১৯টি কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | kopotakkho nod kobita short question

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের kopotakkho nod kobita short question

কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-কপোতাক্ষ নদ

প্রশ্ন ১। 'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিলবিন্যাস কী?

উত্তর : 'কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিলবিন্যাস হলো- কখকখকখখক।

প্রশ্ন ২। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে কী প্রকাশিত হয়েছে?

উত্তর : 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে।

প্রশ্ন ৩। অষ্টক কী?

উত্তর : চতুর্থর্দশপদী কবিতার প্রথম আট চরণ হলো অষ্টক । 

প্রশ্ন ৪। 'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কী?

উত্তর : 'কপোতাক্ষ নদ' কবিতার প্রথম আট চরণের অন্তমিল হলো- কখকখকখখক।

প্রশ্ন ৫। সনেটের অষ্টকে মূলত কী রয়েছে?

উত্তর : সনেটের অষ্টকে রয়েছে মূলত ভাবের প্রবর্তনা। 

প্রশ্ন ৬। সব সময় কবির কার কথা মনে পড়ে?

উত্তর : সব সময় কবির কপোতাক্ষ নদের কথা মনে পড়ে । 

প্রশ্ন ৭। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 

প্রশ্ন ৮। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন কত সালে?

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন ১৮৪৩ সালে । 

প্রশ্ন ৯। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তির নাম কী?

উত্তর : মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তির নাম 'মেঘনাদবধ কাব্য' ।

প্রশ্ন ১০। মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোকগমন করেন?

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে পরলোকগমন করেন ।

প্রশ্ন ১১। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?  

উত্তর : বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন ১২। 'কপোতাক্ষ নদ' কবিতাটি কোন ধরনের কবিতা?

উত্তর : 'কপোতাক্ষ নদ' কবিতাটি চতুর্দশপদী কবিতা।

প্রশ্ন ১৩। কপোতাক্ষ নদকে কবি কী বলে সম্বোধন করেছেন?

উত্তর : কপোতাক্ষ নদকে কবি সখা বলে সম্বোধন করেছেন।

প্রশ্ন ১৪। দুগ্ধ-স্রোতোরূপী কাকে বলা হয়েছে?

উত্তর : দুগ্ধ-স্রোতোরূপী কপোতাক্ষ নদকে বলা হয়েছে।

প্রশ্ন ১৫। সনেট-এর বাংলা প্রতিশব্দ কী?

উত্তর : সনেট-এর বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা। 

প্রশ্ন ১৬। কিসের ছলনায় কবি কান জুড়ান?

উত্তর : ভ্রান্তির ছলনায় কবি কান জুড়ান ।

১৭। 'কপোতাক্ষ নদ' কবিতার অন্ত্যমিল লেখ।

উত্তর : 'কপোতাক্ষ নদ' কবিতার অন্ত্যমিল হলো গমগমগম।

প্রশ্ন ১৮। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে?

উত্তর : বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন ১৯। কখন কবির নামের পাশে ‘মাইকেল' শব্দটি যোগ হয়?

উত্তর : ১৮৪৩ খ্রিস্টাব্দে খ্রিষ্টধর্মে দীক্ষিত হলে কবির নামের পাশে মাইকেল শব্দটি যোগ হয়।

আর্টিকেলের শেষকথাঃ কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম kopotakkho nod kobita short question যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ