পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাবসম্প্রসারন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পথ পথিকের সৃষ্টি করে না ভাবসম্প্রসারণ জেনে নিবো। তোমরা যদি পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাবসম্প্রসারন টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ভাবসম্প্রসারণ পথ পথিকের সৃষ্টি করে না  টি।

পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাবসম্প্রসারন
পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাবসম্প্রসারন

পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাবসম্প্রসারন

মূলভাব: অনুসন্ধানী ও সৃষ্টিশীল মানুষ নিজের পথ নিজেই সৃষ্টি করে। পথের নিজস্ব কোনো সৃষ্টির ক্ষমতা নেই। মানুষ পথিক হয়ে নিজের প্রয়োজনে নিত্যনতুন পথের সৃষ্টি করে সভ্যতার উৎকর্ষ সাধন করে থাকে । 

সম্প্রসারিত ভাব: পথিক পৃথিবীর পথে পথে ভ্রমণকারী জীবনের রথের মতো। সে গতির প্রতীক। পথিকের পদচিহ্নে অঙ্কিত হয় পথরেখা। যে মানুষ প্রথম পথ সৃষ্টি করে মানুষকে মানুষের সাথে মিলিয়ে দেন— সেই তো যথার্থ পথিক। সে পথ বিস্তৃত হচ্ছে, আরো হবে, মানবসমাজকে আরো বৃহৎ করবে । পথ কখনো কোনো পথিকের সৃষ্টি করতে পারেনি, পারবেও না। মানুষের মুক্তির জন্য যে সব মহাপুরুষের পৃথিবীতে আগমন ঘটেছে, তাঁরাই যথার্থভাবে ‘রসতীর্থ পথের পথিক'। তাঁদের পথনির্দেশ প্রতিটি মানুষের আত্মমুক্তির ক্রমিক পরিণাম। তাঁদের প্রদর্শিত পথে চলে প্রত্যেক মানুষ স্বমহিমায় ভাস্বর হয়ে উঠতে পারে। বিশ্বের নানা ধর্মের নানা সম্প্রদায়ের মহাজ্ঞানী মহাজনের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি তাঁদের প্রদর্শিত পথে চলতে পারি তাহলে আমরাও বরণীয় ও স্মরণীয় হয়ে থাকতে পারব। শুধু তা-ই নয় ভবিষ্যতে আরও অনেক যুগস্রষ্টা আসবেন যাঁরা মানবকল্যাণের প্রয়োজনে আরো নতুন নতুন পথ সৃষ্টি করবেন । উক্তিটি এ রূপক তাৎপর্যে অনুপম ।

মন্তব্য: মহাজ্ঞানী মহাজনেরা যে পথ সৃষ্টি করে অমর হয়ে আছেন, সে পথ মানুষের সামাজিক কল্যাণের আলোকবর্তিকা। মানুষকে নিজের প্রয়োজনে পথ সৃষ্টি করে নিতে হয়— এ সত্য মহাজ্ঞানী মহাজনরা প্রতিষ্ঠিত করেছেন।

আর্টিকেলের শেষকথাঃ পথ পথিকের সৃষ্টি করে না ভাবসম্প্রসারণ

আমরা এতক্ষন জেনে নিলাম পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাবসম্প্রসারন  টি। যদি তোমাদের আজকের এই ভাবসম্প্রসারণ পথ পথিকের সৃষ্টি করে না  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ