Unemployment Problem in Bangladesh Composition 250, 500 words For hsc

Assalamu Alaikum Dear Students. Today's Topic is Unemployment Problem in Bangladesh Composition 250 words. If you want to get unemployment problem in bangladesh composition 500 words Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic unemployment problem in bangladesh composition for hsc.

Unemployment Problem in Bangladesh Composition
Unemployment Problem in Bangladesh Composition

Unemployment Problem in Bangladesh Composition

Unemployment means the state of being without any work both for educated and uneducated person for earning one's livelihood. This problem has become a great concern all over the world. -But nowhere in the world this problem is so acute as in Bangladesh. Thousands of people In our country are without any job. At present the toughest task for any young man is to manage a job. 

There are many reasons behind unemployment problem. Our country is over populated. The rapid growth of population is the main reason of unemployment problem. 

Our country is industrially very much lagging behind. In fact the development in this field is very slow. Cottage industnes have almost decayed. The few mills. factories and industries that we have can only absorb a limited number of people. Most of the people of our country depend on agriculture. But our cultivable land is very limited. Our present system of education instead of giving any solution. creates educated unemployed youngmen. In our educational system there is not much scope of giving vocational training and technical education to a student. So after taking the highest degree even from the highest seat of learning. they remain unemployed. 

Our educated youngmen generally think it to be disgraceful to do any manual work. They prefer service to any kind of business. 

In order to eradicate this problem we have to mobilize all our energies to this great purpose without wasting time. A large number of mills. factories and industries should be set up where many of our unemployed youths will get the opportunity to work. A great change should be brought in our education system. More importance should be given on professionaL vocational and technical education. These will make a opening to work in different industrial sectors both home and abroad. 

The educated youth should change their attitude to life. They must learn to choose Independent career. They can work in agriculture field, cultivate fish. grow vegetables. They can start small business. In fact self employment is a possible solution to this great problem. Steps should be taken to set up co-operative farming. cottage industries and to open new system of public work inb n the rural areas to create Job for the village people. 

Unemployment is a great curse to a nation. We can not expect the devemie development should made of m all out  country leaving its millions of people unemployed to survive as a boastful nation.  efforts to get rid of this curse. 

অনুবাদঃ বেকারত্ব বলতে শিক্ষিত এবং অশিক্ষিত উভয়েরই জীবিকা নির্বাহের জন্য কোন কাজ ছাড়া থাকা অবস্থাকে বোঝায়। এই সমস্যা সারা বিশ্বে একটি বড় উদ্বেগ হয়ে উঠেছে। -কিন্তু বাংলাদেশের মতো বিশ্বের কোথাও এই সমস্যা এত তীব্র নয়। আমাদের দেশে হাজার হাজার মানুষ কর্মহীন। বর্তমানে যেকোনো যুবকের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো চাকরি পরিচালনা করা।

বেকারত্ব সমস্যার পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের দেশ জনবহুল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব সমস্যার প্রধান কারণ।

শিল্পগত দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে। আসলে এই ক্ষেত্রে উন্নয়ন খুব ধীর. কুটির শিল্প প্রায় ক্ষয়ে গেছে। কয়েকটি মিল। আমাদের যে কলকারখানা এবং শিল্প রয়েছে তা কেবল সীমিত সংখ্যক লোককে শোষণ করতে পারে। আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আমাদের চাষের জমি খুবই সীমিত। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন সমাধান না দিয়ে। শিক্ষিত বেকার যুবক তৈরি করে। আমাদের শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা দেওয়ার তেমন সুযোগ নেই। তাই শিক্ষার সর্বোচ্চ আসন থেকেও সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর। তারা বেকার থাকে।

আমাদের শিক্ষিত যুবকরা সাধারণত মনে করেন যে কোনো কায়িক কাজ করাকে অসম্মানজনক। তারা যেকোনো ধরনের ব্যবসার চেয়ে সেবা পছন্দ করে।

এই সমস্যা নির্মূল করার জন্য আমাদের সময় নষ্ট না করে এই মহান উদ্দেশ্যের জন্য আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করতে হবে। প্রচুর সংখ্যক মিল। কারখানা ও শিল্প স্থাপন করতে হবে যেখানে আমাদের অনেক বেকার যুবক কাজ করার সুযোগ পাবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। পেশাগত বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এগুলো দেশে ও বিদেশে বিভিন্ন শিল্প খাতে কাজ করার সুযোগ তৈরি করবে।

শিক্ষিত তরুণদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের অবশ্যই স্বাধীন ক্যারিয়ার বেছে নিতে শিখতে হবে। তারা কৃষিক্ষেত্রে কাজ করতে পারে, মাছ চাষ করতে পারে। সবজি হত্তয়া. তারা ছোট ব্যবসা শুরু করতে পারে। প্রকৃতপক্ষে আত্মকর্মসংস্থান এই মহান সমস্যার সম্ভাব্য সমাধান। সমবায় ভিত্তিক চাষাবাদ স্থাপনের পদক্ষেপ নিতে হবে। কুটির শিল্প এবং গ্রামীণ জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য গ্রামীণ এলাকায় সরকারি কাজের নতুন ব্যবস্থা চালু করা।

বেকারত্ব একটি জাতির জন্য একটি বড় অভিশাপ। অহংকারী জাতি হিসেবে টিকে থাকার জন্য কোটি কোটি মানুষকে বেকার রেখে সর্বাত্মক দেশের উন্নয়ন হবে বলে আমরা আশা করতে পারি না। এই অভিশাপ পরিত্রাণ পেতে প্রচেষ্টা.

The End Of The Article: unemployment problem in bangladesh composition for class 10

We Have Learned So Far Unemployment Problem in Bangladesh Composition 250 words. If You Like Today's unemployment problem in bangladesh composition 500 words, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. Unemployment Problem in Bangladesh Composition 250 words, unemployment problem in bangladesh composition 500 words, unemployment problem in bangladesh composition for hsc, the unemployment problem in bangladesh composition, unemployment problem in bangladesh composition for class 10, unemployment problem in bangladesh composition

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ