একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম ।

একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম
একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম

একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম

একদা ছিল না জুতা চরণ যুগলে, 

দহিল হৃদয় মন সেই ক্ষোভানলে । 

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,

গেলাম ভজনালয়ে ভজন কারণে। 

সেথা দেখি একজন পদ নাহি তার, 

অমনি জুতার খেদ ঘুচিল আমার। 

পরের দুঃখের কথা করিলে চিন্তন,

আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ? 

সারমর্ম: অন্যের অধিকতর দুঃখ-বেদনা-ক্ষোভের কথা উপলব্ধি করলে নিজের ক্ষুদ্রতর দুঃখের যন্ত্রণার অবসান ঘটে। 'অল্পে তুষ্ট' বোধটি আমাদের সামাজিক যন্ত্রণা থেকে পরিত্রাণ দিতে পারে।

আর্টিকেলের শেষকথাঃ একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম

আমরা এতক্ষন জেনে নিলাম একদা ছিল না জুতা চরন যুগলে সারমর্ম  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ