সমাজ কি । সমাজ কাকে বলে

সমাজ কি । সমাজ কাকে বলে
সমাজ কি । সমাজ কাকে বলে

সমাজ কি । সমাজ কাকে বলে

উত্তরা ভূমিকা : সংঘবদ্ধ হয়ে বসবাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। সংঘবদ্ধভাবে বসবাস করতে গিয়েই মানুষ সমাজ গঠন করে থাকে। 

"Society exits only where social beings behave toward one another in ways determined by their recognition of one another." (Maclver and Page. Society, P-6)

সমাজের সংজ্ঞা : সমাজের সংজ্ঞা দিতে গিয়ে Gishert তাঁর 'Fundamental of Sociology' গ্রন্থে বলেন, “সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল দাল। 

যে সম্পর্ক দ্বারা মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত তিনি আরো বলেছেন, সমাজ হচ্ছে একটি মানসিক প্রপঞ্চ।

F.H Giddings তাঁর 'Principles of Sociolgy' গ্রন্থে বলেন, “সমাজ হলো সমান মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তি, যারা তাদের এ একই মনোভাবের কথা জানে ও উপভোগ করে এবং সে কারণে সমজাতীয় লক্ষ্যের জন্য সমবেত হয়ে কাজ করতে সক্ষম হয়।

”R.T. Schaefer, "Society is a fairly large number of people who live in the same territoty, are relatively independent of people outside their area and participate in a common culture".

MacIver তাঁর 'Society' গ্রন্থে সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন উক্তি করেছেন তার মতে, “সমাজ হলো মানুষের অবস্থা বা গুণবিশেষ । সমাজ হলো আমরা যেসব সামাজিক সম্পর্কের মধ্যে জন্মগ্রহণ করি তাদের সুসংঘবদ্ধ রূপ।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজ হলো এমন একটি সাংগঠনিক রূপ যেখানে মানুষ পরস্পরের সাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করে থাকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ