মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও । আমাদের গুগল নিউজ ফলো করুন।

মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও
মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও

মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও

  • অথবা, মুহম্মদ ঘুরী সম্পর্কে যা জান লেখ। 

উত্তর : ভূমিকা : ভারতীয় উপমহাদেশে প্রথম পর্যায়ে মুহাম্মদ বিন কাসিম এবং দ্বিতীয় পর্যায়ে গজনির সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেন। 

কিন্তু তারা ভারতে স্থায়ীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। অতঃপর দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ঘুর রাজ্যের অধিপতি মুহাম্মদ ঘুরী তৃতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 

ভি.ডি. মহাজন বলেন, "The real founder of muslim Empire in India was Muiz-ud-din Muhammad bin Sam properly Known as Shihab-ud-din Muhammad Ghori or Muhammad of Ghuri." (Muslim rule in India, p. 59 )

অর্থাৎ, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম যিনি শিহাবউদ্দিন মুহাম্মদ ঘুরী বা মুহাম্মদ ঘুরী নামে পরিচিত

মুহাম্মদ ঘুরীর পরিচয় : মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ। তার উপাধি শিহাবউদ্দিন। তিনি ঘুর রাজ্যের অধিপতি ছিলেন বলে তাঁকে মুহাম্মদ ঘুরী বলা হতো ।

সিংহাসন লাভ : ঘুর অধিপতি গিয়াসউদ্দিন ১১৭০ খ্রিষ্টাব্দে মুইজউদ্দিনকে ‘শিহাবউদ্দিন' উপাধিতে ভূষিত করে গজনির শাসনকর্তা নিযুক্ত করেন। ১২০৩ খ্রিষ্টাব্দে গিয়াসুদ্দিনের মৃত্যুর পর মুইজউদ্দিন ঘুরী সিংহাসনে আরোহণ করেন। ইনিই ভারতের ইতিহাসে মুহাম্মদ ঘুরী নামে পরিচিত।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুহাম্মদ ঘুরী অসাধারণ বিপুল প্রতিভাধর একজন সুচরিত্রবান শাসক ছিলেন। 

চরিত্রের উৎকর্ষতার বলয়ে তিনি তার অনুচরদের কাছে আনুগত্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। আর চারিত্রিক মাহাত্ম্য তাকে ইতিহাসে অমরত্ব দান করেছেন।

আর্টিকেলের শেষকথাঃ মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও

আমরা এতক্ষন জেনে নিলাম মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও । যদি তোমাদের আজকের মুহাম্মদ ঘুরী কে ছিলেন ৷ মুহম্মদ ঘুরীর পরিচয় দাও পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ