The Rainy Season in Bangladesh Composition

Assalamu Alaikum Dear Students. Today's Topic is The Rainy Season in Bangladesh Composition. If you want to get The Rainy Season in Bangladesh Composition Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic The Rainy Season in Bangladesh Composition.

The Rainy Season in Bangladesh Composition
The Rainy Season in Bangladesh Composition

The Rainy Season in Bangladesh Composition

There are six seasons in Bangladesh. Each season consists of two months. We hear new sounds! and enjoy new scenes in each season. We forget monotony of life and start our daily work anew. The rainy season is one of the six seasons. The season comes after the summer. Ashar and Shraban are the months of rainy season. In fact rain sets in our country in the middle of June and lasts upto the middle of September.

People welcome the rainy season heartily. The sun shines hotly in the summer. Ponds, lakes and canals get dried. There is scarcity of water. People want to get rains. And the rain sets in at last. People heave a sigh of relief. 

In the rainy season the sky is overcast with deep black clouds. The sun can hardly be seen. The rivers are full to the brim. The earth and the roads are wet and muddy. People can not move easily. Bangladesh is mainly an agricultural country. Her economy and prosperity depend on agriculture. Again our agriculture depends on the mercy of nature that is rain. If there is sufficient rain, the joys of the farmers know no bound. They plough their lands and sow seeds in time. Our farmers can not reap a good harvest if it does not rain in time. Without rain water jute and paddy can not grow. Without rain water our agriculture is lifeless. Rain water washes away the filth and clears the atmosphere. Our poets are fond of the season. 

There is no unmixed blessing on earth. The rainy season has some demerits too. Sometimes it rains heavily for days together 

As a result the rivers overflow their banks and cause flood which brings about un sufferings and miseries. There is water everywhere. Roads become muddy.  Due to incessant rains people can not go out. Normal course of life is stopped. People are to use umbrella boats. Students cannot go to schools and colleges. 

Different diseases like ma dysentery break out in an epidemic form and carry away heavy tolls of human life for occasional flood. The life of the poor and the working class become difficult. Snakes also come out in this season, bite people and cause death. The rainy season is the most important and useful of all the Seasons in our country. Agriculture which is the life blood of our economy depends on this rain.

অনুবাদঃ বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে। প্রতিটি ঋতু দুই মাস নিয়ে গঠিত। আমরা নতুন শব্দ শুনতে! এবং প্রতিটি ঋতুতে নতুন দৃশ্য উপভোগ করুন। আমরা জীবনের একঘেয়েমি ভুলে গিয়ে নতুন করে আমাদের দৈনন্দিন কাজ শুরু করি। বর্ষাকাল ছয়টি ঋতুর একটি। গ্রীষ্মের পরে ঋতু আসে। আষাঢ় ও শ্রাবণ বর্ষার মাস। আসলে আমাদের দেশে জুনের মাঝামাঝি বৃষ্টিপাত হয় এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়।

মানুষ বর্ষাকে স্বাগত জানায় প্রাণভরে। গ্রীষ্মে সূর্যের আলো জ্বলে। পুকুর, হ্রদ ও খাল শুকিয়ে যাচ্ছে। পানির সংকট রয়েছে। মানুষ বৃষ্টি পেতে চায়। এবং শেষ পর্যন্ত বৃষ্টি শুরু হয়। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।

বর্ষায় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। সূর্য খুব কমই দেখা যায়। নদীগুলো কানায় কানায় পূর্ণ। মাটি ও রাস্তা ভেজা কর্দমাক্ত। মানুষ সহজে চলাচল করতে পারে না। বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। তার অর্থনীতি ও সমৃদ্ধি নির্ভর করে কৃষির ওপর। আবার আমাদের কৃষি নির্ভর করে প্রকৃতির রহমতে বৃষ্টি। পর্যাপ্ত বৃষ্টি হলে কৃষকদের আনন্দের সীমা থাকে না। তারা তাদের জমি চাষ করে এবং সময়মতো বীজ বপন করে। সময়মতো বৃষ্টি না হলে আমাদের কৃষকরা ভালো ফসল তুলতে পারে না। বৃষ্টির পানি ছাড়া পাট ও ধান জন্মাতে পারে না। বৃষ্টির পানি ছাড়া আমাদের কৃষি জীবনহীন। বৃষ্টির জল ময়লা ধুয়ে বায়ুমণ্ডল পরিষ্কার করে। আমাদের কবিরা ঋতুর প্রতি অনুরাগী।

পৃথিবীতে কোন মিশ্র আশীর্বাদ নেই। বর্ষারও কিছু অপকারিতা আছে। মাঝে মাঝে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়

ফলস্বরূপ নদীগুলি তাদের তীর উপচে পড়ে এবং বন্যা সৃষ্টি করে যা দুর্ভোগ ও দুর্দশার কারণ হয়। সর্বত্র জল। রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ে। টানা বৃষ্টির কারণে মানুষ বের হতে পারছে না। থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। মানুষ ছাতা নৌকা ব্যবহার করতে হয়. শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না।

মা ডিসেন্ট্রির মতো বিভিন্ন রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং মাঝে মাঝে বন্যার জন্য মানুষের জীবনের ব্যাপক ক্ষতি বহন করে। দরিদ্র ও শ্রমিক শ্রেণীর জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এই মৌসুমে সাপও বেরিয়ে আসে, মানুষকে কামড়ে মৃত্যু ঘটায়। আমাদের দেশের সব ঋতুর মধ্যে বর্ষাকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপযোগী। আমাদের অর্থনীতির প্রাণের রক্ত ​​কৃষি এই বৃষ্টির ওপর নির্ভরশীল।

The End Of The Article: The Rainy Season in Bangladesh Composition

We Have Learned So Far The Rainy Season in Bangladesh Composition. If You Like Today's The Rainy Season in Bangladesh Composition, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ