চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা গুলো দেখেন

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা - দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি তার মধ্যে চর্ম রোগ এমন এক ধরনের রোগ যেটি স্কিনে হয়ে থাকে। চর্ম রোগের ফলে মানব দেহের চামড়া অস্বাভাবিক পরিবর্তন ধারণ করে। যার ফলে চামড়াটি দেখতে যেমন খারাপ দেখায় তেমনি ফ্যাকাশে রূপ ধারণ করে। 

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা গুলো দেখেন
চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা গুলো দেখেন

এই চর্ম রোগ নামক ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট হতে অবশ্যই পরামর্শ নিতে হবে। তা না হলে এই রোগটি আমাদের স্কিনে আরো খারাপ আকার ধারণ করতে পারে। চর্ম রোগের ফলে বাহ্যিকভাবে যেমন অসুন্দর দেখায় তেমনি যে রোগী চর্ম রোগে আক্রান্ত তার মানসিক অবস্থা ও তেমনটা ভালো থাকে না। 

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকা

আমাদের আশেপাশে যদি কোন চর্ম রোগী থেকে থাকে তাহলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট যাওয়ার জন্য উৎসাহ করা উচিত। 

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা ১০ জন চর্ম রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা-

১/ডক্টর ইসমত আরা যুথী

● তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হতে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। 

● অন্যান্য ডিগ্রির মধ্যে রয়েছে- ডিবিসিএস (স্বাস্থ্য), ডিভিডি (বিএসএমএমইউ)

● কনসালটেন্টশন: (চর্মরোগ বিভাগ)

● স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগী দেখে থাকেন। 

ভিজিট ফি ও চেম্বার ডিটেইলস:

● নতুন এবং পুরাতন রোগী বাবদ ৬০০ টাকা ভিজিট ফি প্রদান করতে হয়। 

● ঢাকার মিটফোর্ড রোডে অবস্থিত ম্যাক্সলাইফ মেডিকেল সার্ভিসেস লিমিটেডে সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত তিনি রোগী দেখে থাকেন। 

● এছাড়াও তিনি আরো একটি হাসপাতালে রোগী দেখে থাকেন সেটি হচ্ছে- ঢাকার গ্রীন হেলথ হাসপাতাল, সপ্তাহে ছয় দিন শনি থেকে বৃহস্পতিবার - বিকাল চারটা থেকে ছয়টা। 

২/ডক্টর সোলাইমান

এমবিবিএস এর পর তিনি ডার্মাটোলজির ওপর ডিভিডি  ডিগ্রি অর্জন করেন। চর্মরোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তিনি একজন চর্মরোগবিষয়ে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে বিবেচিত। 

● বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এবং ঢাকার বারডেম হাসপাতালে কর্মরত আছেন

ভিজিট ফি ও চেম্বার ডিটেইলস:

● এই চিকিৎসকের নিকট ভিজিট ফি বাবদ এক হাজার টাকা দিতে হয়। 

●ঢাকার পিপলস হাসপাতালে সপ্তাহে তিন  দিন শনিবার, সোমবার ও মঙ্গলবার রাত আটটা থেকে দশটা অব্দি পেশেন্ট দেখে থাকেন। 

৩/ডক্টর কে এম মাজেদুল ইসলাম

● এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস (চর্মরোগ বিভাগ)

● স্পেশালিস্ট: চর্মরোগ বিশেষজ্ঞ

● স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তার অবদান অপরিসীম। 

ভিজিট ফি ও চেম্বার ডিটেইলস:

● অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আপনাকে ৫০০ টাকা ভিজিট ফি দিতে হবে। 

● ঢাকার লালবাগে দেশ ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টারে শুধুমাত্র সোমবার বিকেল চারটা থেকে ৫ টায় চেম্বারে বসেন। 

● হেলথ এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহে চার দিন রবিবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বিকাল ৫ঃ০০ টা থেকে রাত ৮টা অব্দি চেম্বারে থাকেন। 

৪/ডক্টর আজিজ আহমেদ খান

● ঢাকা হতে তিনি এমবিবিএস ডিগ্রী অর্জন করেছেন। 

● বিসিএস (স্বাস্থ্য বিভাগ)

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তিনি ঢাকার নামকরা সরকারি মেডিকেল(ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। 

ভিজিট ফি ও চেম্বার ডিটেইলস:

● এপয়েন্টমেন্ট ফি বাবদ ৬০০ টাকা প্রদান করতে হয়। 

● ঢাকার লালবাগে অবস্থিত দি মডার্ন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহে তিন দিন শনিবার, সোমবার এবং বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এভেলেবেল থাকেন। 

৫/সহকারী অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাক মাহমুদ

● এমবিবিএস ডিগ্রি (ঢাকা)

● এমডি (ডার্মাটোলজি)

● চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তিনি ডার্মাটো সার্জারির উপর থাইল্যান্ড থেকে বিশেষ ট্রেনিং নিয়েছিলেন। 

● বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে চর্মরোগ বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে কাজ  করছেন।  

ভিজিট ফি ও চেম্বার ডিটেইলস:

● নতুন রোগী এবং পুরাতন রোগী থেকে একই ভিজিট ফি বাবদ ৭০০ টাকা নিয়ে থাকেন। 

● ঢাকা ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত ধানমন্ডি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা রোগী দেখেন।  

৬/অধ্যাপক ডক্টর মোঃ মোয়াজ্জেম হোসেন

তিনি (ডিএমসি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেছিলেন।  আরোকিছু ডিগ্রী লাভ করেন যেমন- 

● ডিভিডি (ঢাকা), 

● ফেলো ডিগ্রী - (ডাব্লিউএইচও)ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)

● লন্ডন হতে এফআরএসএইচ বিষয়েও ডিগ্রী নেন। চর্মরোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় যতজন ডাক্তার রয়েছেন তার মধ্যে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক হবার পাশাপাশি চর্মরোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। 

চেম্বার ডিটেইলস:

● রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিনি রোগী দেখেন

৭/ডক্টর মোঃ আমজাদ হোসেন

● চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তার চিকিৎসা জীবনে বেশ খ্যাতি রয়েছে। যার ফলে প্রেসিডেন্ট পদক লাভ করেছেন। চর্মরোগ বিভাগে প্রেসিডেন্ট প্রাপ্ত চিকিৎসকদের তালিকায় তার নাম অন্যতম। 

● এমবিবিএস ও বিসিএস ডিগ্রি (স্বাস্থ্য) ডিভিডি ডিগ্রি ডিইউ

● কনসালটেন্ট (চর্মরোগবিভাগ)

● তিনি ঢাকার বর্ডার গার্ড বিডিআর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। 

ভিজিট ফি ও চেম্বার ডিটেইলস:

● তার নিকট অ্যাপোয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে ৭০০ টাকা ভিজিট ফি দিতে হবে। 

● ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত অনাবিল হসপিটাল লিমিটেডে সপ্তাহে দুদিন শনিবার এবং বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা হতে রাত দশটা পর্যন্ত চেম্বারে থাকেন। 

● নারায়ণগঞ্জের প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার এবং বুধবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত চেম্বারে থাকেন। 

● নারায়ণগঞ্জের ভুলতা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শনিবার এবং বুধবার দুপুর তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বারে বসেন। 

৮/ডক্টর অদিতি দাস

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তার স্কিন ও চর্মরোগ এর ওপর ভালো দক্ষতা রয়েছে।  

● যারা স্কিনে চর্মরোগ সমস্যায় আক্রান্ত আছেন তারা এই চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা সেবা নিতে পারেন কারণ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে একজন সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত চর্মরোগের ডাক্তার হিসেবে পরিচিত।  

চেম্বার ডিটেইলস:

ঢাকার কুড়িল বিশ্বরোডের সিসিডিসি ডায়াগনস্টিকস এন্ড ডক্টরস পয়েনটে সোমবার এবং বুধবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বারে উপস্থিত থাকেন। 

৯/ডক্টর মোশাররফ আহমেদ খোসরু

চর্ম রোগ বিশেষজ্ঞ সেরা ১০ ডাক্তার তালিকায় তার অবদান অপরিসীম। 

● তিনি ঢাকা হতে এমবিবিএস ডিগ্রি লাভ করার পর থাইল্যান্ড এবং জাপান থেকে ডার্মাটোলজির উপর ডিপ্লোমা সম্পন্ন করেন। 

● তিনি তার চিকিৎসাক্ষেএে অবদানের পাশাপাশি এসোসিয়েশন অফ এ্যস্থেটিক ডার্মাটোলজির ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন এরও সদস্য ছিলেন। 

● স্কিন, ও চর্মরোগ বিশেষজ্ঞ।

চেম্বার ডিটেইলস:

ঢাকার কুড়িল বিশ্বরোডের সিসিডিসি ডায়াগনস্টিকস এন্ড ডক্টরস পয়েনটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখে থাকেন।

১০/অধ্যাপক ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান

তার অর্জিত পেশাদারী ডিগ্রীর মধ্যে রয়েছে-

● এমবিবিএস

● ডিভিডি (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

● চর্মরোগ বিশেষজ্ঞ- রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। 

চেম্বার ডিটেইলস:

● ঢাকার মিডফোর্ডের আল আরাফাত হাসপাতালে সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকাল চারটা থেকে পাঁচটা চেম্বারে উপস্থিত থাকেন। 

● মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালে সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা অ্যাভেলেবেল থাকেন

● এছাড়াও ডক্টরস ক্লিনিক এন্ড হাসপাতালে শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে তিনটা এবং ভিক্টোরিয়া কনসালটেশন ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে শনিবার থেকে বৃহস্পতিবার তিনটা থেকে চারটা চেম্বারে উপস্থিত থাকেন। 

আশা করা যায়, এই দশজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিকট থেকে আপনি সুপরামর্শ পেতে পারেন এবং রোগটি থেকে চিরকালের জন্য নিরাময় পেতে পারেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ