দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি |
দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি
- অথবা, দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কী বুঝ?
- অথবা, দ্বি-দলীয় ব্যবস্থার সংজ্ঞা দাও ।
- অথবা, দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়?
উত্তর ভূমিকা : বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কার্যকলাপ আবর্তিত হয়।
রাজনৈতিক দল ব্যতীত শাসনকার্য পরিচালনা করা সম্ভব হয় না। সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে তিনভাগে ভাগ করা যায়। তন্মধ্যে দ্বি-দলীয় ব্যবস্থা মতবাদ অন্যতম ।
দ্বি-দলীয় ব্যবস্থা : যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দল দেখতে পাওয়া যায় তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে। দ্বি-দলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সীমাবদ্ধ থাকে।
নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে এবং অন্যদলটি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। দ্বি-দলীয় ব্যবস্থায় ছোট খাট আরও দু-একটি দল, উপদল বা গোষ্ঠী থাকতে পারে।
তবে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে তাদের ভূমিকা গৌণ। আমেরিকা যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেন লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি দ্বি-দলীয় ব্যবস্থার উজ্জ্বল উদাহরণ। এ দুটি দেশে আরও ছোট-খাট কিছু দল ও গোষ্ঠী রয়েছে, তাদের ভূমিকা খুব বেশি গুরত্বপূর্ণ নয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, যে দেশে প্রধান দুটি রাজনৈতিক দল থাকে তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে এবং পাশাপাশি। কিছু ক্ষুদ্র গোষ্ঠী বা দল থাকে তাদের ভূমিকা খুবই নগণ্য ।
আর্টিকেলের শেষকথাঃ দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি
আমরা এতক্ষন জেনে নিলাম দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি। যদি তোমাদের আজকের দ্বি দলীয় ব্যবস্থা কাকে বলে | দ্বি দলীয় ব্যবস্থা কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।