জয়সিংহের কাছে জগৎ ও জীবন অর্থহীন বোধ হয় কেন
জয়সিংহের কাছে জগৎ ও জীবন অর্থহীন বোধ হয় কেন
![]() |
জয়সিংহের কাছে জগৎ ও জীবন অর্থহীন বোধ হয় কেন |
উত্তর: রাজপুত জয়সিংহ আবাল্য মন্দির সেবক রঘুপতির কাছে লালিত, কালি মায়ের সে ভক্ত, কালির পায়ে প্রাণ বলিতে অভ্যস্ত। অপর্ণার ছাগশিশু বলি দেওয়ার পর তার কান্না জয়সিংহের চিত্তে আলোড়ন তোলে। তাকে একদিকে টানছে হৃদয়ের ধর্ম ও স্নেহপ্রেম, অপরদিকে টানছে শাস্ত্রবিধি ও গুরুর প্রতি অটল বিশ্বাস।
ঘড়ির দোলকের মত তার মন একবার এদিক, অন্যবার অন্যদিক করছে। তার ভাবান্তরে গুরু ক্ষুব্ধ হয়ে বলে- বন্ধ হোক, বলিদান তবে। জয়সিংহ তখনই অনুভব করে হৃদয়ধর্ম বড় কিন্তু গুরুর কাছেও তার ঋণ কম নয়।
গুরুর সাথে তার আবাল্য বন্ধন এবং অপর্ণার সত্যধর্মের আকর্ষণ- উভয়ই তার কাছে সমান শক্তিশালী। প্রতিমা ও রঘুপতির বন্ধন যেমন কঠিন, অপর্ণার আকর্ষণও তেমনি প্রবল । এই নিরন্তর সংশয় ও চিন্তা জর্জরিত জয়সিংহের কাছে জগৎ ও জীবনের সমস্ত সৌন্দর্য ও মাধুর্য মায়ামাত্র, জীবন ক্ষণিক, অর্থহীন হয়ে ওঠে।