সংশপ্তক' উপন্যাসটিতে সেকান্দর মাস্টার কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

সংশপ্তক' উপন্যাসটিতে সেকান্দর মাস্টার । কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
সংশপ্তক' উপন্যাসটিতে সেকান্দর মাস্টার কে তার সংক্ষিপ্ত পরিচয় দাও
সংশপ্তক' উপন্যাসটিতে সেকান্দর মাস্টার কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে সেকান্দর মাস্টার উচ্চ মাধ্যমিক পাস, অকাল পিতৃ প্রয়াগে বি. এ. পরীক্ষা দেয়া আর হয়নি; তালতলির শ্যামাচরণ দত্ত উচ্চ ইংরেজি স্কুলের জুনিয়র টিচার। বৃদ্ধা মা, ভাই (সুলতান) এবং বোন রাসুকে নিয়ে সেকান্দর মাস্টারের অনেক স্বপ্ন। 

নিম্নবিত্ত টানাপোড়েনের সংসার। লুপ্ত তালুক উদ্ধার স্বপ্নে উদাস, মরিয়া, ধূর্ত, খল, লম্পট, দালাল, নায়েব রমজানের চক্রান্তে ক্ষয়িষ্ণু জমিদার ফেলু মিঞার হঠাৎ প্রজাপীড়ন, বকেয়া এবং অধিক খাজনা আদায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার। 

তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রতিজ্ঞ সেকান্দর মাস্টার নিষ্ক্রান্ত হতে না হতেই বৃহত্তর দেশ-কাল পটে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমসময়ে পাক-ভারতীয় স্বাধীনতা আন্দোলনে, দাঙ্গা, দুর্ভিক্ষ, মহামারি, স্বাধীনতা, দেশবিভাগ, সর্বনাশা যুদ্ধের কালাগ্নিতে পৈশাচিক দানবীয় জন, হিংস্র উল্লা বাকুলিয়া, তালতলির সমগ্র তলাটে নিপীড়িতদের কাছে একমাত্র বটবৃক্ষের ন্যায় সেকান্সর মাস্টার পরিণত হয় যেন সক্ষ অবশিষ্ট খুঁটিতে। 

যদিও আপাতত স্বপ্নভঙ্গ স্নান মাস্টার অন্তর বাহ্যগত দৃষ্টিকোণে পাকিস্তান সৃষ্টিতে রমজানদের চূড়ান্ত উত্থানে তবু একদিন সত্যের জয় অবশ্যম্ভাবী, যে আশ্বাসে প্রত্যয়ী সেকান্দর মাস্টার যুধ্যমান, গতিম্মান, মুক্তিকামী সংশপ্তক, স্বাধীনোত্তর দেশবিভাগ পর রমজানের ইন্ধনে পথের কাঁটা মুক্ত করতে রাজদ্রোহী, পলাতক স্বদেশী জাহেদের আকস্মিক নাটকীয় আটক ও বিদায় এবং অঞ্চলস্থ দণ্ড-মুণ্ডের নয়া বিধাতা পঞ্চায়েত কাজী রমজানের নামে শ্যামাচরণ দত্ত ইংরেজি স্কুলের নাম পরিবর্তন না করলে টাকা বন্ধ, গ্রান্ট বন্ধের আদেশে সৈয়দ বাড়িতে রাবুর নতুন স্কুলে জয়েন করবার অঙ্গীকার। '

সেকান্দর মাস্টার' উপন্যাসটিতে একটি মীমাংসিত চরিত্র। রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রে আমরা তাঁর মধ্যে কোন পরিবর্তনের সন্ধান পাই না। উপন্যাসের প্রথম পর্যায়ে মুসলিম স্বাতন্ত্র্য্যবাদী চেতনার অনুসারী জাহেদের সঙ্গে কথোপকথনে সেকান্দর মাস্টারের আত্মস্বরূপ সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। 

যেমন- সহসা দু'হাত বাড়িয়ে সেকান্দর মাস্টারের পথটা আগলে দাঁড়ায় জাহেদ, হাতের মুঠোতে চেপে ধরে ওর জামার গলাটা, তারপর তীরের মত ছুঁড়ে মারে প্রশ্নটা, বল, তুমি মুসলমান কিনা? না । তবে তুমি কি প্রথমত আমি মানুষ, তারপরে মুসলমান। মূলত সেকান্দর মাস্টার চরিত্রের মাধ্যমে গল্পকার একটি সুষ্ঠুবোধ এবং অসাম্প্রদায়িক পরিবেশ নির্মাণে সচেষ্ট হয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ