মেহজাবিন কে? মেহেজাবিনের পরিবার - মেহজাবিন চৌধুরী নাটক

মেহজাবিন কে? মেহেজাবিনের পরিবার - মেহজাবিন চৌধুরী উচ্চতা - মেহজাবিন নামের অর্থ - মেহজাবিনের মোবাইল নাম্বার - মেহজাবিন চৌধুরীর স্বামী কে - মেহজাবিন চৌধুরী নাটক - মেহজাবিন চৌধুরী নাটক - মেহজাবিনের বিয়ের ছবি - অপূর্ব মেহজাবিন - মেহজাবিন চৌধুরী উচ্চতা - মেহজাবিনের মোবাইল নাম্বার - মেহজাবিনের ছবি - মেহজাবিন বিয়ে - মেহজাবিন চৌধুরীর স্বামী কে - মেহজাবিন চৌধুরী সবশেষ খবর

মেহজাবিন কে?

মেহজাবিন চৌধুরী (জন্ম: ১৯ এপ্রিল ১৯৯১) বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক 'অপেক্ষার ফটোগ্রাফি' ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

মেহজাবিন কে? মেহেজাবিনের পরিবার - মেহজাবিন চৌধুরী উচ্চতা - মেহজাবিন নামের অর্থ - মেহজাবিনের মোবাইল নাম্বার - মেহজাবিন চৌধুরীর স্বামী কে


মেহজাবিন নামের অর্থ

শুদ্ধ উচ্চারণ, মেহজাবি। আমার নামের ‘ন’ শব্দটা বানানে থাকলেও এটা কিন্তু উচ্চারনে নয়। এটা সাইলেন্ট। নামের অর্থ যার মুখ চাঁদের মত। নামটা দিয়েছেন তার আম্মু

মেহেজাবিনের পরিবার

মেহজাবিনের পরিবারঃ তিন বোন দুই ভাইয়ের মধ্যে মেহজাবিন বড় মা-বাবা আছেন।


মেহজাবিন চৌধুরী ধর্ম:

মেহজাবিন চৌধুরী: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। লাক্স চ্যানেল আই সুপারস্টারে নির্বাচিত হওয়ার মাধ্যমে শোবিজ জগতে আলোচনায় আসেন এবং নিজস্ব মেধা ও স্বকীয়তার গুণে একটি অবস্থান গড়ে তুলতে সক্ষম হন। ভিডিও জরিপটির টপ টেন তালিকার সপ্তম স্থান অধিকারী বিশ্বের সবচেয়ে সুন্দর মুসলিম নারী তিনি। তার জন্ম ১৯ এপ্রিল ১৯৯১ সালে। বর্তমানে তিনি বাংলাদেশের সফল টিভি অভিনেত্রী এবং মডেল।



  • মেহজাবিন চৌধুরীর স্বামী কে
  • মেহজাবিন বিয়ে

বিয়ে হয়নি

মেহজাবীনের প্রথম নাটক:

প্রথম নাটক ‘তুমি থাক সিন্ধু পারে’। ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি স্পেশাল নাটক। নাটকটি প্রচার হয়েছে চ্যানেল আইয়ে। পরিচালক ছিলেন ইফতেখার রহমার ফাহমি, সহ অভিনেতা ছিলেন মাহফুজ আহমেদ।


মেহজাবিন চৌধুরী উচ্চতা

৫ফিট ৩ইঞ্চি


মেহজাবীনের পারিশ্রমিক:

প্রথম কাজের পারিশ্রমিক ১৫হাজার টাকা,ঐ টাকা তিনি ব্যাংকে রেখে ছিলেন। তবে এখন মেহজাবিন নাটক প্রতি ৫০হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা যায়।


মেহজাবীনের প্রেমিক:

গুঞ্জন রয়েছে, আদনান আল রাজিব (পরিচালক)। তবে তিনি মনে করেন, পুরো বাংলাদেশের সবাই তাকে ভালোবাসে। তাই সবাই তার প্রেমিক।

মেহজাবীনের ডায়েট:

 ২০১০-২০১৯ এত বছর ডায়েট করেনি, এখন করছি, বিরিয়ানী,কাচ্চি পেলে ডায়েট ভুলে যান।


মেহজাবীনের গ্রামের বাড়ি:

চট্রগ্রামের মেয়ে


মেহজাবিনের জন্ম ও বেড়ে ওঠা:

সংযুক্ত আরব আমিরাতে

মেহজাবিনের মোবাইল নাম্বার

নাই - পাওয়া যায়নি


মেহজাবিন চৌধুরী ছবি

মেহজাবিন চৌধুরী ছবি


মেহজাবিন নাটক - মেহজাবিন চৌধুরী নাটক

mehazabien chowdhury natok - mehjabin natok list

তুমি থাকো সিন্ধুপারে

অপেক্ষার ফটোগ্রাফি (২০১৩)

ওধরা

চেনা হয়ে যায় অচেনা

আনলিমেটেড হাসো

মনের মত মন

তুলা রাশির ছেলে (২০১৩)

অবশেষে অন্য কিছু

তুমি রবীন্দ্রনাথের অমিত নও

গরু যখন গুরু

চক্র

টিয়ার শেষ পর্ব

মেট্রো পলিটন বিভ্রম

তবুও অপেক্ষায়

কট বিহাইন্ড

একটি পূর্ব পরিকল্পিত বিবাহ

জামাই ধরা

দরজা খোলা ছিল

ভুল ঠিকানায় যাত্রা

আমি কার

একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প (২০১৪)

ব্রেক আপ ব্রেক ডাউন

শূন্যতার বৃত্তে

একটি অসমাপ্ত ভালবাসা

মেঘলা

বউ বদল

কমন ডায়ালগ

রিটার্ন

ফিল্ম মানিয়া

ব্লাক কফি

ভন্দ জামাই

স্বপ্নিল

দ্যা ক্লথ

ক্রেডিট কার্ড

ব্লাক রোজ

আজ ১০ই আগস্ট

ফ্রেন্ডশিপ লাভ সামথিং মোর

মনের মত মন

ভালবাসায় বাধা

প্রেম (২০১৫)

ফটো ফ্রেম

ব্লাইন্ড ডেট

বিহবল দিশেহারা

নীল রৌদ্রের ঘ্রাণ (২০১৬) 

বড় ছেলে (২০১৭)

ব্যাচ ২৭

ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল (২০১৭)

হাই হিল (২০১৭)

তোমার জন্য মন (২০১৭)

অনামিকার নীল উপাধ্যায়

যাতনা কাহারে বলে

ভালবাসি আজো

বাইকম্যান

বেকার (২০১৭)

এপিটাপ (২০১৭

বেস্ট ফ্রেন্ড (২০১৮)

পরিচয়

সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না

খেয়ালী আমি হেয়ালী তুমি

তুমি যদি বল

তোর ভাবী

দোসর

অনিকেত সন্ধ্যা

ঘুরে দাড়ানোর গল্প

নীরবতা

সুর সতিন

ফেরার পথ নেই

নিঃশব্দে সুর

নীল আবরণ 

জলসাঘর

অমিত্রাক্ষর

কেন

নির্বাসন

চেনা অচেনা

মরীচিকা

ক্যান্ডি ক্রাশ

সুর বিবাগী

দ্বিতীয় যাত্রার আগে

বুকের বা পাশে

বেয়াইনসাব (২০১৯)

বেটার হাল্ফ (২০১৯)

মন বদল(২০১৯)

তুমি আমারই (২০১৯)

ব্ল্যাক ডায়মন্ড (২০১৯)

চাপাবাজ (২০২০)

ইরিনা (২০১৯)

ভাইরাল গার্ল (২০২০)

আলো (২০২১)

প্লাস ফোর পয়েন্ট ফাইভ (২০২১)


মেহজাবিন চৌধুরী ছবি - মেহজাবিনের ছবি

মেহজাবিন চৌধুরী ছবি - মেহজাবিনের ছবি

মেহজাবিন চৌধুরী ছবি - মেহজাবিনের ছবি


মেহজাবিন চৌধুরী ছবি - মেহজাবিনের ছবি


২০২১ সালের ঈদুর আজহায় মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের 'পাপ কর্মের ফল' বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় এবং তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠনও প্রতিবাদ জানায়। এ ঘটনায় মেহজাবীন চৌধুরীসহ সিএমভির পুরো টিম দুঃখ প্রকাশ করে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ