ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম জেনে নিবো। তোমরা যদি ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম  টি।

ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম
ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম

ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম

ওরে নবীন, ওরে আমার কাঁচা, 

ওরে সবুজ, ওরে অবুঝ,

আধমরাদের ঘা মেরে তুই বাচা।। 

রক্ত আলাের মদে মাতাল ভােরে 

আজকে যে যা বলে বলুক তােরে, 

সকল তর্ক হেলায় তুচ্ছ করে

পুচ্ছটি তাের উচ্চে তুলে নাচা। 

আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

সারমর্ম: নবীনের কর্মচঞ্চলতায় পৃথিবী নতুন রূপে সাজে। যারা পুরাতনকে আঁকড়ে ধরে রাখে, তারা নতুন পরিবর্তনকে ভয় পায়। তারুণ্যের প্রাণশক্তিতে সবাইকে উজ্জীবিত হতে হবে।

আর্টিকেলের শেষকথাঃ ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম

আমরা এতক্ষন জেনে নিলাম ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম  টি। যদি তোমাদের আজকের এই ওরে নবীন ওরে আমার কাঁচা কবিতার সারমর্ম  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Example.com - Your ACME Website Winner