সংশপ্তক' উপন্যাসটি মালেক বা মালু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

 সংশপ্তক' উপন্যাসটি মালেক বা মালু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

সংশপ্তক' উপন্যাসটি মালেক বা মালু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
সংশপ্তক' উপন্যাসটি মালেক বা মালু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসটিতে সর্বত্র আব্দুল মালেক বা মালুর উপস্থিতি লক্ষ করা গেলেও তাকে কেন্দ্রীয় চরিত্র বলা যায় না। মালুকে আমরা বাকুলিয়া, তালতলি, কলকাতা, ঢাকা বিভিন্ন স্থানে তীরের পতিতে ছুটে বেড়াতে দেখি। 

সর্বশেষে মালু আবার নিজের গ্রামে ফিরে এসেছে। মালু অর্থাৎ মি. মালেক মূলত চরিত্র বৈশিষ্ট্যে একজন লোকসংগীত শিল্পী, বহুতর সংকট জর্জরিত প্রতিষ্ঠা-অপ্রতিষ্ঠার দ্বন্দ্বে পীড়িত। চরিত্রটির দীর্ঘ সময়সীমার অর্ধেককালব্যাপী কৈশোর চরিত্রে অভিব্যক্ত বিশেষ এক শিল্প মাত্রিকতায় বিশিষ্ট। 

সমগ্র কাহিনির দর্পণস্বরূপ এ চরিত্রটিতে লেখকের বিশেষ মনোভঙ্গি বৃহত্তর দেশ-কাল-পটে ২য় বিশ্বযুদ্ধ সমসময়ে ভারতীয় আর্থসামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণে শুভ্র, সুন্দর বিবেক ও চৈতন্যবোধের প্রেমঘন রূপ যেখানে বিশ্বজনীন মানবমুক্তির বীজমন্ত্র অগাধ ভক্তিরসের নৈবেদ্যে নিবেদিত; মানবমুক্তির যে সমাজদর্শন প্রধানত সেকান্দর মাস্টার এবং জাহেদের মধ্যে বুদ্ধি ও মনস্কতায় এবং অনুভূতিশীল হৃদয়-ধর্মে মার্কসীয় আদর্শে প্রতীত। 

মালু চরিত্রটি বিচিত্র অভিজ্ঞতা আর বৈশিষ্ট্যের সমন্বয়, বিত্তহীন পরাশ্রিতের গানি, পরাশ্রিত অযোগ্য পিতার প্রতি বীতশ্রদ্ধ, অনগ্রসর পশ্চাৎপদ মুসলিম জীবনের বিড়ম্বনাঃ অগ্রসর, অভিজাত হিন্দুসমাজ- সভ্যতা, সংস্কৃতি, শ্রদ্ধা, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক অসম্প্রীতি, ঘৃণা, বিদ্বেষ, রাজনৈতিক স্বাধীনতা আন্দোলন, ২য় বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, মহামারী, সর্বনাশা কালযুদ্ধ, দেশ বিভাগ, উদ্বাস্তু জীবন, সভ্যতার সংকট, শিল্পী জীবনের ব্যর্থতা, নাগরিক জীবন যন্ত্রণা, অভিজাত উচ্চকোটির কারুময়ীর প্রেম-প্রার্থী-বিড়ম্বিত জীবন, স্বাধীনোত্তর দেশ-বিভাগ পর হিন্দুকেন্দ্রিক লুপ্ত জীবন ও সভ্যতার জাতিগত ক্ষেত্রে অপূরণীয় ক্ষতির পরিমাপ ও মূল্যায়ন, তথা মর্মশায়ী জাতীয় নস্ট্যালজিক অনুভূতি এবং রাতারাতি শূন্যস্থান পূরণে উত্থিত, অধিকৃত নতুন জীবন ও সমাজব্যবস্থার প্রতি ঘৃণ্য ও ক্ষেদ, এছাড়া বহিমিয়ান যাযাবর ঋণাত্মক জীবনবোধ ইত্যাদি। পরিশেষে যুদ্ধোত্তর পুনর্বাসিত বাকুলিয়ায় সেকান্দর মাস্টারের সান্নিধ্যে অনেকেরই নতুন জীবন-দর্শনের সন্ধান লাভ অমানিশার নৈরাশ্যের গভীর অন্ধকারে শাশ্বত সূর্যের চির জাগৃতি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ