সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি জেনে নিবো। তোমরা যদি সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি  টি।

সততা অনুচ্ছেদ রচনা
সততা অনুচ্ছেদ রচনা

সততা অনুচ্ছেদ রচনা

সত্যের অনুসারী মানুষের সৎ থাকার প্রবণতা হচ্ছে সততা। কোনাে প্রকার পাপের কাজ থেকে দূরে থেকে ন্যায় ও সত্যের প্রতিফলন ঘটিয়ে চরিত্রের বিকাশ ঘটাতে পারলে তাতে সততার যথার্থ পরিচয় পাওয়া যায়। এটি মানব চরিত্রের মহৎ গুণ। জীবন সার্থক করার একটি চমৎকার পন্থা। ' একই সাথে আত্মতৃপ্তির একটি অনন্য পথরেখা হিসেবে সততা মানব। চরিত্রের উজ্জ্বল অলংকার। এর চর্চা মানব জীবনকে পৌছে দিতে পারে। সফলতার দ্বারপ্রান্তে। তবে বাস্তব জীবনে আমরা এই গুণ সঠিকভাবে আয়ত্ব করতে পারি না। সত্য পথ থেকে বিচ্যুত হয়ে, স্বার্থসিদ্ধিকে প্রাধান্য দিয়ে করি নানা অনাচার । আর পরিণামে তাই হারাচ্ছি সুখ শান্তি ও বঞ্চিত হচ্ছি সুন্দর জীবনের স্বাদ থাকে। তবু জীবনকে সততার সাথে সম্পৃক্ত করার চেষ্টা চালাতে হবে। কারণ, সততার অন্তনিহিত গুণ মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে। আর সুন্দর জীবন সকলেরই | কাম্য। সেজন্য সততার অনুশীলন করতে হবে এবং জীবনে তার প্রতিফলন ঘটিয়ে যথার্থ মনুষ্যত্বের অধিকারী হতে হবে ।

আর্টিকেলের শেষকথাঃ সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি

আমরা এতক্ষন জেনে নিলাম সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি  টি। যদি তোমাদের আজকের এই সততা অনুচ্ছেদ রচনা | সততা অনুচ্ছেদ ৭ম শ্রেণি  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ