আপনি কি একজন ট্রেডার তাহলে এখনি ট্রেডিং অ্যাকাউন্ট এর ধরন জেনে নিন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা। আশা করি আলাহর রহমতে সবাই ভালো আছেন। যাইহোক আপনারা নিত্য নতুন পোষ্ট পেতে আমাদের আরকে রায়হান ভিজিট করেন সেজন্য আপনাকে স্বাগতম জানাই।

হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্রেডিং অ্যাকাউন্ট এর ধরন সম্পর্কে। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি আপনাদের ভালো লাগবে।

Trade এবং Account এর ধরন : 

Forex trading করতে হলে যেকোন Broker-সাইট থেকে আপনাকে একটি Account খুলতে হবে । সাধারণত সবগুলো ব্রোকারই দুই ধরনের Account এবং trading সুবিধা দিয়ে থাকে । আমরা এখন এই দুই ধরনের Account সম্বন্ধে জানতে চেষ্টা করবো । এগুলো হলোঃ-

1. Demo Account 4 Demo trade

2. Real Account 4 Real trade

1. Demo Account Demo trade: 

Forex trading-এর সব চাইতে বড় সুবিধা হচ্ছে Demo Account এবং Demo trading। Demo Account- হচ্ছে একটি সাধারণ Account যেখানে আপনি সাধারণ কিছু তথ্য দিয়ে একটি Account খুলে Demo trade করতে পারবেন । 

Demo trade হচ্ছে আপনি যখন Demo Account খুলবেন তখন আপনাকে সর্বোচ্চ 50000 ডলার দেয়া হবে । 

এই ডলার দিয়ে আপনি trading practice করতে পারবেন এবং এই ডলার লস হলেও আপনাকে এগুলো দিতে হবেনা আবার লাভ হলেও এগুলো আপনি নিতে পারবেন না । 

কিন্তু সুবিধা হলো কোন প্রকার Risk ছাড়াই আপনি trading practice এবং Forex trading শিখতে পারবেন । তবে মনে রাখবেন Demo trade এবং Real trade এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই । 

শুধুমাত্র, Demo trade করবেন ভার্চুয়াল মানি দিয়ে লাভ হলেও নিতে পারবেন না আবার লস হলেও দিতে হবে না এবং Real trade করতে হয় নিজের টাকা দিয়ে তাই লাভ হলেও নিজের লস হলেও নিজের । 

এছাড়া, currency price উঠানামা থেকে শুরু করে সব কিছুই একই । তাই ভালো ফরেক্স ট্রেডার হতে হলে আগে ভালোভাবে Demo trade করতে হবে । 

অন্তত এক মাস ভালো ভাবে Demo trade করতে হবে । এবং Demo trade-এ কেউ নিয়মিত সফলতা পেলে Real trade খুব ভালো ভাবে সফলতার সহিত করতে পারবেন ।

2. Real Account এবং Real trade: 

Real Account হচ্ছে, সে Account যেখানে আপনি money Deposit করে সত্যিকার trade পরিচালনা করতে পারবেন । 

Real Account-কে আবার live Account বা trading Account-ও বলা হয় । Real Account এর মাধ্যমে Real trade করতে হয় । Real trade-এ সকল প্রকার লাভ লস আপনাকেই বহন করতে হবে । 

এক কথায় বলা যায় Real Account-এর মাধ্যমেই Forex trading করতে হয় । আগে Demo Account থেকে Demo trade করতে এবং Demo trade-এ সফল হলে Real Account এর মাধ্যমে Real trade করতে হয় । 

এখানে আপনাকে Demo trade-এর মত কেউ ডলার দিবে না বরং আপনাকেই বিনিয়োগ করে ট্রেড করতে হবে ।

আর্টিকেলের শেষকথাঃ ট্রেডিং অ্যাকাউন্ট এর ধরন

আমরা এতক্ষন জেনে নিলাম ট্রেডিং অ্যাকাউন্ট এর ধরন। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন । আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ