ট্রান্সপোর্টেশন-এর প্রকারভেদ গুলো লেখ

ট্রান্সপোর্টেশন-এর প্রকারভেদ গুলো লেখ

ট্রান্সপোর্টেশন-এর প্রকারভেদ গুলো লেখ

প্রশ্নঃ ট্রান্সপোর্টেশন-এর প্রকারভেদ গুলো লেখ 

উত্তরঃ স্থল, পানি ও বায়ু দ্বারা মানুষ পরিবেষ্টিত তাই পরিবহন ব্য বস্থা এ তিনটি মাধ্যমেই গড়ে উঠেছে। ভূমির মাধ্যমে সড়কপথ ও রেলপথ গড়ে উঠছে। পানি ও বায়ু দ্বারা যথাক্রমে জলপথ ও আকাশ পথের সৃষ্টি হয়েছে। 

 ট্রান্সপোর্টেশন পদ্ধতিকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়

 যেমন-

(ক) স্থলপথ (Land Ways)

(i) সড়ক পথ (Road Way or High Ways)

(ii) রেলপথ (Rail Ways)

(খ) জলপথ (Water Ways)

(গ) আকাশ পথ (Air Ways)

ট্রান্সপোর্টেশনের উপরোক্ত চারটি পদ্ধতি ছাড়াও আর পদ্ধতি রয়েছে। যেমন- 

পাইপ লাইনের (মধ্য দিয়ে, পানি, গ্যাস ও তেলের) পরিবহন বেল্ট কনভেয়ার (Conveyor) কেবল কার, মনোরেইল, এলিভেটর (Elevator), এরিয়াল রোপ ওয়েজ (Arial rope ways) ইত্যাদি। সুনির্দিষ্ট ক্ষেত্রে বিশেষে ব্যবহার করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ