৮টি সেরা ফ্রি ভিপিএন এন্ড্রয়েড মোবাইলে ব্যবহারের নিয়ম

সবচেয়ে ভালো VPN কোনটি বা এন্ড্রয়েড মোবাইলের জন্য ভালো মানের ফ্রি ভিপিএন সফটওয়্যার কোনটি? ভিপিএন ব্যবহার কি নিরাপদ এসব বিষয় আমরা আজকে আলোচনা করব। সাথে আরও জানব ভিপিএন কিভাবে চালু করবো ও VPN কিভাবে ব্যবহার করবো?
ভিপিএন ব্যবহারের নিয়ম ফ্রি ভিপিএন এন্ড্রয়েড ফ্রি ভিপিএন মোবাইলে ভিপিএন ভিপিএন কি নিরাপদ ভালো মানের ভিপিএন ভিপিএন দিয়ে ফ্রি ইন্টারনেট ২০১৮ ভিপিএন কিভাবে চালু করবো vpn ব্যবহারের নিয়ম vpn দিয়ে ফ্রি ইন্টারনেট ২০২১ vpn দিয়ে কি করা যায় vpn চালু করার নিয়ম vpn কিভাবে ব্যবহার করে vpn কিভাবে ব্যবহার করবো vpn কিভাবে ব্যবহার করব vpn এর ব্যবহার vpn apps এর কাজ কি vpn app এর কাজ কি সেরা ভিপিএন সবচেয়ে ভালো vpn vpn এর কাজ কি vpn ar kaj ki vpn tomato এর কাজ কি super vpn এর কাজ কি ভিডিও এর কাজ কি
VPN এর কাজ কি? ৮টি সেরা ফ্রি ভিপিএন এন্ড্রয়েড মোবাইলে ব্যবহারের নিয়ম

VPN এর কাজ কি? ৮টি সেরা ফ্রি ভিপিএন এন্ড্রয়েড মোবাইলে ব্যবহারের নিয়ম

বর্তমানে অনেক ধরনের VPN আছে যার যেটা পছন্দ সে সেটাই ব্যবহার করে থাকে। এই অনেক ধরনের VPN এর মধ্যে কিছু ভিপিএন আছে যেগুলো পেইড অর্থাৎ আপনাকে কিনতে হবে তারপর আপনি সার্ভিস পাবেন আবার কিছু ফ্রি ভিপিএন আছে যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।

সবচেয়ে ভালো মানের ভিপিএন কোনটি। ফ্রিতে ভিপিএন ব্যবহার করা যায় এমনি ১২ টি ফ্রি ভিপিএন নিয়ে হাজির হলাম আমরা, যেগুলো ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন না যে ফ্রী VPN ব্যবহার করছেন নাকি পেইড ভিপিএন ব্যবহার করছেন। 

ভিপিএন কি?

ভিপিএন কি যদি না জেনে থাকেন তাহলে জানুন VPN হলো (Virtual Private Network) ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন ব্যবহারের নিয়ম ও সবচেয়ে ভালো VPN কোনটি জানতে নিচের পোস্ট টি পড়তে থাকুন।

ভিপিএন এর কাজ কি | VPN Kivabe Kaj Kore

ভিপিএন মূলত আপনার ইন্টারনেট এর পরিচয় গোপন রাখার কাজ করে থাকে । আপনি হয়তো দেখে থাকবেন, যে ইন্টারনেটে কিছু কিছু ওয়েবসাইট আছে যে গুলোতে প্রবেশ করা যায়না কারন ঐ ওয়েবসাইট টি যে দেশের শুধুমাত্র সে দেশের লোকজনই প্রবেশ করতে পারবে অথবা আমাদের দেশ থেকে ঐ ওয়েবসাইটটি ব্লক করা আছে। ঐসব ওয়েবসাইটে প্রবেশ করতে চায়লে আমাদের ভিপিএন ব্যবহার করতে হবে তাহলেই আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারব এই হলো ভিপিএন এর কাজ।

৮টি সেরা ফ্রি ভিপিএন । ভালো মানের ভিপিএন

আমরা আপনাদের জন্য ১২টি ফ্রি VPN নিয়ে আসছি । আপনারা আপনাদের পছন্দ মতো যে কোন ভিপিএন চালাবেন। আমার কাছে যেসব ভিপিএন সবচেয়ে ভালো মানের ফ্রী ভিপিএন মনে হয়েছে তাই আমি নিচে তুলে ধরলাম।

SUPER VPN । সুপার ভিপিএন 

আজকের পোস্টের প্রথমে যে ভিপিএন নিয়ে কথা বলব তা হলো (SUPER VPN) সুপার ভিপিএন । এই ভিপিএন টি আমার কাছে খুব ভালো লেগেছে কারন তার ফিচার গুলো খুব সুন্দর। নিচে আমরা সুপার ভিপিএন এর ফিচার গুলো দিলামঃ
  • কোন প্রকার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই
  • আল্টা ফাস্ট সুপার স্প্রিড
  • রুট করার দরকারনেই
  • মোস্ট সিকিউওর ভিপিএন এন্ড্রয়েডের মাঝে

(SUPER VPN) সুপার ভিপিএন ব্যবহারের নিয়ম

  • উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপস ডাউনলোড করুন
  • ডাউনলোড হয়ে গেলে, সরাসরি আপনার মোবাইলের ডিসপ্লেতে এই ভিপিএন এর আইকন দেখতে পারবেন।
  • আইকনে ক্লিক করে ভিপিএন এর ভিতরে ঢুকুন
  • তারপর আপনার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করুন
  • তারপর কানেক্ট এ ক্লিক করুন
  • ব্যাস একটু পর কানেক্ট হয়ে যাবে।

(TURBO VPN) টার্বো ভিপিএন 

টার্বো ভিপিএন কে নিয়ে গুগল প্লেতে এর মোট ১০ কোটি ডাউনলোড হয়েছে তাই বুঝতে পারছেন হাই ভল্টেজ এর জিনিশ এটি। 

Turbo VPN ফিচারসঃ

  • আনলিমিটেড প্রোক্সি
  • এন্ড্রয়েডের জন্য সব চেয়ে ফাস্ট স্প্রিড ভিপিএন
  • এক ক্লিকে কানেক্ট এর ফিচারস
  • ব্লিট ইন ফায়ারওয়াল
  • হাই সিকিউওর প্রোটেকশন
  • এটি WiFi, LTE, 3G, এবং সব প্রকার কানেকশনে কাজ করে
  • UDP / TCP এই দুই সিস্টেমে আপনাকে প্রোটেকশন দিবে
  • আর সব ভিপিএন এর চেয়ে হালকা (কোম মেগাবাইট এর এপস)

TURBO VPN (টার্বো ভিপিএন ভিপিএন ব্যবহারের নিয়ম)

  • উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপস ডাউনলোড করুন
  • ডাউনলোড হয়ে গেলে, সরাসরি আপনার মোবাইলের ডিসপ্লেতে এই ভিপিএন এর আইকন দেখতে পারবেন।
  • আইকনে ক্লিক করে ভিপিএন এর ভিতরে ঢুকুন
  • তারপর আপনার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করুন
  • তারপর কানেক্ট এ ক্লিক করুন
  • ব্যাস একটু পর কানেক্ট হয়ে যাবে।

SECURE VPN | সিকিউর ভিপিএন

এই ভিপিএন এর ফ্রি ভার্সন গুগল প্লেতে ১কোটি বার ডাউনলোড হয়েছে। এই ভিপিএন টি ও অনেক ভালো একটা ভিপিএন। এই ভিপিএন টির অনেক জনপ্রিয়তা আছে। নিচে এখন দেখবো এর ফিচার কি কি আছেঃ
  • ২০০০ হাজার এর বেশি সার্ভার রয়েছে যার ভিতরে ৪৫০ টা আল্ট্রা হাই স্প্রিড
  • ২জি নেটওয়ার্ক সাড়া আর বাকি সব নেটওয়ার্ক এ কাজ করবে
  • স্ট্রাইক নো লগ পলিসি (এরা আপনার ভিপিএন ব্যবহার এর কোন তথ্য রাখেন না)
  • ফাস্ট সার্ভার কানেক্ট
  • ডিপ ওয়েব সিকিউরিটি

SECURE VPN | সিকিউর ভিপিএন ব্যবহারের নিয়ম

  • উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপস ডাউনলোড করুন
  • ডাউনলোড হয়ে গেলে, সরাসরি আপনার মোবাইলের ডিসপ্লেতে এই ভিপিএন এর আইকন দেখতে পারবেন।
  • আইকনে ক্লিক করে ভিপিএন এর ভিতরে ঢুকুন
  • তারপর আপনার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করুন
  • তারপর কানেক্ট এ ক্লিক করুন
  • ব্যাস একটু পর কানেক্ট হয়ে যাবে।

(THUNDER VPN) । থান্ডার ভিপিএন

সাধারন ফিচারস সমূহুঃ
  • সারা বিশ্ব জুরে এদের সার্ভার আসে তাই সার্ভার নিয়ে চিন্তার কিছু নাই
  • এই এপস ব্যবহার করার জন্য আপনার ডিভাইসটির 5.0 উপরের হতে হবে
  • সব প্রকার নেটওয়ার্কে ব্যবহার করা যাবে
  • স্ট্রাইক নো লোগ পলিসি
  • আনলিমিটেড ব্যান্ডউইথ
  • আনলিমিটেড সার্ভার
  • নো রেজিশট্রেশন

(THUNDER VPN) । থান্ডার ভিপিএন ভিপিএন ব্যবহারের নিয়ম

  • উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপস ডাউনলোড করুন
  • ডাউনলোড হয়ে গেলে, সরাসরি আপনার মোবাইলের ডিসপ্লেতে এই ভিপিএন এর আইকন দেখতে পারবেন।
  • আইকনে ক্লিক করে ভিপিএন এর ভিতরে ঢুকুন
  • তারপর আপনার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করুন
  • তারপর কানেক্ট এ ক্লিক করুন
  • ব্যাস একটু পর কানেক্ট হয়ে যাবে।

UFO VPN । ইউ এফ ও ভিপিএন

 কি কি ফিচারস আছে এই ভিপিএন এরঃ
  • পৃথিবীর সব মহাদেশ কভার করে ফেলেসে (এশিয়া, ইউরোপ, আমেরিকা, মিডিল ইস্ট) এন্টার্টিকা হলেও কারাপ হত না
  • আল্টা ফাস্ট ভিপিএন সার্ভিস ফর ইউওর এন্ড্রয়েড
  • যেকোন বন্ধ সাইট এর দ্বারা ব্যবহার করা যাবে
  • এক ক্লিকে কান্ট্রি পরিবর্তন
  • এদের প্রধান শর্ত হচ্ছে ফাস্টার সার্ভিস দেওয়া (ভিআইপিতে)
  • আর যা আসে তা নাহয় ব্যবহার করে দেখবেন


NORD VPN | নরদ ভিপিএন

NordVPN এর এক্সক্লুসিভ ফিচারসঃ

  • মিলিটারি গ্রেড এনক্রিপশন
  • সাইবার সেক (বিজ্ঞাপন ও ভাইরাস, ম্যালওয়ার মুক্ত ইন্টারনেট ব্যবহার)
  • ডাবল ভিপিএন (আপনাকে একই সংগে দুইটি ভিপিএন দিয়ে ডাটা আদান প্রদান করতে দিবে)
  • নো লোগ ইনফোরমেশন (আপনি কখন, কতখন, কোন কোন সার্ভার ব্যবহার করেছেন তার হিসাব পর্যন্ত রাখে না)
  • কিল সুইচ (কোন ভাবে যদি আপনার কানেকশন ড্রোপ করে সাথে সাথে নেট ডিসকানেকট হয়ে যাবে)
  • ডিএনএস প্রোটেকশন
  • অনিওয়ন ওভার ভিপিএন (আপনার কানেকশনটি ডার্ক ওয়েব এর ভিতর দিয়ে সার্ফেস ওয়েব যাবে)
  • আরও অনেক কিছু আসে সেগুলো ব্যবহার করে দেখুন


Kiwi VPN | ভিপিএন

  • ভিপিএন আইপি চেঞ্জার সংযোগ করুন সহজ, সুবিধাজনক
  • একাধিক উচ্চ গতির সার্ভার সমর্থন করে, ভালো নেট এর জন্য সারা বিশ্বের 200+ সার্ভারে আইপি ঠিকানা পরিবর্তনকারী
  • ফ্রি মনস্টার ভিপিএন: 100% ফ্রি ইনস্টলেশন ফ্রি ভিপিএন প্রক্সি এবং টর প্রক্সি ব্রাউজার আনব্লক সাইট ব্যবহার করুন
  • আমার আইপি ঠিকানা, জাল আইপি ঠিকানা অবস্থান লুকাতে আইপি এবং ভিপিএন স্ন্যাপ পরিবর্তন করুনত
  • আনলিমিটেড VPN ক্লায়েন্ট: কোনো সেশন ব্যবহার নেই, কোনো গতি সীমা এবং ব্যান্ডউইথ সংযুক্ত থাকাকালীন
  • ভিপিএন টর দ্রুত এবং সম্পূর্ণ নিরাপদ, ভিপিএন নিরাপত্তা অ্যাপ
  • আইপি ঠিকানা চেক করুন। আপনি যে আইপি ঠিকানাটি সংযুক্ত করছেন এবং ভিপিএন আনলিমিটেড অ্যাপে ব্যবহার করছেন সেটি চেক করতে পারেন
  • বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট দেখার স্বাধীনতা
  • ব্যবহারকারী-বান্ধব আনব্লক প্রক্সি অ্যাপ ইন্টারফেস, লাইট ভিপিএন যোগ



(Hola VPN) হোলা ভিপিএন

  • হোলা ভিপিএন বেশ জনপ্রিয়। 
  • হোলা ভিপিএন এর একটি ভালো দিক হচ্ছে এটি আলাদা আলাদা অ্যাপ এর সাথে কাজ করতে পারে।
  • অর্থাৎ আপনি চাইলে শুধুমাত্র একটি অ্যাপ এর জন্য ভিপিএন টিকে ধরতে পারবেন। 
  • এই ভিপিএন অনেক গুলা সার্ভার আছে। 
  • আপনি যে আপ্পপ টি ব্যবহার করতে চান সেই অ্যাপ টি সিলেক্ট করে নিবেন অটোমেটিক্যালি ওখান এ সার্ভার চলে আসবে এবং সিমপ্লে ভাবে সেই সার্ভার গুলো সিলেক্ট করে আপনি যদি কানেক্ট করে দেন তাহলে অই অ্যাপ টি অই ভিপিএন এর আন্ডার এ চলে যাবে। 
  • ঠিক এই কারনে এই হোলা ভিপিএন VPN আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে আই অ্যাপ ব্যবহার করতে পারেন।

কোন ভিপিএন সবচেয়ে ভালো । সবচেয়ে ভালো vpn কোনটি

গুগলে সার্চ করলে আপনি অনেক গুলো ফ্রী ভিপিএন দেখতে পাবেন সব গুলো ভিপিএন কিন্তু ভালো নয়। আমি উপরে যেসব ভিপিএন দিয়েছি সেসব ভিপিএন গুলো আপনার এন্ড্রয়েড মোবাইলে ব্যবহারের জন্য খুব ভালো হবে। 
উপরের ভিপিএন গুলোর মধ্যে আমার SUPER VPN ও TURBO VPN অনেক পছন্দ। কারন এই দুটো ভিপিএন অনেক জনপ্রিয় ও অনেক ফিচার আছে। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এই দুটো ভিপিএন ব্যবহার করেন।

ভিপিএন এর ক্ষতিকর দিক জেনে নিন

  • ভিপিএন ব্যবহারে আপনার মোবাইলের বিভিন্ন অ্যালো পারমিশন ণীয়ে আপনার সকল তথ্য নিয়ে নিবে।
  • ভিপিএন ব্যবহারে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে কারন কিছু কিছু ভিপিএন বার বার লোকেশন পরিবরতন করে 
  • ভিপিএন ব্যবহার করলে কিছু ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে যেমন, ফাইভার, অ্যাডসেন্সে অ্যাকাউন্ট।
  • ভিপিএন ব্যবহার করলে আপনি যা যা করবেন সব কিছু ভিপিএন কোম্পানি ট্রাক করতে পারবে।

সর্বোপরি সচেতন ভাবে নেট ব্রাউজ করুন ও অন্যকে সচেতন করে দিন। আমি লেখক হিসেবে পাঠকদের সর্বদা ভালো চায় যেনো পাঠক সেফ থাকে। আপনি সচেতন হয়ে সব কিছু চালাবেন।
আপনার দিন ভালো কাটুক... হ্যাপি জার্নি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ