কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম hsc class 7

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম জেনে নিবো। তোমরা যদি কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম  টি।

কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম
কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম

কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? 

মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। 

রিপুর তাড়নে যখনি মােদের বিবেক পায় গাে লয়, 

আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। 

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, 

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

সারমর্ম: স্বর্গ ও নরক প্রাপ্তি ঘটে পরকালে - এমনটিই প্রচলিত ধারণা। কিন্তু পৃথিবীতেই স্বর্গ কিংবা নরক রচনা করা সম্ভব। প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ আসে; হিংসা ও কুপ্রবৃত্তি দেয় নরক-যন্ত্রণা।

কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম hsc class 7

কোথায় স্বৰ্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? 

মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। 

রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, 

আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়। 

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে । 

সারমর্ম: পৃথিবীতেই মানুষের মধ্যে স্বর্গ ও নরকের অবস্থান। প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ; হিংসা ও গ্লানিই দেয় নরক-যন্ত্রণা । 

আর্টিকেলের শেষকথাঃ কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম

আমরা এতক্ষন জেনে নিলাম কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম  টি। যদি তোমাদের আজকের এই কোথায় স্বর্গ কোথায় নরক সারমর্ম  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ