হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার

আপনি কি ফেসবুকে হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট, হাসির কমেন্ট, মজার কমেন্ট, রোমান্টিক কমেন্ট, কমেন্ট পিকচার (Picture) hilarious memes , বাংলা লেখা কমেন্ট ও Bangla Funny Comment Picture খুজতেছেন? আপনি আমাদের এই পোস্টে মেয়েদের ছবিতে সুন্দর কমেন্ট ছাড়াও সুন্দর সুন্দর ফেসবুক ফটো কমেন্ট (Facebook photo) এর মেগা কালেকশন পাবেন

হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার
হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার

অনেক আছে প্রিয় বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ (whatsapp) ও ফেসবুকে কমেন্ট (Facebook Comment) করা জন্য অনলাইনে এসে হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার সার্চ করে থাকেন। তাই আমরা তাদের কথা মাথায় রেখে ফেসবুক কমেন্ট লেখা, funny comments bangla নিয়ে আসছি।

সব কিছুতেই যখন ফান তখন আপনি কেনো হয়ে থাকবেন খান খান। ফেসবুকে (Facebook) বন্ধু বান্ধবদের সাথে সবাই করে , আপনিও যদি মজা নিতে চান তাহলে ফানি কমেন্ট করুন তাতে আপনার ফ্রেন্ড অনেক মজা পাবে। তাছাড়াও বন্ধুদের মজা দিতে চাইলে অনেক রঙ ঢং কথা জানতে হয়।

আপনি যদি একজন নতুন ফেসবুক (Facebook) ব্যবহারকারী হয়ে থাকেন কিন্তু জানেন না কিভাবে ফেসবুক ফানি ক্যাপশন দিতে হয় তাহলে আপনি ফেসবুকে মজা পাবেন না। 

ফেসবুক (Facebook) হচ্ছে টাইম পাস করার একটা ওয়ে। যদি আপনি ফেসবুকে মজা নিতে চান তাহলে ফেসবুকে হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট, হাসির কমেন্ট, মজার কমেন্ট, রোমান্টিক কমেন্ট জানতে হবে।

এতে আপনি যতটা মজা পাবেন ততটাই আপনার বন্ধু বান্ধবরা মজা পাবে। তাই আমার মনে যারা নতুন ফেসবুক ব্যবহারকারী আছে তাদের প্রত্যকের উচিত (Facebook) ফেসবুকে হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট, হাসির কমেন্ট, মজার কমেন্ট, রোমান্টিক কমেন্ট গুলো ও বাংলা ফেসবুক ফানি পোস্ট সম্পর্কে জেনে রাখা।

তাই তোমাদের কথা বিবচনা করে আমরা কিছু ফেসবুকে হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট, হাসির কমেন্ট, মজার কমেন্ট, রোমান্টিক কমেন্ট নিয়ে আসছি। 

যেগুলো আপনারা পড়লে অনেক মজা পাবেন। তাই চলুন বেশি কথা না বলে আমরা সেসব কমেন্ট করার ছবি, সেরা ফেসবুক কমেন্ট, ফানি কমেন্ট পিক, বাংলা লেখা কমেন্ট ও (Facebook) ফেসবুক ফটো কমেন্ট এর মেগা কালেকশন গুলো দেখে নেই।

সুন্দর কমেন্ট | বাংলা লেখা কমেন্ট | সেরা ফেসবুক কমেন্ট | কমেন্ট পিকচার ( facebook comment ) funny stories

  • বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে - (প্রমথ চৌধুরী)
  • ওভার নাইট নোয়াখালীর কোম্পানীগঞ্জ পাঠানো যেতে পারে - বান্দরবন না পাঠিয়ে।

সুন্দর কমেন্ট | বাংলা লেখা কমেন্ট | সেরা ফেসবুক কমেন্ট | কমেন্ট পিকচার | facebook bangla funny comments

  • আমি জানি এখানে অনেক  মেয়ে কমেন্ট পড়তে আসবে আর তাই সীমিত আকারে একটা কমেন্ট করে গেলাম হয়তো কোন মেয়ে আইসা প্রপোজ করলেও করতে পারে!
  • সব সময় হাসতে থাকো আশে পাশের মানুষ কনফিউজড হয়ে যাবে কিসের এত খুশি।
  • মাঝে মাঝে মনে হয় ঘরবাড়ী সব মাশার নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই।
  • নামে কি বা আসে যায়, যার নাম সুভাষ সেও পাদ দেয়।
  • অমুসলিম/নাস্তিকদের উপর কোন মর্মান্তিক ঘটনা ঘটলে সেটা আল্লার গজব, মুসলিমদের উপর কোন মর্মান্তিক ঘটনা ঘটে থাকলে সেটা আল্লার পরীক্ষা। – কাঠমুল্লা
  • কষ্টটা আসলে কিসের? টাকার নাকি আপন মানুষের?

ফেসবুকে হাস্যকর কমেন্ট | ফানি কমেন্ট | হাসির কমেন্ট | মজার কমেন্ট | রোমান্টিক কমেন্ট ( facebook comment )

  • আমি ত ভালা না, ভালা লইয়া থাইকো।
  • আমাদের দেশে  আপেন বাগান নাই, তাই নিউটনের মত লোকের জন্ম হয়না।
  • শরিষা ক্ষেত আছে, তাই তেলবাজদের জন্ম হয়!!
  • মাঠে তো কয়টা রোহিঙ্গা ছাড়া আর কিছুই দেখি না - বাবা তোমার দরবারে সব পাগলের খেলা.
  • এক সময় দিলদার, টেলি সামাদের কৌতুক মিশ্রিত অভিনয় দেখে যেমন আমরা হাসতাম তেমনি জনাব আপনার কথা শুনে আমাদের হাসি পায়।
নেতাঃ তেল দে তো ভাই,
চামচাঃ সহমত ভাই! রাজপথ ছাড়ি নাই, আপনার আদর্শ ভুলি নাই।
নেতাঃ আরে ভাই আমারে না, বাইকে -তেল দে।

  • লুঙ্গির মতোই দেখতে কিন্তু সেলাই নাই নাম তার গামছা, নেতার মতই ভাবসাব কিন্তু পদবী নাই তার নাম চামচা।
  • ব্যক্তিত্বহীনভাবে নেতৃত্ব দেয়ার চেয়ে, ব্যক্তিত্ববান নেতার অনুগত্য হওয়াটাই অতি উত্তম

ফেসবুকে হাস্যকর কমেন্ট | ফানি কমেন্ট | হাসির কমেন্ট | মজার কমেন্ট | রোমান্টিক কমেন্ট ( facebook comment )

প্রথম বন্ধুঃ বউয়ের জন্য আর বন্ধুদের মাঝে মুখ দেখানোর উপায় নাই,
দ্বিতিয় বন্ধুঃ কেন বউ কি করে।
প্রথম বন্ধুঃ নাইট ক্লাবে যাই।
দ্বিতিয় বন্ধুঃ আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে।

ফানি কমেন্ট পিক | ফেসবুক কমেন্ট কালেকশন | ফেসবুক কমেন্ট পিকচার ( facebook comment )

  • ইন্টার্নভিউ বোর্ডঃ নারী সম্পর্কে কিছু বলুন,
  • এপ্লিক্যান্টঃ নারী বড়ই অদ্ভুদ জিনিস, মা হলে শাসন, বোন হলে জালাতন, প্রেমিকা হলে শোষন, আর বউ হলে শুধু ভরণ-পোষন।
  • ক্যান্সার নয়,এইডস নয়, মেয়েদের দুরারোগ্য অসুখের নাম হচ্ছে - হিংসা
  • জিবনে বড় হতে হলে নারীর সাথে আড়ী আর রাস্তা পার হও দেখে গাড়ী তবেই হবে জয়ের পাল্লা ভারী।

ফানি কমেন্ট পিক | ফেসবুক কমেন্ট কালেকশন | ফেসবুক কমেন্ট পিকচার

বউঃ তুমি এত গরীব আগে কেন বলনি, স্বামীঃ আমি আগেই বলেছি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কিছুই নাই।

শুধু চুলকানি থাকলেই চুলকাই না,স্বামী - স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক দেখেও অনেকেরই চুলকানি ওঠে

কোথাও ঘুরতে গেলে বন্ধুরা আগে যা বলতো বাড়ি গিয়ে ফোন করিস, এখন যা বলে বাড়ি গিয়ে ছবিগুলো পাঠিয়ে দিস.

আমার এক বন্ধু আমার জ্বরের কথা শুনে rest in peace বলে রেস্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে!—–বিলিভ মি,খুব ভাগ্য করে এমন বন্ধু পাওয়া যায়!

প্রতিটি মেয়েই চাই সিঙ্গেল থাকতে কিন্তু কিছু দুষ্টু ছেলে তাদের পটিয়ে ফেলে।

(……) থাকতে পৃথিবীতে অশান্তির জন্য শয়তানের দরকার নাই

সকাল থেকে জ্বর জ্বর লাগছিলো, ভাবছি আবার করোনা নাকি?? কিন্তু আপনার চেহারা দেখে জ্বর কোথায় জানি উধাও হয়ে গেলো!!

ফানি কমেন্ট পিক | ফেসবুক কমেন্ট কালেকশন | ফেসবুক কমেন্ট পিকচার  funny words

বাংলা ফানি কমেন্ট- বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড

বয়ফেন্ডঃ তোমার প্রিয় রঙ কি?

গার্লফ্রেন্ডঃ বাচ্চাদের মত প্রশ্ন কর কেন।

বয়ফ্রেন্ডঃ তাহলে কার্বন মনো অক্সাইডের রাসায়নিক সংকেত কি?

গার্লফ্রেন্ডঃ আমার প্রয় রঙ লাল।

ফানি কমেন্ট পিক | ফেসবুক কমেন্ট কালেকশন | ফেসবুক কমেন্ট পিকচার

তোমাকে পেতে হলে কোন থানায় জিডি করতে হবে!

আজকে ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় নাই।

তাই আগামীকাল বাংলাদেশে ভালোবাসা দিবস

পালন করা হবে না।

সুন্দর কমেন্ট | বাংলা লেখা কমেন্ট | সেরা ফেসবুক কমেন্ট | কমেন্ট পিকচার

ভালোবাসা কাকে বলে… সেটা  ১৪ই ফেব্রুয়ারি দিকে তাকালে বোঝা যায়, সকালে ভালো জামা কাপড় পড়ে বের হলেন… সন্ধ্যাবেলায় ছেড়া জামা কাপড় নিয়ে ঘরে ঢুকলেন, সেটাকে ভালোবাসা বলে..!

আসছে ১৪ ই ফেব্রুয়ারী অনেক বর্গা চাষি চাষের লোভে হয়তো লাঙল নিয়ে ছুটবে হোটেলে, পার্কে কিংবা বন্ধুর মেসে।

শুনো বাসন্তী জমি রেজিস্ট্রার হওয়ার পুর্বেই যদি বর্গা চাষির হাতে দলিল কিংবা জমির খতিয়ান তুলে দাও মনে রেখো, জমি গেলে তোমারটাই যাবে।

সামান্য ফলের লোভে সিজনের আগেই ফসল গোলায় ভরার চিন্তায় তোমার জমির উর্বরতা নষ্ট করোনা বাসন্তী। – পরিবেশ সংরক্ষণ অধিকার দপ্তরের লোক।

সুন্দর কমেন্ট | বাংলা লেখা কমেন্ট | সেরা ফেসবুক কমেন্ট | কমেন্ট পিকচার

গোবর এক অদ্ভুদ জিনিস।

শুকিয়ে গেলে জ্বালানি, জমিতে গেলে জৈব সার, পানিতে গেলে মাছের খাদ্য! আর, মগজে গেলে হয়  তোমার মত পাগল।

স্রোতের অনুকূলে কুচুরিপানা ও চলে আপন গতিতে,

স্রোতের প্রতিকূলে কষ্ট হয় বড় বড় শক্তিশালী লঞ্চ কিংবা দ্রুত গতি সম্পন্ন স্পীড বোট,,

★ সেজন্য কখনও কচুরিপানার চেয়ে স্পীড বোটের গতি কম নয়★

★★ গতি দেখে নয় পরিস্থিতি দেখে বিচার করতে হয়)

১। ও ও ও মা গো টুরু লাভ

২। নোয়াখালী বিভাগ চাই.

৩। বিয়ে করে কেউ বউ এর ছবি ফেসবুকে দিলে অন্তত একটা সুবিধা পাওয়া যায়!!

পূর্বের কোন ওয়ারিশ থাকলে তারা দলিল পত্র নিয়া হাজির হয়

৪। Btv তে ঢুকলেই ২১শে ফেব্রুয়ারী,আর ফেসবুকে ডুকলেই ১৪ই ফেব্রুয়ারী

এমন নিউজ দেখলে কচু গাছের  সাথে ঝুলে সুইসাইড করতে ইচ্ছে করে

৫। ১.যখন রাস্তায় কলার খোসা ফেলতে ফেলতে এক ব্যক্তি বলে সাকিবের দেশপ্রেম নাই. ২.স্কুল, কলেজ, ভার্সিটি ছুটির পর রুমের লাইট, ফ্যানের সুইচ বন্ধ না করা ছাত্র টাও সাকিবের খেলার মাঝে দেশপ্রেম খোজে. ৩. সারাদিন অফিসে দূর্নীতি করে ঘুষ খেয়ে ফেইসবুকে আসা ব্যক্তিটাও খেলার মাঝে দেশাত্ববোধ খোজে।দেশপ্রেম খেলার মাঝে না খুজে নিজের জীবনে খুজুন দেশের উন্নতি হবে।খেলা শুধু বিনোদন মাত্র, যেখানে সাকিবের মতো খেলোয়ার রা অভিনেতা।

6। একজন লোক মারা গেছেন। তিনি স্বর্গে গিয়ে দেখলেন ওখানে প্রচুর ঘড়ি রাখা আছে। লোকটা দেবদুত কে জিজ্ঞাসা করল, এখানে এত ঘড়ি কেন?

দেবদুত বলল, এগুলো হল মিথ্যা ঘড়ি, সবার জন্য একটা করে ঘড়ি আছে। যখনই কোন লোক মিথ্যা বলবে, তখনই তার ঘড়ি ঘুরবে।

লোকটা তখন একটা ঘড়ি দেখিয়ে জিজ্ঞাসা করল, এটা কার ঘড়ি, একধমই ঘোরেনি..? .

দেবদুত বলল এটা মাদার টেরিজার ঘড়ি, এটা কখনই ঘোরেনা। কারন উনি কখনো মিথ্যা বলেন না। 

লোকটা তখন খুব উৎসাহিত হল এবং জিজ্ঞাসা করল : আচ্ছা, আমাদের (…………..) এর ঘড়িটা কোথায়..?  এখানে তো দেখতে পাচ্ছিনা !! .

দেবদুত বলল, ওটা আমাদের অফিসে রাখা আছে, ওটা এত বেশি ঘুরে যে, যার কারনে ওটাকে আমরা এখন টেবিল ফ্যান হিসাবে ব্যবহার করি.

৭। “দৃষ্টি ভঙ্গি বদলান, জীবন বদলে যাবে” আর না হয় জীবন চলে যেতে পারে.

৮। সবাই নিউজ পোর্টালে আসে খবর দেখার জন্য! আর আমি আসি রঙ তামাশা দেখার লাইগা.!

৯। এই স্ট্যাটাস এ আমি রিয়েক্ট দিয়ে রিয়েক্ট এর অপমান করতে চাইনা তাই কমেন্ট করলাম।

১০। “এক গ্রামে এক কৃষকের গরু হারিয়ে গেছে। সারাদিন খোঁজা খুজি করে না পেয়ে শুষ্ক মুখে বাড়িতে ফিরে আসে, দাওয়ায় বসে পুত্রকে বলে ‘এক গ্লাস পানি দাও তো ভাই?’ স্ত্রী ছিলো রান্নাঘরে- এটা শুনে বলে ‘তুমি কি চোখের মাথা খেয়েছ? পাগল হয়ে গেলে যে ছেলে কে ভাই বলতেছ?’ জবাবে স্বামী বলে- গরু হারালে এমনই হয় রে মা!”

সুন্দর কমেন্ট | বাংলা লেখা কমেন্ট | সেরা ফেসবুক কমেন্ট | কমেন্ট পিকচার

প্রশ্নঃ বিয়ের আগে দুজন দুজনকে ভালবাসে, আর বিয়ের পর ?

উত্তরঃ দুজনে দুজনকে ভালবাসার চেষ্টা করে, কখনো কখনো অভিনয় করে।

প্রশ্নঃ যখন ছেলেরা মেয়েদের উত্যক্ত করে তাকে ইভটিজিং বলে,

আর মেয়েরা যখন ছেলেদের উত্যক্ত করে তখন তাকে কি বলে ?

উত্তরঃ তাকে সংসার করা বলে.

প্রশ্নঃ কোন দুজন মানুষ বেশিরভাগ সময় একমত হতে পারে না ?

উত্তরঃ কে আবার স্বামী আর স্ত্রী.

ফেসবুকে হাস্যকর কমেন্ট | ফানি কমেন্ট | হাসির কমেন্ট | মজার কমেন্ট | রোমান্টিক কমেন্ট

প্রশ্নঃ আচ্ছা, বিবাহ কাহাকে বলে ?

উত্তরঃ বিবাহ এমন একটি  জটিল অভিজ্ঞতা যাহার জন্য অনভিজ্ঞরা করার ব্যাকুল থাকে, আর অভিজ্ঞরা অনুশোচনা করতে করতে মাথা নিচু করে বাকি জীবন কাটিয়ে দেয়।

প্রশ্নঃ বিবের সময় মেয়েরা লাল শাড়ি পরে কেন?

উত্তরঃ  সবুজ রং নিরাপদের প্রতিক, সাদা রং শান্তির প্রতিক, কালো রং শোকের প্রতিক আর লাল রং বিপদ সংকেতের প্রতিক।

তার মানে লাল শাড়ির মাধ্যমে বউ বিয়ের দিন স্বামীকে সংকেত দেয়- সাবধানে থাকিস সামনে বিপদ আসছে।

প্রশ্নঃ তার মানে বিবাহের প্রথম ধাপ হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত?

উত্তরঃ আমার বউকে যদি না বলেন, তাহলে বলব অবশ্যই ভুল সিদ্ধান্ত আর বলে দিলে বল অবশ্যই না।

প্রশ্নঃ একজন মানুষ কখন বিয়ে করে.?

উত্তরঃ যখন তার বুদ্ধি, বিবেক, শুদ্ধি লোপ পায়.

প্রশ্নঃ Arrange marriage আর Love marriage এর মধ্যে পার্থক্য কি ?

উত্তরঃবিষ খেয়ে আত্মহত্যা আর গলায় দড়ি দিয়ে আত্নহত্যার মধ্যে যে পার্থক্য, ঠিক তাই ।

প্রশ্নঃ অনেকে বলে প্রেম করলে মানুষ বোকা হয়, আর বিয়ে করলে কি হয় ?

উত্তরঃ পাগল হয়।

প্রশ্নঃ অনেকে আরো বলে যে বিয়ে করলে মানুষ নাকি গাধা হয়, আর বউ সেই গাধাকে চালায়,

কথাটা কি সত্যি ?

উত্তরঃ জনম সত্যি

প্রশ্নঃ বিয়ের পর ইচ্ছে থাকলেও আমরা ছেলেরা কি করতে পারি না ?

উত্তরঃদ্বিতীয় বিয়ে .

প্রশ্নঃ মেয়েকে বিয়ে দিলে সে পরের বাড়িতে যায়, আর ছেলেকে বিয়ে দিলে সে পরের অধীনে যায়, কথাটা বিশ্বাস করেন?

উত্তরঃ করবো না মানে.. হাজার বার বিশ্বাস করি, নিজের অভিজ্ঞতা, কিভাবে অস্বীকার করি।

প্রশ্নঃ– বিয়ের পর বর হাসি- খুশি থাকে, কিন্তু বৌ কাঁদে কেন ?

উত্তরঃ– কারণ বিয়ের পর আজীবন বর কে কাঁদাবে, এটার শপথ নেয় এই কান্নার মাধ্যমে

আর বর হাসি খুশি থাকে, কারন এটাই তার শেষ হাসি, তাই শেষ হাসিটা একটু ভালো ভাবেই হাসে আরকি বুঝলেন। আমিও খুব হেসেছিলাম ।

ফেসবুকে হাস্যকর কমেন্ট | ফানি কমেন্ট | হাসির কমেন্ট | মজার কমেন্ট | রোমান্টিক কমেন্ট

1. সম্পূর্ণ এবং সম্পন্ন এর ভিতর পার্থক্য কি?

যখন আপনি ভালো স্ত্রী পাবে তখন আপনি সম্পূর্ণ ( Complete)

যখন আপনি দজ্জাল স্ত্রী পাবেন তখন আপনি সম্পন্ন (Finished)

আর যখন ভালোরুপে দজ্জাল স্ত্রী পাবেন তখন সম্পূর্ণভবে সম্পন্ন (Completely Finished)2. অল্প স্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত.3. -বিয়ের পর বছর না ঘুরতেই বাচ্চা নেওয়া উচিত বুঝলা মা!

-কিন্তু আন্টি! আপনাদের ছেলে তো দেশে নাই।

-তাতে কী! বাচ্চা ন্যাও! বাচ্চা ন্যাও! তাড়াতাড়ি ন্যাও মা4. ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন কিনতে চাই, সবাই সাজেস্ট করো প্লিজ এতো টাকা কোথায় পাবো!

5. স্বামী ভুল করলে তাদের বকা দেওয়া উচিত না, কারণ সে ভুল করেছে বলে আজ আপনি তার স্ত্রী।

6. খুবই ভাল্লাগে – তাই শুধু মাএ আপনার পোস্ট দেখার জন্য বাসার ডিম পাড়া মুরগি বেঁচে MB,কিনে বসে আছি.

7. আজব একটা শব্দ Sorry, মানুষ বললে ঝগড়া শেষ আর  ডাক্তার বললে মানুষ শেষ.

8. তুমি সুখ যদি নাহি পাও, কড়া করে এক কাপ চা বানিয়ে খাও.

9. জীবনসঙ্গী ভালো হলে প্রতিটা রাতই ১৪ই ফেব্রুয়ারি – আর না হলে প্রতি রাতই ২৫শে মার্চ.

10. করোনা আক্রান্ত হলে যৌনক্ষমতা কমে যায় -বিশ্ব সাস্থ্য সংস্থা থেকে এই ঘোষণা আসলেই দেশের লোকজন মাস্ক পরবে,তার আগে নয়!!

11. পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যাথা লাগে!’

12. আগ্রহ বা প্রত্যাশা যেখানে বেশী,  “প্রাপ্তি” সেখানে শূন্য

1। পারিবারিক বিয়ে হলো -ইলেকশন

প্রেমের বিয়ে হলো – সিলেকশন

আর পালিয়ে বিয়ে হলো-  স্বতন্ত্র

দুই জনের অমতে বিয়ে হলে – স্বৈরতন্ত্র

প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলে – দলীয় মননয়ন

নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলে – বিরোধী দলের ষড়যন্ত্র

বিয়ে নাহ করা হচ্ছে – একনায়কতন্ত্র

নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো – গণতন্ত্র

কাজিনের সাথে বিয়ে হলে – রাজতন্ত্র

তাবিজ করে বিয়ে করলে – তন্ত্রমন্ত্র- কে কোনটাতে আছো?২। বিয়ে বাড়িতে বিয়ে হয় দুইজনের আর প্রেম হয় সাত-আটজনের।

আর্টিকেলের শেষকথাঃ হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার
এতক্ষন জানলাম হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার টি। তোমাদের যদি এই হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ হাস্যকর কমেন্ট, ফানি কমেন্ট - হাসির কমেন্ট ও মজার কমেন্ট পিকচার পড়ার জন্য।

Next Post Previous Post
1 Comments
  • Faruk ahmed
    Faruk ahmed 24 April

    Khub valo laglo

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ