আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে কেন সিরাজ এ কথা বলেছেন

আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে কেন সিরাজ এ কথা বলেছেন 
আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে কেন সিরাজ এ কথা বলেছেন
আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে কেন সিরাজ এ কথা বলেছেন 


উত্তর: সিরাজ দেশপ্রেমিক ও প্রজাবৎসল নবাব। তার ইচ্ছা হচ্ছে তার আমলে তার নবাবিতে যেন একটি মানুষও অসুখী না থাকে। কিন্তু ভাগ্য তার সুপ্রসন্ন নয়। তার শত্রু ঘরে-বাইরে। তার বিরুদ্ধে নিরন্তর ষড়যন্ত্র চলে। বৈরী পরিস্থিতির মধ্যদিয়েও তিনি জনগণের শান্তি রক্ষায় সচেষ্ট। 

ইংরেজ কোম্পানি এদেশে বাণিজ্যের সুযোগ পেয়েছে কিন্তু তারা অনবরত দুর্নীতি ও অনাচার করে চলেছে। সুযোগ পেলেই তারা এদেশের নিরীহ মানুষের ওপর নিষ্ঠুর আচরণ করে। জনৈক প্রজা অল্প মূল্যে কোম্পানির প্রতিনিধির কাছে লবণ বিক্রি করতে রাজি হয় নি বলে কোম্পানির লোকজন তার বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, পাঁচ-ছয়জন মিলে দরিদ্র প্রজার সন্তানসম্ভাবা স্ত্রীর ওপর বলাৎকার করে তাকে হত্যা করেছে। 

এ বিষয়ে নবাব কোম্পানির প্রতিনিধি ওয়াটসের কাছে কৈফিয়ত চেয়েই ক্ষান্ত হয় নি তিনি তার প্রাণপ্রিয় জনসাধারণকে অত্যাচারীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নবাবের স্পষ্ট নির্দেশ যে, 

প্রজাদের ওপর যারা অত্যাচার করে প্রজারা যেন সেই সব জালিমের ওপর শতগুণ নিষ্ঠুর আচরণ করে, তারাও যেন জালিমের পরিচয় দেয়। নবাব মূলত চেয়েছেন অত্যাচারীর বিরুদ্ধে জনগণের সংঘবদ্ধ প্রতিবাদ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ