্দ ১০০৳ (সর্বোচ্চ) দিতে হবে
দৃষ্টি আকর্ষণঃ আমরা মানহীন কন্টেন্ট দিয়ে আরকে রায়হান ওয়েবসাইট ভারি করতে চাই না। আমরা চাই আরকে রায়হান ওয়েবসাইটে বাংলা ভাষাভাষী মানুষের নিকট একটা নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসাবে উপস্থাপন করতে। অতএব, মানসম্মত কন্টেন্ট লিখুন আরকে রায়হান ওয়েবসাইটে।

উল্লেখ্য, আমরা আপনার প্রতিটা গ্রহণযোগ্য লেখার সম্মানী সাথে সাথেই পরিশোধ করে দিবো ইন শা আল্লাহ। Words/Rate আস্তে আস্তে বাড়বে ইন শা আল্লাহ। যারা আমাদের আর্টিকেল রাইটিং ভালো সার্ভিস দিয়ে পাশে থাকবেন আশা করি তাদেরকে আমরা বিশেষ ভাবে বিবেচনা করবো।

📌 Disclaimer: বিশেষ প্রয়োজনে কোন পূর্ব ঘোষণা ছাড়াই বাংলা আর্টিকেল লেখার রেট কমাতে বা বাড়াতে ক্ষমতা আমরা রাখি। উল্লেখ্য যে, আপনার চলমান লেখার রেট যা ধরা ছিলো তাই-ই পাবেন; কোনো কমতি হবে না।

কিভাবে লেখালেখি করে মাসে ৬ হাজার টাকা ইনকাম করবেন

আমরা আগেই উপরে বলেছি ২০০০ শব্দের জন্য ১০০ টাকা। যদি আপনি দিনে ২০০০ শব্দের ২ টি আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ৬ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি ৬ হাজার টাকা ইনকাম করতে চাইলে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার লেখার উপর। যত বেশি লিখবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন।
লেখালেখি করে মাসে ৬ হাজার টাকা ইনকাম করুন
article writing services | freelance technical writing

কীভাবে কন্টেন্ট রাইটারদের পেমেন্ট করা হয়?

আমরা আমাদের কন্টেন্ট রাইটারদের Bkash ও Nogod এর মাধ্যমে পেমেন্ট করে থাকি। 
Method Logo
Bkash RK Raihan
Nogod RK Raihan

সতর্কীকরণ: যে কাজ গুলো করলে লেখা গ্রহনযোগ্য হবে না

  • কন্টেন্ট সম্পূর্ণ নিজের তৈরি লেখা হতে হবে। অন্যের কন্টেন্ট বা লেখা কপি করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • শব্দ (Word) সংখ্যা বাড়ানোর জন্য আজাইরা গাঁজাখুরি বর্ণনা দিলে তা প্রকাশ যোগ্য বলে বিবেচিত হবে না।
  • ধর্মীয় বিদ্বেষ ও রাজনৈতিক বিষয়ে লিখলে তা গ্রহন যোগ্য হবেনা।
  • বানান ভুলের ছড়াছড়ি হলে লেখা গ্রহণযোগ্য হবে না।
অতএব, উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে বাংলা কন্টেন্ট বা আর্টিকেল লিখুন। অন্যথায় আপনার সময় ও শ্রম বৃথা যাবে।

আরকে রায়হান ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য যা প্রয়োজন

০১। ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোন এর যেকোনো একটা।
০২। ইন্টারনেট সংযোগ।
০৩। একটি ওয়ার্ড এডিটর
  • Microsoft Word অথবা
  • Google Docs
  • Notepad
০৪। বাংলা টাইপিং দক্ষতা।
০৫। আর আপনার কাজ করার মানসিকতা।

যেভাবে আপনার আর্টিকেল বা কন্টেন্ট সাবমিট করবেন

অনেক ভাবে আপনার লিখিত কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে পারবেন।
  • এই লেখাটি পড়ার পর আর্টিকেল রাইটিংয়ে আগ্রহী হলে, প্রথমে এই Google Form টি পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন।
  • তারপর আমাদের ফেসবুকে মেসেজ দিয়ে জেনে নিবেন আপনার আবেদন টি গ্রহণ করা হয়েছে কিনা।
  • আপনার আবেদন গ্রহণ করা হলে আপনাকে কন্টেন্ট লেখার জন্য টপিক নির্ধারণ করে দেয়া হবে। বানান, লেখার ফরমেট ইত্যাদি ঠিকঠাক থাকলে এই ইমেইলে - contact.rkraihan.com@gmail.com পাঠাবেন।
লেখা জমা দেয়ার .২৪ ঘন্টার ভিতর জানানো হবে যে আপনার লেখা গ্রহণযোগ্য হয়েছে কি না বা কোথাও সংশোধন করতে হবে কি-না।

যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে

  • কাজ হাতে নেয়ার পর নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে।
  • অবশ্যই আপনাকে ডেডলাইন মেনে কাজ করতে হবে।
  • কন্টেন্ট লেখার ইন্সট্রাকশন আমরা বলে দিবো, আপনাকে সেই অনুযায়ী আর্টিকেল লিখতে হবে। কন্টেন্ট লেখায় পারদর্শী হলে অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা থাকলে নিজের মন মতো করে লিখতে পারবেন।
  • শুদ্ধ বানান, সহজ সরল বাক্য গঠন এবং অপ্রয়োজনীয় বিষয়ে বর্ণনা না দেয়া থেকে বিরত থাকবেন
উপরের লেখা পড়ে কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে বা নতুন কিছু জানার থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখুন। ধন্যবাদ।
🏷️ Keywords
ঘরে বসে হাতে লিখে আয়, লেখালেখি করে কিভাবে টাকা ইনকাম করা যায়, লেখালেখি করে মাসে ৬ হাজার টাকা ইনকাম করুন, লেখালেখি করে টাকা ইনকাম, ঘরে বসে হাতে লিখে আয়, ঘরে বসে হাতে লিখে আয়, ঘরে বসে মোবাইলে আয়, পোস্ট করে টাকা আয়, ব্লগ লিখে কিভাবে আয় করা যায়, কোন ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায়, fiverr content writing, content writing agency
Next Post Previous Post
14 Comments
  • RHB
    RHB 20 October

    Interested

  • Pranto Ghosh(Jed)
    Pranto Ghosh(Jed) 01 January

    Interested

    • আরকে রায়হান
      আরকে রায়হান 04 January

      ধন্যবাদ স্যার। অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।

  • Shifatul Islam
    Shifatul Islam 11 January

    I feel very privileged to work with you.

  • সাখাওয়াতুল আলম চৌধুরী
    সাখাওয়াতুল আলম চৌধুরী 25 February

    আসসালামু আলাইকুম,
    আপনাদের সাথে কাজ করতে আগ্রহী।

    • আরকে রায়হান
      আরকে রায়হান 05 March

      ধন্যবাদ স্যার কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে নক করবেন।

  • Tisha
    Tisha 06 March

    Interested

  • Shohag
    Shohag 07 March

    আমি আপনাদের সাইটে কাজ করতে আগ্রহি।

  • zakaria
    zakaria 08 March

    আমি কাজটা করতে চাই

  • Azazul Islam
    Azazul Islam 14 March

    Interested

  • Tech guyz
    Tech guyz 29 April

    ভাই আমি করতে চায়

    • আরকে রায়হান
      আরকে রায়হান 29 April

      কমেন্ট করার জন্য ধন্যবাদ স্যার। কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন স্যার - https://www.facebook.com/rkraihan.comm

  • johan's blog
    johan's blog 02 May

    article likhbo kothay

  • Utsho
    Utsho 08 May

    Intrested

Add Comment
comment url

Follow Our Google News