কোনো সভ্য জাতিকে সারাংশ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কোনো সভ্য জাতিকে সারাংশ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কোনো সভ্য জাতিকে সারাংশ ।
কোনো সভ্য জাতিকে সারাংশ |
কোনো সভ্য জাতিকে সারাংশ
কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারও থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস করতে হবে এবং সকল পণ্ডিতকে হত্যা করতে হবে। এতে উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশ বা জাতিকে উন্নত করতে হলে জ্ঞান ও সাহিত্যের বিকল্প নেই; পণ্ডিত ও সাহিত্যিক ছাড়া উপায় নেই। ( নরসিংদী সরকারি কলেজ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম, আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা প্রস্তুতিমূলক পরীক্ষা ২2/
সারাংশ: বই ও পণ্ডিতজনেরাই হলো একটা জাতির প্রাণশক্তি। দেশ ও জাতির প্রাণকে জাগাতে হলে এ দুয়ের প্রতি ভক্তি ও অনুশীলন বৃদ্ধি করতে হবে। সাহিত্যের বিকাশ এবং বিজ্ঞজনের সংখ্যা যত বিকশিত হবে জাতি তত বেশি উন্নত হবে।
আর্টিকেলের শেষকথাঃ কোনো সভ্য জাতিকে সারাংশ
আমরা এতক্ষন জেনে নিলাম কোনো সভ্য জাতিকে সারাংশ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।