সভ্যতা কি | সভ্যতা কাকে বলে | সভ্যতা বলতে কি বুঝায়

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সভ্যতা কি | সভ্যতা কাকে বলে | সভ্যতা বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সভ্যতা কি | সভ্যতা কাকে বলে ( sovvota kake bole ) | সভ্যতা বলতে কি বুঝায় ।

সভ্যতা কি  সভ্যতা কাকে বলে  সভ্যতা বলতে কি বুঝায়
সভ্যতা কি  সভ্যতা কাকে বলে  সভ্যতা বলতে কি বুঝায়

সভ্যতা কি | সভ্যতা কাকে বলে | সভ্যতা বলতে কি বুঝায়

উত্তর : ভূমিকা : সংস্কৃতি যখন একটি বিশেষ পর্যায়ে উন্নীত হয় । যখন বিজ্ঞান ও কলার কিছু অগ্রগতি সাধিত হয়, জীবনমান কিছু উন্নত হয়। তখন তাকে সভ্যতা বলে। 

সভ্যতা মানবজীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মানুষের আচার-আচরণ গঠনে সভ্যতা অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

→ সভ্যতার সংজ্ঞা : সংস্কৃতি যখন একটি বিশেষ পর্যায়ে উন্নীত হয়, যখন বিজ্ঞান ও কলার কিছু অগ্রগতি সাধিত হয় জীবনমান কিছু উন্নত হয় তখন তাকে সভ্যতা বলে ।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী সভ্যতাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন ।

মন্টেস্কু ও হান্টিংটন বলেন, “সভ্যতা হচ্ছে ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের আশীর্বাদ ফসল।”

সমাজবিজ্ঞানী মর্গান বলেন, “সভ্যতা হচ্ছে বিবর্তন নামক শীর্ষ ধাপ। যে সমাজে লেখা, ভাষা, বর্ণমালা আছে, ধাতুর ব্যবহার ও লিখিত দলিলের প্রচলন আছে সে সমাজই সভ্য।”

সমাজবিজ্ঞানী আরনম্র টয়েনবি-এর মতে, “সভ্যতা বলতে নীতি, ধর্মীয়, ঐতিহ্য এবং আদর্শের এমন এক প্রতিষ্ঠানিক রূপকে বুঝায় যা এক বা একাধিক সমাজকে প্রভাবিত করে।”

সমাজবিজ্ঞানী টি.বি বটোমোর বলেন, “সভ্যতা হলো কতকগুলো নির্দিষ্ট মানবগোষ্ঠির অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সমন্বয়।”

ই. বি টেইলর বলেন, “সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব অভ্যাস ও দক্ষতা লাভ করে এবং যেসব জ্ঞান ও বিশ্বাস, শিল্প, আইন, নৈতিকতাবোধ আচার-আচরণ গড়ে তোলে সেগুলোই তার সভ্যতা।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সভ্যতা বিকাশে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবসমাজে সভ্যতা ও সংস্কৃতি ক্রমবিবর্তনের এ ধারা স্মরণাতীতকাল থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও ধারা অব্যাহত থাকবে, এটাই স্বাভাবিক ভূমিকা পালন করে থাকে। যখন কোনো জাতি সম্পর্কে জানতে হলে তাদের সভ্যতার ক্রমবিকাশ জানতে হবে।

আর্টিকেলের শেষকথাঃ সভ্যতা কি | সভ্যতা কাকে বলে | সভ্যতা বলতে কি বুঝায়

আমরা এতক্ষন জেনে নিলাম সভ্যতা কি | সভ্যতা কাকে বলে | সভ্যতা বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ