bangla data

২৯টি সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো (sahityer rup o riti bangla) সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন

সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন  সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন
সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন  সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন

২৯টি সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-সাহিত্যের রূপ ও রীতি

প্রশ্ন ১। গীতিকবিতা সম্পর্কিত বঙ্কিমচন্দ্রের দেওয়া সংজ্ঞাটি লেখ।

উত্তর : গীতিকবিতা সম্পর্কে বঙ্কিমচন্দ্রের দেওয়া সংজ্ঞাটি হলো- 'বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।' 

প্রশ্ন ২। মহাকাব্য কোন কাহিনি অবলম্বনে রচিত হয়? 

উত্তর : মহাকাব্য যুদ্ধবিগ্রহের কাহিনি অবলম্বনে রচিত হয়। 

প্রশ্ন ৩। বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?

উত্তর : বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ নাটক । 

প্রশ্ন ৪। সাহিত্যের প্রধান ধারা কয়টি?

উত্তর : সাহিত্যের প্রধান ধারা পাঁচটি।

প্রশ্ন ৫। ‘সধবার একাদশী' কোন ধরনের রচনা?

উত্তর : 'সধবার একাদশী' বিখ্যাত প্রহসন।

প্রশ্ন ৬। কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তর : কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৭। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?

উত্তর : সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে— সৃজনশীলতা। 

প্রশ্ন ৮। 'নীল দর্পণ' নাটকের রচয়িতা কে?

উত্তর : 'নীল দর্পণ' নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ।

৯. নাটকের. লক্ষ্য সর্বকালেই কারা?

উত্তর : নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক. সমাজ।

১০. কারা নাট্যসাহিত্যকে. কাব্যসাহিত্যের মধ্যে গণ্য করেছেন?

উত্তর : সংস্কৃত আলঙ্করিকবৃন্দ নাট্যসাহিত্যকে কাব্য. সাহিত্যের মধ্যে গণ্য করেছেন।

১১. নাটক সচরাচর. কয় অঙ্কে বিভক্ত থাকে?

উত্তর : নাটক সচরাচর পাঁচ. অঙ্কে বিভক্ত থাকে।

১২. নাটকের বিভাগগুলোর মধ্যে কোনটিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়?

উত্তর : নাটকের বিভাগগুলোর মধ্যে ট্র্যাজেডিকে. সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।

১৩. কোন সাহিত্য থেকে .ছোটগল্পের অনুপ্রেরণা এসেছে?

উত্তর : পাশ্চাত্য সাহিত্য থেকে ছোট .গল্পের অনুপ্রেরণা এসেছে।

১৪. এইচ.হি.ওয়েলসের মতে ছোটগল্পের আয়তন কত মিনিটের ভেতরে পড়ে শেষ করার মতো হওয়া উচিত?

উত্তর : এইচ.হি.ওয়েলসের মতে ছোটগল্পের. আয়তন ১০-৫০ মিনিটের ভেতরে পড়ে শেষ করার মতো হওয়া উচিত।

১৫. পাঠকের সমাজে সাহিত্যের. কোন শাখাটি জনপ্রিয়তার শীর্ষে?

উত্তর : পাঠকের সমাজে সাহিত্যের. উপন্যাস শাখাটি জনপ্রিয়তার শীর্ষে।

১৬. উপন্যাসের প্রধান. উপজীব্য কী?

উত্তর : উপন্যাসের প্রধান. উপজীব্য হলো প্লট।

১৭. বাংলা ভাষার প্রথম সার্থক. ও কালজয়ী ঔপন্যাসিক কে?

উত্তর : বাংলা ভাষার প্রথম. সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮. বাঙালি পাঠকদের মাঝে. সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক কে?

উত্তর : বাঙালি পাঠকদের মাঝে. সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৯. তন্ময় প্রবন্ধ. কাকে বলে?

উত্তর : বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার. করে যে সকল বস্তুনিষ্ঠু প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় প্রবন্ধ বলে।

২০. মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি. হৃদয় প্রাধান্য প্রায় কোন ধরনের প্রবন্ধে?

উত্তর : মেধাশক্তি অপেক্ষা .ব্যক্তিহৃদয় প্রাধান্য প্রায় মন্ময় ধরনের প্রবন্ধে।

২১. বাংলা ভাষায় রচিত প্রবন্ধ. সহিত্যের প্রবহমানতা কবে থেকে শুরু হয়?

উত্তর : বাংলা ভাষায় রচিত. প্রবন্ধ সাহিত্যের প্রবহমানতা রাজা রামমোহন রায় থেকে শুরু হয়।

২২. কবিতার প্রধান দুটি. রূপভেদ কী কী?

উত্তর : কবিতার প্রধান দুটি. রূপভেদ হলো মহাকাব্য ও গীতিকবিতা।

২৩. বাংলা ভাষায় মহাকাব্যের. চূড়ান্ত সফল রূপ কে প্রকাশ করেছেন?

উত্তর : বাংলা ভাষায় মহাকাব্যের .চূড়ান্ত সফল রূপ মাইকেল মধুসূদন দত্ত প্রকাশ করেছেন।

২৪. বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত. সফল রূপ প্রকাশিত হয়েছে কোন কাব্যে?

উত্তর : বাংলা ভাষায়. মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশিত হয়েছে মেঘনাদবধ কাব্যে।

২৫. মহাকাব্য কিসের কাহিনি. অবলম্বন করে রচিত হয়?

উত্তর : মহাকাব্য. যুদ্ধবিগ্রহের কাহিনি অবলম্বন করে রচিত হয়।

২৬. রাবণ কাকে হরণ করে. লঙ্কায় বাগানবাড়িতে বন্দি করে রাখে?

উত্তর : রাবণ সীতাকে হরণ করে. লঙ্কায় বাগানবাড়িতে বন্দি করে রাখে।

২৭. বাংলা সাহিত্যে গীতিকবিতার. আদি নিদর্শন কোনটি?

উত্তর : বাংলা সাহিত্যে গীতিকবিতার. আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলি।

২৮. বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিতি. লাভ করেছেন কে?

উত্তর : বাংলা সাহিত্যে. ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম।

২৯. বাংলা সাহিত্যে ‘পল্লিকবি’ হিসেবে. পরিচিতি লাভ করেছেন কে?

উত্তর : বাংলা সহিত্যে ‘পল্লিকবি’ হিসেবে. পরিচিতি লাভ করেছেন জসীমউদ্দীন।

আর্টিকেলের শেষকথাঃ সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন | সাহিত্যের রূপ ও রীতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ