জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি

আমাদের আজকের পোস্টের বিষয় জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( inspirational quotes )। আমরা প্রতিনিয়ত কেউ না কেউ face reality জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( life quotes ) খুজে থাকি। সিনেমার কাহিনীর মতো আমাদের জীবনের বাস্তবতা এক নয়। আমাদের জীবনের বাস্তবতা অনেক কঠিন। নিজের জীবনকে বাস্তবতার ( life quotes ) সাথে যুদ্ধ করতে হয়।

জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি  Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি


যারা Strong Enough Face Reality জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( life quotes ) খুজতেছেন তাদেরকে আমাদের পোস্টে স্বাগতম। বাস্তবতা নিয়ে কিছু উক্তি অনেক মনীষীগণ বলে গেছেন। সেসব উক্তি গুলো সম্পর্কে আজকের আমাদের এই লেখাটি।

জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Strong Enough Face Reality জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি

যারা Strong Enough Face Reality জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( life quotes ) নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে চান তদের জন্য আজকের এই লেখাটি খুব উপকারে আসবে। আমরা যে উক্তি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো খুব জনপ্রিয় উক্তি। 
যারা নিজের জীবনের বাস্তবতার সাথে লড়াই করছেন তারাই বুঝবে বাস্তবতা কি জিনিস। যারা গরিব তারা টাকার সাথে লড়ি করে আর যারা ধনি তারা অন্যন কোনো না কোনো কিছুর সাথে লড়াই করে থাকে। যদি আমাদের জীবন টা সিনেমার কোনো গল্পের মতো হতো তাহলে কতই না সুন্দর হতো। কিন্তু নিজের জিবনের বাস্তবতা টা অনেক কঠিন। আশে পাশের মানুষ সেটা ভালো বুঝে না।
নিজের জীবনকে গড়ে তুলতে চরম বাস্তবতার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা আমাদের আজকের এই Strong Enough Face Reality জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( beautiful quotes ) গুলো জেনে নেওয়া যাক।

  • বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। - গুস্তাভে ফ্লুবার্ট
  • আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন। তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে। - ওয়াল্ট ডিজনি
  • যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন।আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। - জন লেনন
  • বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোন সীমা নাই । - জ্যঁ জ্যাক রুশো
  • যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়। - নিকোস কাজান্টজাকিস
  • হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন, আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে । - অ্যালেক্স হ্যালি
  • বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। - হুমায়ূন আহমেদ
  • বাস্তবতা নিছক একটি মায়া, যদিও এটি খুব স্থায়ী । - আলবার্ট আইনস্টাইন
  • বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়। - জন লেনন
  • কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়; তারপরে এমন ব্যক্তিরা আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে। - ডগলাস এভারেট
  • বিলাসী জীবন যাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না।
  • সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়কে কাজে লাগান। একদিন সময় আপনাকে সঠিক জায়গায় তুলে ধরবে।
  • সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন। তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে।
  • মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারেনা।
  • আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে
  • এক জনের কাছে পাগলামি আর অন্য জনের কাছে বাস্তবতা । - টিম বার্টন
  • বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো “কল্পনা” - লুইস ক্যারল
  • আপনি বর্তমানে গরিব আছেন সেটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরীব হয়ে মৃত্যুবরণ করেন সেটা আপনার দোষ - বিল গেটস
  • জীবনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে।
  • সফলতার ফল সবসময় মিষ্টি হয় কিন্তু যে পথে গিয়ে সফলতার মিষ্টি ফল পাওয়া যায় সেই পথ কখনো মিষ্টি হয় না।
  • যারা আপনাকে আপনার খারাপ সময়ে ছেড়ে চলে গেছে তাদের নিয়ে ভাববেন না সঠিক পরিশ্রম করুন এবং একদিন তারা নিজে থেকে আপনার খোঁজ করতে শুরু করবে।
জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি

জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি

অনুপ্রেরণা জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | মজার উক্তি বাস্তবতা নিয়ে কিছু উক্তি

মানুষ জীবনের বাস্তবতার সাথে চলতে চলতে হঠাত এক সময় আচমকা থেকে যায়। কারন থাকে আর এসব ভালো লাগেনা। ভালো লাগার জন্য অনুপ্রেরণা জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তির প্রয়োজন হয়। যেগুলো মনের সাহস ও শক্তি বাড়ায়। এতে কাজ করার প্রবল ইচ্ছা জাগে। তো বন্ধু আপনি যদি অনুপ্রেরণামূলক উক্তি চান তাহলে নিচে থেকে দেখে নিন।

  • জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে । সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
  • কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে ।
  • স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।
  • ওই ভালোবাসা কাউকে দিওনা যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে।
  • প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে ।
  • নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়
  • সুখী ত তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে যানে
  • হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি
  • কষ্ট কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।
  • যদি মনের অনুভুতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!
  • যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন
  • পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।
  • সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে
  • লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে । আর অপেক্ষাটা তো সুধু সময়ের
  • ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি।
  • আবেগ ভালবাসা দিয়ে সংসার চলে নাহ বাস্তবতা অনেক কঠিন |
  • আপনি যতই ব্যাক্তিত্বসম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষন আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না ।
  • স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্ন গুলো বাস্তবও করবে!
  • যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নিবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন
  • যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।
  • অতিরিক্ত সমালোচনা করবেন না,অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিএের দিকে এগিয়ে নিয়ে যায়
  • তুমি পাহাড়ের চূড়ার মত হয়ো না। কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।
  • সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
  • আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। -বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
  • জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তেস্ট থাকো, জীবন বড় বিচিত্র।
  • পৃথিবীতে সবাই ধোয়া তুলসি পাতা শুধু তুলসি গাছে যে পানি দেয় সেই খারাপ.
  • মুখোমুখি সত্য বলা মানুষ গুলো সবার অপ্রিয় হয়
  • স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। - রবীন্দ্রনাথ ঠাকুর
  • পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায়- কাছে টানার ব্যর্থ প্রত্যয়,, আর তারপর দূরে চলে যাওয়ার- এক বাস্তব অভিনয় ।
  • কাউকে অনুসরন করো না তবে সবার থেকে শিক্ষা নাও।
  • মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি । -  হুমায়ূন আহমেদ ।
  • কাওকে দোষারোপ করোনা ততক্ষন যতক্ষন না তার দোষের নিশ্চিত প্রমান পাও।
  • যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষ গুলোই যথেষ্ট!
  • সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। - ইমার সন
  • কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ । - এডিসন
  • একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয় বরং কথার মাধ্যমে ফুটে ওঠে।
  • ভালবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনী কখনো শেষ হয় না।- মাদার তেরেসা
  • গর্ব না করাই গর্বের বিষয় । বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক । -  প্লেটো
  • প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে। -এ পি জে আবদুল কালাম
  • মানুষ তখনই ব্যর্থ হয়, যখন সে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যায়। - জওহরলাল নেহরু
  • কিছু কিছু ব্যাক্তিগত দুঃখ আছে, যা স্পর্শ করার অধিকার কারোরই নেই। - হুমায়ূন আহমেদ
  • তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন ;সে কখনো ও বেঁচে উঠবে না ।
  • বাস্তবতায় আবেগ কখনও অগ্রাধিকার পায় না।তাই মানুষ সহজ, সরল ,সুন্দরভাবে জীবন যাপন করতে পারে।
  • স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্যে প্রয়োজন অধ্যাবসায় , অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম।
  • পড়ে যাওয়া জীবনের একটি অংশ আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন।
  • তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন ;সে কখনো ও বেঁচে উঠবে না ।
  • বাস্তব যেটা সেটা কেই মেনে নেওয়া উচিত ;আশা করবেন না আপনি যেটা ভেবেছেন বা আশা করছেন সেটাই ঘটবে।
  • জীবনের রূঢ় বাস্তবকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে সেই জীবনযুদ্ধে আসল বিজেতা ।
  • বাস্তব যতই কঠিন হোক না কেন সেটিকে মেনে নিতে জানতে হয়।
  • রামধনু দেখার ইচ্ছা থাকলে বৃষ্টির সঙ্গেও আপনাকে যুঝতে হবে।
  • সুদূর জীবন পথে চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে। তাই বলে থেমে গেলে চলবে না। সামনের দিকে সর্বদাই এগিয়ে চলতে হবে।
  • বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না : কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন ; কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন ;কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুখী থাকবেন।
  • সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে ; হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে ।
  • আপনি যতই ব্যস্ত থাকুন না কেন যদি আপনি কারোর প্রতি সত্যিকারের যত্নবান হন তাহলে তার জন্য সময় ঠিক বের করতে পারবেন ।
  • তুমি আমায় ভালোবাসো না জেনেও আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালবেসে গেছি; বাস্তব বড়ই কঠিন; বুঝেছি কিন্তু মানতে পারিনি।
  • আমরা প্রত্যেকেই মরণশীল; আমাদের উদ্দেশ্য সারাজীবন বেঁচে থাকা নয়, বরং বেঁচে থাকার সময়টুকুতে সদর্থক কিছু করা ।
  • উদারতা এমন একটি ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পায়।
  • যে ভাল কাজ করতে খুব ব্যস্ত সে ভাল থাকার জন্য সময় পায় না।
  • যার ধৈর্য ক্ষমতা বেশি জীবনযুদ্ধে সে জয়ী ।
  • যোগ্যতা প্রমাণ করতে সবার সাথে প্রতিযোগিতা করার দরকার নেই ।
  • নিজেকে নিজেই সামলাতে শেখো, যা দেখছো সবটাই মোহমায়া ,বাকিটা প্রয়োজন আর স্বার্থ!! আর মানুষ?? সে তো আবহাওয়া !
  • নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট …পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।
  • রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে।
  • অতি দীন এবং অশক্ত মানুষেরাই দৈবের দোহাই দিয়ে থাকে।
  • ভোগে নয় ত্যাগেই হয় মনুষ্যত্বের পূর্ণ বিকাশ।
  • যা চাই ,তা ভুল করে চাই… যা পাই তা চাই না।
  • প্রীতিহীন হৃদয় এবং প্রত্যয়হীন কর্ম উভয়ই অস্বার্থক।
  • পরিশ্রম যেখানে নেই সেখানে সাফল্য ও নেই ।
  • বাস্তবতা এবং বিষাদের মধ্যে যে দূরত্ব তাকেই বলা হয় ভালোবাসা ।
  • মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না; সমাজ নষ্ঠ হয় শিক্ষিত লোকের মূর্খতার জন্য।
  • যে ব্যক্তি পরিশ্রমী ,সে মানুষ অন্যের সহানুভূতির প্রত্যাশা করে না ।
  • মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সে যদি যথেষ্ট সাহসী হয় ।
  • শব্দ অপেক্ষা আলোর গতি বেশি তাই কিছু মানুষকে কথা না বলা পর্যন্ত উজ্জ্বল দেখায় ।
  • যারা নতুন কিছু অনুসন্ধান করে না একদিন তাদেরকেও কেউ খোঁজ নেবে না ।
  • বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না; একটা বন্ধ হয়ে গেলে আরেকটি দ্বার উন্মোচন হবে ।
  • মানুষ কীসের জন্য এত অহংকার করে? যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ হয় মৃত্তিকায় ।
  • সংসার কারোর ওপর ভরসা করে না; প্রত্যেক মানুষেরই নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখা উচিত।
  • স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রির মতো ;স্বপ্নের যেখানে শেষ, বাস্তবতা সেখান থেকেই আরম্ভ হয়।
  • স্বপ্ন যতটাই রঙিন ;বাস্তব ততটাই সাদাকালো ।
  • আমরা দুজনে বাস্তবে হাতে হাত রেখে চলে সব স্বপ্নপূরণ করতে চাই।

জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি
জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি

জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি
জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি

জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি
জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি

Strong Enough Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি | অনুপ্রেরণা বাস্তবতা নিয়ে কিছু উক্তি | স্ট্যাটাস জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( life quotes )

জীবন যদি এত সহজ হতো তাহলে বাস্তবতার সাথে কেউ লড়াই করতো না। তাই জীবনের কিছু বাস্তবতার স্ট্যাটাস জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( life quotes ) পড়ুন। এতে আপনার মন একটু হলেও হাল্কা হবে। জীবন হলো নদির স্রোতের মতো আপনি যেদিকে যেতে চাইবেন স্রোত আপনার বিপরিতে চলতে থাকবে। নদির স্রোত কখনো সুখের হয়ে থাকে আবার কখনো দুঃখের স্রোত হয়ে থাকে। জীবন টাও এরকমই। জীবনের বাস্তবতা কখনো সুখের হয় আবার কখনো দুখের হয়।

  • যখন তুমি কারও প্রতি অত্যধিক মায়া বাড়াবে তখন ই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব ।
  • সময়, বন্ধু আর সম্পর্ক এই তিনটে অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় ।
  • জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য ।
  • সময় কখনো প্রতারণা করে না; সময়ের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ।
  • কেউ যদি তোমায় মূল্য না দেয় তা নিয়ে দুঃখ করো না কারণ বাস্তব এটাই যে মণি ,মুক্তা ,হীরা সকলে চেনে না ।
  • সুখী হওয়ার অদ্ভুত একপ্রকার ক্ষমতা আছে মানুষের। পৃথিবীতে সবথেকে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের জটিলতা এবং কঠিন বাস্তবতা সম্পর্কে বেশি জেনে ফেললেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
  • অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়…এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তব!!
  • বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
  • বাস্তবতা নিছক একটি মায়া, যদিও এটি খুব স্থায়ী ।
  • বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়।
  • কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়; তারপরে এমন ব্যক্তিরা আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে।
  • স্বপ্ন যখন আকাশ সমান ;বাস্তবতা তখন কাগজের বিমান ।
  • বাস্তবতা হ’ল আমরা সবাই যে কল্পনার সাথে একমত হই।
  • বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে।
  • আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন। তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে।
  • যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন।আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা।
  • বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোন সীমা নাই
  • যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়।
  • হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন, আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে ।
  • এক জনের কাছে পাগলামি আর অন্য জনের কাছে বাস্তবতা ।
  • বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো “কল্পনা”
  • মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়
  • এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
  • জীবন অনেকটা আয়নার মত।  আপনি যদি হাসি খুশি থাকেন সবসময়, জীবন আপনাকেও খুব হাসিখুশি জীবন উপহার দিবে৷
  • আবেগ দিয়ে নয় সবকিছুই বিবেক দিয়ে চিন্তা করতে হবে।
  • মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার-বিবেচনার রাজত্ব।
  • প্রতিটি রাষ্ট্র নিজস্ব প্রয়োজনে ইতিহাসকে বিকৃত করে।
  • জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি।
  • নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়েদাঁড়ায়।
  • যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে।
  • জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে । সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
  • যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।
  • কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর
  • দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকা।
  • উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়।
  • একজন মানুষকে সব সময় সন্তুুষ্ট রাখা সম্ভব নয়
  • জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই
  • বিনা পরিশ্রমে যা অর্জন করা যায়তা দীর্ঘস্থায়ী হয় না।
  • যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥
  • সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস
  • পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।
  • তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায় ও করে, আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পার তবে তাকে ভালোবাসো কেন?
  • জীবনে এমন কিছু মূহুর্ত আসে, যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।
  • অপর কে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন। কারন যে নিজের পরিবারকে ভালোবাসতে জানে না, সে কখনই অপরকে আপন করতে সক্ষম হয় না।
  • জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো নেওয়ার আগে একাধিক বার ভেবে নিবেন। হুট করে নিবেন না। তাহলে তার মাশুল সারাজীবন ধরে দিতে হবে।
  • যতদূর সম্ভব ক্রোধ কে পরিহার করুন। ক্রোধের কারনেই কিন্তু আমরা মূল্যবান কিছু হারিয়ে ফেলি।
  • সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়া খায়। আবার সাপ যখন মরে যায় তখন পিঁপড়া সাপকে খায়। একটি গাছ দিয়ে যেমন কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায়, তেমনি একটি ম্যাচের কাঠি দিয়েও কয়েক লাখ গাছ পুড়িয়ে দেয়া যায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়
  • ধৈর্য ধরো। মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়।
  • দুঃখ কষ্টের একটি দিনকে হাজার দিন মনে হয়, আর সুখের হাজার দিনকে একটি দিন মনে হয়।
  •  সৌভাগ্য প্রত্যেকের সাথে দেখা করার জন্য প্রতিক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা করে।
  • আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন এখন দেখছি শুধু কঠিনই নয় নিষ্ঠুরও
  • এ জীবন মায়ায় কেউ আসলে কারো নয়” বেশির ভাগই অভিনয়
  • অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানই সব। কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে। অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ একটা মরিচীকা!
  • সফলতা কখনো এক দিনে পাওয়া যায় না। তাই চেষ্টা করতে থাকুন একদিন সফল হবেন
  • মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!
  • জ্ঞানী লোক কখনোও সুখের সন্ধানকরেন না, তারা কামনা করেন দুঃখ -কষ্ট থেকে অব্যাহতি।
  • এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে
  • কিছু কিছু সময় আসে একা পথ চলতে ও ভাল লাগে। কারণ পরিস্থিতি বাধ্য করে
  • জলন্ত চুলায় তোমার হাত দশ সেকেন্ড ধরে রাখ মনে হবে যেন এক বছর
  • এক সুন্দরী তরুনীর সঙ্গে এক ঘন্টা বসে থাক, মনে হবে এক মিনিটও হয়নি। এটাই ”ল অফ রিলেটিভিটি।’
  • গভীর ঘুমের স্বপ্নগুলি অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না। বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হাল্কা,অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন- স্পষ্ট ,যুক্তিনির্ভর

আরটিকেলের শেষকথাঃ জীবনের বাস্তবতা নিয়ে কিছু উক্তি | Face Reality বাস্তবতা নিয়ে কিছু উক্তি ( life quotes )

আশা করি আপনাদের আজকের এই লেখাটি ভালো লেগেছে। যদি পরবর্তী এই লেখা চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের আর কে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন। ( life quotes )

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ