সুলতান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
সুলতান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
![]() |
| সুলতান কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে নিজের জীবনে অচরিতার্থ স্বপ্ন বাস্তবে রূপ নিতে-চাওয়া সেকান্দর মাস্টারের ছোট ভাই সুলতানকে কেন্দ্র করে যে জন্য অভাবের সংসারেও চলে কৃচ্ছ্রসাধন, ত্যাগ, তিতিক্ষা-স্বপ্নের সে ভাই সব ভেঙে দিয়ে নেৰে গেছে যুদ্ধের বাজারে রমজানের উপযুক্ত সাগরেদ দাঙ্গাকারী লুটেরা হয়ে রাতারাতি বড় লোক হতে এবং যে রমজানের পাশাপাশি প্রতিষ্ঠা পেয়েছে যুদ্ধোত্তর স্বাধীন পাকিস্তানে নতুন সমাজব্যবস্থায় মিত্তির বাড়িতে পরিত্যক্ত (বিতাড়িত) হিন্দু-সম্পত্তি আত্মসাৎ করে। চরিত্রটিতে তৎকালীন পূর্ব পাকিস্তানি আর্থসামাজিক ও রাজনৈতিক সমাজ বাস্তবতা বিধৃত এবং গুস্তান রমজানকে বিশেষভাবে অলঙ্কৃত করা হয়েছে।
