প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ

আপনি কি প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ এর খুজতেছেন? যদি প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আপনাকে। কারন আজকের ব্লগের বিষয় হলো প্রকৃতি নিয়ে Caption হুমায়ুন আহমেদ .

হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ। আশা করি আমাদের আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে। 

প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ
প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ

যদি আপনাকে বলা হয় আপনি হুমায়ূন আহমেদ এর ক্যাপশন দিয়ে কি করবেন? এই প্রশ্ন টি যদি আমাকে করা হয় তাহলে আমি বলব ফেসবুকে দেওয়ার জন্যই আমি হুমায়ূন আহমেদ এর ক্যাপশন খুজতেছি। 

যাইহোক একেকজন একেক কাজের জন্য একেক জিনিস খুজে থাকে। আপনার কাজের সাথে আমার কাজের নাও মিল থাকতে পারে। তো চলুন বন্ধুরা আমরা প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ এর কিছু জনপ্রিয় ক্যাপশন দেখে নিইই।

প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ

  • “প্রকৃতি মাঝে মাঝে মানুষকে এমন বিপদে ফেলে । চোখে পানি আসার সিস্টেম না থাকলে জীবন যাপন হয়তো সহজ হতো” - Humayun Ahmed
  • যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয়। প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয়। - Humayun Ahmed
  • “মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে – বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে।” - Humayun Ahmed
  • “জোছনা দেখতে দেখতে, আমার হটাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না।” - Humayun Ahmed
  • অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দুর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষই একই। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভাল মানুষ। - Humayun Ahmed
  • পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে। কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। - Humayun Ahmed
  • “যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।” - Humayun Ahmed
  • পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। - Humayun Ahmed
  • কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। - Humayun Ahmed
  • সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে ! - Humayun Ahmed
  • বয়সকালেই মানুষ ছোট খাট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল! - Humayun Ahmed
  • কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার ন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। - Humayun Ahmed
  • কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত। - Humayun Ahmed
  • চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক, একবার চলে গেলে আবার ফিরে আসে। - Humayun Ahmed
  • প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে। - Humayun Ahmed

আর্টিকেলের শেষকথাঃ প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ

আমরা এতক্ষন জেনে নিলাম প্রকৃতি নিয়ে ক্যাপশন হুমায়ুন আহমেদ। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ