অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।

অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি
অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি

অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি

  • অথবা, ব্রিটিশ শাসনব্যবস্থায় অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে?
  • অথবা, ব্রিটিশ শাসনব্যবস্থায় অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বুঝ?
  • অথবা, ব্রিটিশ শাসনব্যবস্থায় অর্পিত আইন বলতে কী বুঝ?

উত্তর : ভূমিকা : গ্রেট ব্রিটেনের শাসনব্যবস্থার পরিবর্তনের পিছনে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন অন্যতম কারণ হিসেবে কাজ করে। 

ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান আইন-প্রণয়ন ব্যবস্থার সাথে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের প্রক্রিয়া অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। অর্পিত ক্ষমতা প্রসূত আইনের ভূমিকা ব্রিটেনের শাসনব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্পিত ক্ষমতা প্রসূত আইন : আইনসভার কাজ হলো আইন প্রণয়ন করা। সকল রাষ্ট্রের ক্ষেত্রেই তা সাধারণভাবে প্রযোজ্য। আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে কেবল আইনসভাই আইন প্রণয়ন করতে পারে। 

ব্রিটেনেও আইন প্রণয়নের ক্ষমতা ও দায়িত্ব পার্লামেন্টের হাতেই ন্যস্ত আছে। কিন্তু জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার পরিপ্রেক্ষিতে এবং পরিবর্তিত আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার চাপে আইনসভা তার আইন প্রণয়ন ক্ষমতাকে আংশিকভাবে শাসন বিভাগের কাছে হস্তান্তরিত করতে বাধ্য হয়েছে। 

বর্তমানে রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে পার্লামেন্টের পক্ষে প্রয়োজনীয় বিভিন্ন ও বিপুল সংখ্যক আইন বিস্তারিতভাবে করা সম্ভবপর হচ্ছে না। 

আর এই অবস্থায় আইন প্রণয়ন ক্ষমতার অধিকারী পার্লামেন্টে আইন প্রণয়নের সাথে যুক্তি ক্ষমতাকে প্রয়োজনমতো শাসন বিভাগের হাতে ন্যস্ত করে। পার্লামেন্ট আইনের মূল কাঠমো ও নীতিমালা নির্দিষ্ট করে দেয়। 

শাসন বিভাগ পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত আইনের মূল কাঠামোর মধ্যে থাকে এবং নির্ধারিত মূলনীতিগুলোকে অনুসরণ করে আইনের ফাঁকগুলো পূরণ করে। এভাবে শাসন বিভাগ কর্তৃক প্রণীত নিয়মকানুনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, অর্পিত ক্ষমতা প্রসূত আইনের মাধ্যমে শাসন বিভাগ পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত আইনের মূল কাঠামোর মধ্য দিয়ে এবং নির্ধারিত মূল নীতিগুলো অনুসরণ করে আইনের ফাঁক পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

আর্টিকেলের শেষকথাঃ অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি

আমরা এতক্ষন জেনে নিলাম অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি। যদি তোমাদের আজকের অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে | অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ